-->

"Constitution" of India at a glance



"Constitution" of India at a glance  (একনজরে ভারতের "সংবিধান") 👇👇


1)গণপরিষদ বা সংবিধান সভা কবে গঠিত হয়?

☞1946 খ্রিস্টাব্দে।

2)কোন মিশনের পরিকল্পনার ভিত্তিতে সংবিধান সভা/গণপরিষদ গঠিত হয়?

☞মন্ত্রী মিশন পরিকল্পনা।

3) ভারতীয় স্বাধীনতা আইন কবে পাস হয়?

☞1947 খ্রিস্টাব্দে।

4)গণপরিষদের প্রাথমিক সদস্য কতজন ছিল?

☞389 জন।

5)ভারতে গণপরিষদ গঠনের কথা প্রথম কে বলেছিলেন?

☞মানবেন্দ্রনাথ রায়(1934 খ্রিস্টাব্দে)।

6)গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় বসেছিল?

☞1946 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন হলে।

7)গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন?

☞সচিদানন্দ সিনহা।

8)ভারতের সংবিধান তৈরী হতে মোট কতদিন সময় লেগেছিল?

☞2বছর 11 মাস 18 দিন।

9)গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন?

☞রাজেন্দ্র প্রসাদ।

10)গণপরিষদের সহ-সভাপতি কারা ছিলেন?

☞এইচ.সি.মুখার্জি এবং কে. টি.কৃষ্ণমাচারি।

11)গণপরিষদের প্রথম অধিবেশনে কতজন সদস্য উপস্থিত ছিলেন?

☞211জন।

12)কোন ভারতীয় বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব গণপরিষদের সদস্য ছিলেন না?

☞মহাত্মা গান্ধী।

13)কোন পরিকল্পনার ভিত্তিতে ভারত বিভাগ হয়েছিল?

☞মাউন্টব্যাটেন প্ল্যান/3rd জুন প্ল্যান।

14)কোন পরিকল্পনার ভিত্তিতে সংবিধান সভা গঠিত হয়?

☞মন্ত্রীমিশনের পরিকল্পনা(1946খ্রীঃ)।

15)ভারতের সংবিধান কবে গৃহীত হয়?

☞1949 খ্রিস্টাব্দে 26 শে নভেম্বর।

16)গণপরিষদের মোট কতগুলি অধিবেশন হয়েছিল?

☞11টি।

17)গণপরিষদের সর্বশেষ অধিবেশন কবে বসেছিল?

☞1950 খ্রিস্টাব্দের 24 শে জানুয়ারি।

18)ভারতের সংবিধান কবে কার্যকরী হয়?

☞1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি।

19)গণপরিষদের প্রতীক চিহ্ন কি ছিল?

☞হাতি।

20)ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়?

☞ড. বি.আর.আম্বেদকর।

21)ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন?

☞ ডঃ বি.আর. আম্বেদকর।

22)ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারতকে কি ধরনের রাষ্ট্র বলা হয়েছে?

☞সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র।

23)ভারতের সংবিধানের প্রস্তাবনা কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে?

☞ মার্কিন যুক্তরাষ্ট্র।

24)কততম সংবিধান সংশোধনীর দ্বারা ভারতের সংবিধানের প্রস্তাবনা সংশোধনী করা হয়েছে?

☞1976 খ্রী 42 তম সংবিধান সংশোধনী ধারা।

25) 42 তম সংবিধান সংশোধনী দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন কোন শব্দ যুক্ত করা হয়েছে?

☞সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সংহতি।

 26)কে ভারতীয় ভারতের সংবিধানের প্রস্তাবনা সংবিধানের "আইডেন্টিটি কার্ড " বলে অভিহিত করেছেন?

☞এন.এ. পালকিওয়ালা।

27)ভারতের মূল সংবিধানে মোট কয়টি ধারা ছিল?

☞395 টি।

28) কোন দেশের সংবিধানকে বলা হয় পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান?

☞ ভারতবর্ষের সংবিধান।

29) ভারতের সংবিধানে মোট কতগুলি তফসিল আছে?

☞12টি(মূল সংবিধানে ছিল আটটি)

30)ব্রিটিশ সরকার প্রণীত কোন আইনের প্রভাব ভারতীয় সংবিধানে বেশি দেখা যায়?

☞ ভারত শাসন আইন,1935।

31)ভারতীয় সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যা কর্তা কাকে বলা হয়?

☞সুপ্রীম কোর্ট ।

32)কত নম্বর ধারা অনুযায়ী ভারতের সংবিধান সংশোধন করা হয়?

☞368 নম্বর ধারা।

33)কোন কমিটির সুপারিশের ভিত্তিতে ভারতীয় সংবিধানের "মৌলিক কর্তব্য" সংযোজিত হয়?

☞শরণ সিং কমিটি।

34) ব্রিটিশ সরকার প্রণীত কোন আইনে প্রথম মুসলমান সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়?

☞1909 খ্রিস্টাব্দে মর্লে-মিন্টো সংস্কার আইনে।

35)ব্রিটিশ সরকার প্রণীত কোন আইনে প্রাদেশিক দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়?

☞1919 খ্রিস্টাব্দের মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইনে।

SeeCloseComment