WBCS Preliminary Exam Solved Question Paper 2013 (Bengali Version)
Fill in the blanks with the appropriate preposition :
1. I was alarmed —— the news of my brother's illness.
(A) In (B) At (C) Or (D) On
2. Select the pair in the following options, which is set in opposition :
(A) Erroneous — Faulty (B) Reticent — Silent (C) Vilify— Slander (D) None of the above
3. 'To see red' means
(A) To begin to understand (B) To be mad with anger (C) A narrow escape (D) Smart and clean
4. Eruption means outbreak, irruption means
(A) Bursting in (B) Equal (C) Disease (D) Evil
5. Fill in the Blanks :
The street is not properly ——
(A) Illumed (B) Illumined (C) Illuminated (D) Enlightened
6. The opposite of 'remote' is
(A) High (B) Less (C) Far (D) Near
7. He is such a good Samaritan. It means
(A) He is very clever (B) He is a fool (C) Someone who tries to help people (D) He is a bad man
8. 'Deciduous' trees are
(A) Trees that lose the leaves annually (B) Trees that are big (C) Trees that are short (D) Trees that are scattered
Instruction for Question Nos. 9 to 12. Use appropriate words to fill in the blanks :
9. The —— structure of Tajmahal makes it one of the wonders of the world.
(A) Magnanimous (B) Mediocre (C) Mighty (D) Majestic
10. He was penniless when the bank failed and declared himself ——
(A) Insipid (B) Insolent (C) Innocent (D) Insolvent
11. The child proved himself —— by his behaviour and was expelled from the school.
(A) Ill-brend (B) Ill-advised (G) Ill-treated (D) Illogical
12. A —— makes no difference between man and man in spreading his love.
(A) Philander (B) Philistine (C) Philosopher (D) Philanthropist
Instruction for Question Nos. 13 & 14. Choose the correct alternatives from the options to fill in the blanks:
13. They 'laughed down' the man means that they —— the man.
(A) Confined (B) Laughed with (C) Ridiculed and belittled (D) Punished
14. 'Crocodile tears' means ——.
(A) Expression of sorrow (B) Tears of animals (C) False tears (D) Painful Expression
Choose the word opposite in meaning to the underlined word :
15. <u>Transparency</u> is needed in dealing with a matter of public interest.
(A) Haziness (B) Trauma (C) Turbulence (D) Transition
Identify the correct word from the options given to make the sentence meaningful:
16. The banquet-hail —— decorated to celebrate the occasion.
(A) Slovenly (B) Simply (C) Lavishly (D) Poorly
17. People who do not settle down, speak the Romany language, are called.
(A) Truant (B) Vagabond (C) Gypsy (D) Wanderer
18. A preparation for killing insects is.
(A) Parasite (B) Insecticide (C) Humus (D) Rodent
19. Fill In the blank :
He came of his own ——
(A) Impulse (B) Instinct (C) Accord (D) indifference
20. Replace the underlined word by any of the options given below:
It was <u>queer</u> to see his behaviour.
(A) Natural (B) Odd (C) Probable (D) Convincing
21. 'We are superior to every body else' is the apt utterance of a/an—
(A) Egoist (B) Pacifist (C) Anarchist (D) Chauvinist
Instruction for Question Nos. 22 & 23.
Choose the word closest to the meaning of the underlined words:
22. The Patient needed an <u>anodyne</u> for his strained nerves.
(A) Alcohol (B) Opium (C) Medicine (D) Painkilling balm
23. The news came like a <u>bolt from the blue</u>.
(A) Windfall (B) Thunderbolt (C) Sudden and unexpected (D) Shock
Insert apptopriate phrasal verb in the blank below to make the sentence meaningful:
24. His friend —— his word much to his despair.
(A) Went back on (B) Went away from (C) Went with (D) Went in
25. An <u>omnivorous</u> creature is one who
(A) Eats both plants and animals (B) Omnipresent (C) Omniscient (D) Eats nothing
26. 2011 -র বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে 'ম্যান অফ দি ম্যাচ' কে হন ?
(A) শচীন তেন্ডুলকর (B) যুবরাজ সিং (C) মহেন্দ্র সিং ধোনি (D) গৌতম গম্ভীর
27. 'দাম' কি ?
(A) শেরশাহ প্রবর্তিত তাম্র মুদ্রা (B) আকবর প্রবর্তিত তাম্র মুদ্রা (C) শাজাহান প্রবর্তিত তাম্র মুদ্রা (D) আরঙ্গজেব প্রবর্তিত তাম্র মুদ্রা
28. ভারতের ধান উত্পাদনের —— হয় পশ্চিমবঙ্গে ।
(A) 10% (B) 15% (C) 20% (D) 25%
29. ভারতের 'ইনফরমাল' ক্ষেত্রে, কর্মমুখী জনসংখ্যার কত শতাংশ নিয়োজিত ?
(A) 93 (B) 68 (C) 77 (D) 16
30. রবীন্দ্রনাথের কোন উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায় ?
(A) চোখের বালি (B) ঘরে বাইরে (C) চতুরঙ্গ (D) চার অধ্যায়
31. ফেসবুক -এর স্রষ্টা
(A) স্টিভ জোবস (B) মার্ক জুকারবার্গ (C) ল্যারি পেজ (D) বিল গেটস
32. কে বলেছিলেন 'সব লাল হো যায়েগা' ?
(A) গুরু গোবিন্দ সিং (B) অজিত সিং (C) তেগ বাহাদুর (D) রঞ্জিত সিং
33. কোন অভিযানে নেতৃত্ব দিতে গিয়ে প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃত্যু হয় ?
(A) চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন (B) ফেনি অভিযান (C) কার্পোল অভিযান (D) পাহাড়তলী ইউরোপীয় ক্লাব অভিযান
34. ভারতের প্রতি বছর —— mmt পেট্রোলিয়াম পরিশুদ্ধ হয় ।
(A) 195 (B) 215 (C) 230 (D) 250
35. জাপানের প্রধানমন্ত্রী
(A) শিনজো আবে (B) য়োশিহিকো নোডা (C) নাওটো কান (D) উপরের কেহ-ই নন
36. একটি দ্রব্য শতকরা 10 টাকা ক্ষতিতে বিক্রয় করা হল । যদি দ্রব্যটি 40 টাকা অধিক মূল্যে বিক্রয় করা হত তা হলে শতকরা 10 টাকা লাভ হত । দ্রব্যটি ক্রয়মূল্য
(A) 250 টাকা (B) 200 টাকা (C) 300 টাকা (D) 180 টাকা
37. যদি A + B মানে A, B -এর মা, A - B মানে A, B এর ভাই এবং A x B মানে A, B এর ভগিনী হয় তবে P - M + N x Q এর মানে
(A) P, Q -এর মামা (B) P, Q -এর ভাই (C) P, Q -এর ভাগ্নে (D) উপরের কোনোটিই নয়
38. প্রত্যেক 45 মিনিট অন্তর একটি ট্রেন 'মহারাজা গেট' পার হয় । 10 মিনিট আগে একটি ট্রেন পার হয়েছে এবং পরবর্তী ট্রেন গেট পার হবার সময় সকল 9-35 মিনিট । এখন কটা বাজে ?
(A) সকাল 9-15 মিঃ (B) সকাল 9-00 মিঃ (C) সকাল 9-05 মিঃ (D) সকাল 9-10 মিঃ
39. 'বাংলাদেশ রাষ্ট্র' তৈরী হয় কোন বছরে ?
(A) 1956 (B) 1971 (C) 1990 (D) 1947
40. বিতর্কিত বেদান্ত অ্যাlলুমিনিয়াম প্রকল্প কোথায় অবস্থিত ?
(A) মহারাষ্ট্রে (B) উড়িষ্যায় (C) ঝাড়খন্ডে (D) বিহারে
41. কে সূর্যাস্ত আইন প্রবর্তন করেন ?
(A) ওয়ারেন হেস্টিংস (B) লর্ড কর্ণওয়ালিশ (C) লর্ড বেন্টিঙ্ক (D) লর্ড ক্যানিং
42. পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম
(A) খরগপুর (B) বিশাখাপত্তনম (C) সেকেন্দ্রাবাদ (D) কানপুর
43. বাংলায় কবে তেভাগা আন্দোলন শুরু হয় ?
(A) 1942 (B) 1944 (C) 1945 (D) 1946
44. ভারতের ন্যাশনাল গ্রীণ ট্রাইবুন্যাল প্রতিষ্ঠিত হয় ?
(A) 2009 (B) 2010 (C) 2011 (D) 2012
45. ভারতে সর্বশেষ জনগণনা হয়েছিল
(A) 2011 সালে (B) 1991 সালে (C) 2005 সালে (D) 2001 সালে
46. 'স্বত্ব বিলোপ নীতি' প্রবর্তন করেছিলেন
(A) লর্ড ওয়েলেসলী (B) লর্ড ডালহৌসি (C) লর্ড ক্যানিং (D) লর্ড লিনালথগো
47. 'হিগস বোসন' হল
(A) সিনেমার নাম (B) একটি মৌল কণা (C) ঔষধের শ্রেণীগত নাম (D) গ্রহ
48. ভারত-চীন যুদ্ধ হয়েছিল কোন সালে ?
(A) 1952 (B) 1971 (C) 1962 (D) 2001
49. ভারতের কয়লা প্রধানত
(A) এনথ্রাসাইট (B) বিটুমিনাস (C) লিগনাইট (D) পিট
50. নেটোর (NATO) প্রধান কার্যালয়
(A) নিউইয়র্ক (B) ভিয়েনা (C) ব্রাসেলস (D) লন্ডন
51. একটি বরফের ঘনক একটি বড় বিকারের জলের মধ্যে ভাসানো আছে । বরফের ঘনকটিতে একটি বড় বায়ুর বুদবুদ আছে । যখন বরফটি সম্পূর্ণ গলে যাবে, তখন বিকারের জলের তলের কী পরিবর্তন হবে ?
(A) অপরিবর্তিত (B) নেমে যাবে (C) উঠে যাবে (D) প্রথমে উঠবে তারপর নেমে যাবে
52. 1942 -এ কোথায় স্বরাজ পঞ্চায়েত তৈরী হয় ?
(A) তমলুক (B) কাঁথি (C) কটক (D) পুরী
53. ভারত রাষ্ট্র ব্যবস্থা হল
(A) গণতান্ত্রিক (B) একনায়কতান্ত্রিক (C) সামরিক (D) উপরের কোনটিই নয়
54. একই গতিশক্তি সম্পন্ন কণাগুলির মধ্যে কার ভরবেগ সর্বোচ্চ ?
(A) ইলেকট্রন (B) প্রোটন (C) ডিউটেরন (D) আলফা কণা
55. মার্কিনযুক্তরাষ্ট্রে 2012 -র রাষ্ট্রপতি নির্বাচনের প্রাক্কালে যে হ্যারিকেন ঝড় আছড়ে পড়ে সেটি ছিল
(A) স্যান্ডি (B) সিন্ডি (C) টোনি (D) ফ্লরেন্স
56. সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন ?
(A) ডঃ আম্বেদকর (B) রাজাগোপালাচারী (C) আবুল কালাম আজাদ (D) ডঃ রাজেন্দ্রপ্রসাদ
57. পশ্চিমবঙ্গে বোরো ধান চাষের প্রাধান্য দেখা যায়
(A) পুরুলিয়া মালভূমি অঞ্চলে (B) উত্তর বাংলা সমতলভূমিতে (C) পূর্বের জেলাগুলিতে (D) রাঢ় অঞ্চলে
58. কোন রাশির একক ডাইন-সেকেন্ড ?
(A) বল (B) ভরবেগ (C) শক্তি (D) ক্ষমতা
59. কোন দেশ সম্প্রতি কাগজের মুদ্রার পরিবর্তে প্লাস্টিকের মুদ্রা ব্যবহার করার সিদ্ধান্ত নেয় ?
(A) জার্মানি (B) অস্ট্রেলিয়া (C) নিউজিল্যান্ড (D) ইউ. কে. (U.K.)
60. কোন বছর 'এশিয়াটিক সোসাইটি' র পত্তন হয় ?
(A) 1784 (B) 1785 (C) 1794 (D) 1796
61. কে সুভাষ বোসের 'আজাদ হিন্দ ফৌজের' সদস্য ছিলেন না ?
(A) পি.কে. সাইগল (B) শাহনাওয়াজ খান (C) ক্যাপ্টেন মোহন সিং (D) জি. এস. ধীলন
62. সিসমোগ্রাফ হল
(A) মেঘের ছবি তোলার যন্ত্র (B) ভুমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র (C) সমুদ্রের গভীরতা মাপার যন্ত্র (D) বায়ুমণ্ডলের চাপেরপরিবর্তন মাপার যন্ত্র
63. 'স্যার ক্রিক' সংক্রান্ত বিবাদ যে দেশগুলির মধ্যে
(A) ভারতবর্ষ — বাংলাদেশ (B) ভারতবর্ষ — পাকিস্তান (C) ভারতবর্ষ — নেপাল (D) ভারতবর্ষ — শ্রীলঙ্কা
64. কত সালে মহাত্মা গান্ধি অসহযোগ আন্দোলন শুরু করেন ?
(A) 1916 (B) 1920 (C) 1923 (D) 1926
65. 'সবুজ বিপ্লব' প্রথমে কোথায় ঘটেছিল ?
(A) পাঞ্জাব ও হরিয়ানা (B) বিহার ও পশ্চিমবঙ্গ (C) অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু (D) গুজরাট ও মহারাষ্ট্র
66. বার্নার দিয়ে ফ্লাস্কের জল ফুটানো হচ্ছে । কী করলে জলের স্ফুটনাঙ্ক কমে যাবে ?
(A) পারিপার্শ্বিক তাপমাত্রা কমলে (B) ফ্লাস্কের মুখে বায়ু নিষ্কাশন যন্ত্রে লাগালে (C) বার্নারের তাপ কমিয়ে দিলে (D) ফ্লাস্কের মুখ বায়ুর চাপ বৃদ্ধিকারী যন্ত্রে লাগালে
67. 'যুক্ত সার্বভৌম বাংলা' র একজন প্রবক্তা কে ছিলেন ?
(A) এইচ.এস. সুরাওয়ার্দি (B) শ্যামাপ্রসাদ মুখার্জী (C) মৌলানা আবুল কালাম আজাদ (D) উপরের কেহই নন
68. কার হাতে টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল ?
(A) লর্ড ওয়েলেসলী (B) লর্ড কর্ণওয়ালিশ (C) লর্ড ডালহৌসি (D) জন শোর
69. ভারতবর্ষ কোন সংস্থার 'পূর্ণ' সদস্য ?
(A) NAFTA (B) E.U. (C) SAARC (D) উপরের কোনটিই নয়
70. নিম্নলিখিত যৌগটি তৈরী করা আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের একটি যুগান্তকারী কাজ
(A) HgCl<sub>2</sub> (B) HgO (C) Hg<sub>2</sub>Cl<sub>2</sub> (D)H<sub>2</sub>O<sub>4</sub>
71. 2012 -র শান্তির জন্য নোবেল পুরস্কার প্রাপক
(A) লিন জিয়াওবো (B) বারাক ওবামা (C) ইউরোপীয় ইউনিয়ন (D) আল গোরে
72. কে 'নীলদর্পণ' অনুবাদ করেছিলেন ?
(A) রেভঃ জেমস লং (B) উইলিয়াম কেরি (C) সতীশ চন্দ্র মুখার্জী (D) মাইকেল মধুসূদন দত্ত
73. কে লিখেছিলেন 'ইন্ডিয়া উইনস ফ্রীডম' ?
(A) জওহরলাল নেহরু (B) মৌলানা আবুল কালাম আজাদ (C) সর্দার প্যাটেল (D) এম.এ. জিন্না
74. বাহ্যিক চৌম্বকক্ষেত্রের প্রভাব থেকে কোনো যন্ত্রকে মুক্ত রাখতে ব্যবহৃত হয়
(A) কাচের আচ্ছাদন (B) রবারের আচ্ছাদন (C) পেতলের আচ্ছাদন (D) কাঁচা লোহার আচ্ছাদন
75. ভারতের G.D.P. তে সবচেয়ে বেশী অংশ যে ক্ষেত্রের তা হল
(A) কৃষিক্ষেত্র (B) শিল্পক্ষেত্র (C) পরিষেবা ক্ষেত্র (D) বৈদেশিক বাণিজ্য ক্ষেত্র
76. 'প্রার্থনা সমাজ' প্রতিষ্ঠা করেন ?
(A) এম.জি. রানাডে (B) আত্মারাম পান্ডুরাঙ (C) রামমোহন রায় (D) কেশব সেন
77. নীচের সংখ্যা শ্রেণিটির লুপ্ত সংখ্যাটি কত ?
24, 25, 27, ? , 39, 55
(A) 29 (B) 31 (C) 33 (D) 35
78. এপ্রিল 2012 তে উড়িষ্যাতে বোসুস্কো পাওলো নামক যে পর্যটককে মাওবাদীরা মুক্তি দেয় সে যে দেশ থেকে এসেছিল সেটি
(A) ইটালি (B) ফ্রান্স (C) জার্মানি (D) মার্কিন যুক্তরাষ্ট্র
79. পৃথিবীর মানচিত্রে সমান বিনতি কোণ বিশিষ্ট স্থানগুলি যোগ করে যদি রেখা টানা হয় তাহলে সেই রেখাগুলিকে বলা হয়
(A) সমদিকপাতী রেখা (B) সমনতি রেখা (C) শূণ্যদিকপাতী রেখা (D) সমোষ্ণ রেখা
80. ভীল বিদ্রোহ কোথায় হয়েছিল ?
(A) ছোটনাগপুর (B) সিংভূম (C) সাতারা (D) খন্দেশ
81. মহলানবিশ প্রবর্তিত ভারতীয় পরিকল্পনায় যে ক্ষেত্রের উন্নয়নের ওপর জোর দেওয়া হয়েছিল, তা হল
(A) কৃষিক্ষেত্র (B) পরিষেবা ক্ষেত্র (C) ভারী মূলধনী বস্তু প্রস্তুতকারক শিল্পক্ষেত্র (D) ক্ষুদ্র গ্রামীণ শিল্পক্ষেত্র
82. নীচের অক্ষর সংখ্যা শ্রেণিটির শূণ্যস্থান পূরণ করুন
B2E, D6H, F14K, H30N, —
(A) K62P (B) K50P (C) J50Q (D) J62Q
83. 2012 র অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠানে যে চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার প্রদান করা হয় সেটি হ'ল
(A) র্যাঙ্গো (B) হুগো (C) দি আর্টিস্ট (D) দি গার্ল উইথ দি ড্রাগন স্ট্যাটু
84. পানীয় জলে কার উপস্থিতি কাম্য ?
(A) K (B) Ca (C) As (D) Fe
85. ভারতের শেষ গভর্নর-জেনারেল কে ছিলেন ?
(A) লর্ড মাউন্টব্যাটেন (B) লর্ড ক্যানিং (C) আবুল কালাম আজাদ (D) চক্রবর্তী রাজাগোপালাচারী
86. কত বছরের নীচে কারখানায় শিশু শ্রমিক নিয়োগ ভারতবর্ষে আইনত নিষিদ্ধ ?
(A) 12 বছর (B) 17 বছর (C) 14 বছর (D) 10 বছর
87. দুটি সংখ্যার অন্তরফল 15 এবং এদের বর্গমূলের অন্তরফল 1 হলে, ক্ষুদ্রতর সংখ্যাটি হবে
(A) 81 (B) 49 (C) 36 (D) 25
88. বাংলার তারিকা আন্দোলনের নেতা কে ছিলেন ?
(A) দুদুমিয়াঁ (B) তিতুমীর (C) হাজী শরিয়াতুল্লা (D) সঈদ আহমেদ
89. হিমোগ্লোবিনে কোন ধাতব আয়নটি আছে ?
(A) Mg<sup>+</sup> (B) Fe<sup>++</sup> (C) Al<sup>+++</sup> (D) Mn<sup>++</sup>
90. পাট চাষের প্রধান ক্ষেত্র হল
(A) তামিলনাড়ু (B) পশ্চিমবঙ্গ (C) কেরল (D) হিমাচল প্রদেশ
91. ধারওয়ার যুগের গ্রানাইট ও নীস পাওয়া যায়
(A) শিবালিক পর্বতমালায় (B) ডেকান মালভূমিতে (C) ছোটনাগপুরের মালভূমিতে (D) কিরথার পর্বতমালায়
92. ব্রিটিশ শাসন থেকে ভারতবর্ষের রাজনৈতিক স্বাধীনতা অর্জিত হয়েছিল কবে ?
(A) 26 জানুয়ারী 1950 (B) 2 অক্টোবর 1942 (C) 15 আগস্ট 1947 (D) 3 ডিসেম্বর 1972
93. একটি সংকেতের দ্বারা "MUSIC" লেখা হয় 'XVQYW' এবং "USAGE" লেখা হয় 'VQZIF', তা হলে "CAUSE" শব্দটি ঐসংকেতে কিভাবে লেখা হবে ?
(A) WZQVF (B) WVZQF (C) WZVQF (D) WVQZF
94. AMRI (কলকাতা) তে সদ্য মৃত্যুর কারণে নিম্নলিখিত কোন গ্যাসটিকে সর্বাপেক্ষা বেশী দায়ী করা হয়েছে ?
(A) কার্বন-ডাই-অক্সাইড (B) কার্বন মনোক্সাইড (C) মিথেন (D) হাইড্রোজেন সালফাইড
95. অক্টোবর 2012 -র নির্বাচনের পর ভেনেজুয়েলার রাষ্ট্রপতি হন
(A) হেনরিক ক্যাপ্রিলেস (B) ফিয়েদেল কাস্ট্রো (C) উগো সাভেজ (D) উপরের কেহই নন
96. লেকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত ?
(A) জম্মু ও কাশ্মীর (B) হিমাচল প্রদেশ (C) অরুণাচল প্রদেশ (D) মণিপুর
97. কোন জায়গাকে সাঁওতালরা 'দামিন-ই-কোহ' বলত ?
(A) ধলভূম (B) পালামৌ (C) রাজমহল পাহাড় (D) হাজারিবাগ
98. ভারতবর্ষের কত শতাংশ লোক দরিদ্র ?
(A) 40 (B) 83 (C) 10 (D) 66.66
99. বাড়িতে ব্যবহৃত মিউরিয়েটিক অ্যাসিড নিম্নলিখিত দ্রব্য থেকে লঘুকৃত
(A) অ্যাসেটিক অ্যাসিড (B) হাইড্রোক্লোরিক অ্যাসিড (C) অক্সালিক অ্যাসিড (D) অ্যাকোয়া রিজিয়া (অম্লরাজ)
100. গণ্ডোয়ানা স্তর কিসের জন্য বিখ্যাত ?
(A) লৌহ (B) কয়লা (C) বক্সাইট (D) পেট্রোলিয়াম
101. মনীশ 10 মিনিটে 500 শব্দ টাইপ করতে পারে এবং রাণা 400 শব্দ টাইপ করতে পারে । দুজনে একত্রে কত সময়ে 3600 শব্দ টাইপ করতে পারবে ?
(A) 60 মিনিট (B) 45 মিনিট (C) 40 মিনিট (D) 38 মিনিট
102. অজানা সংখ্যাটি নির্ণয় করুন :
46, 56, 67, 80, ? , 104
(A) 101 (B) 88 (C) 83 (D) 91
103. ভারতের টাকা পূর্ণ পরিবর্তনযোগ্য কোন ক্ষেত্রে ?
(A) কারেন্ট (Current) অ্যাকাউন্ট (B) ক্যাপিটাল (Capital) অ্যাকাউন্ট (C) ট্রেড (Trade) অ্যাকাউন্ট (D) উপরের কোনটিই নয়
104. বাড়ির কাজে ব্যবহৃত ফিনাইল নিম্নলিখিত দ্রব্য সম্পর্কিত
(A) মিথাইল অ্যালকোহল (B) টারটারিক অ্যাসিড (C) বেঞ্জিন (D) অ্যানথ্রাসিন
105. বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গেছে ?
(A) লোথাল (B) হরপ্পা (C) মহেঞ্জোদারো (D) কালিবঙ্গান
106. ভারতে প্রথম চটকল স্থাপিত কোন সালে ?
(A) 1920 (B) 1850 (C) 1800 (D) 1775
107. কোন বছর বিধবা বিবাহ আইন পাস হয় ?
(A) 1829 (B) 1833 (C) 1856 (D) 1890
108. 1940 এ মুসলিম লিগের কোন অধিবেশনে মুসলমানদের পৃথক জাতি পরিচয় গৃহীত হয় ?
(A) করাচী (B) সিন্ধু (C) লাহোর (D) পাটনা
109. বন সংরক্ষণের মাধ্যমে প্রতিরোধ ঘটে
(A) ভূমিক্ষয় (B) দূষণ (C) বন্যা (D) উপরোক্ত সবকটি
110. কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত ?
(A) শতদ্রু (B) ইরাবতী (C) চন্দ্রভাগা (D) ঝিলম
111. 'আইহোল প্রশস্তি' কে রচনা করেন ?
(A) কৌটিল্য (B) রবিকীর্তি (C) হরিষেণ (D) ন্যায়নিকার
112. পশ্চিমবঙ্গের পঞ্চায়েতগুলি নিম্নলিখিত কর আদায়ের ক্ষমতা রাখে
(A) আয়কর (B) বিক্রয়কর (C) টোল ট্যাক্স ও জলকর (D) ভূমিরাজস্ব
113. ব্যক্তবীজী উদ্ভিদে ত্রি-নিষেক ঘটার ফলে প্রস্তুত হয়
(A) ভ্রুণ (B) শস্য (C) সাসপেন্সর (D) বীজত্বক
114. কোন আইনে খ্রিস্টীয় মিশনারিরা ভারতে প্রবেশের ছাড়পত্র পায় ?
(A) 1793 -র চার্টার আইন (B) 1813 -র চার্টার আইন (C) 1833 -র চার্টার আইন (D) 1784 -র পীটের ভারত আইন
115. যদি RESCUE = 372057 এবং PROBLEM = 9348176 হয় তবে, PROCURE = ?
(A) 9340357 (B) 9340537 (C) 3840537 (D) 3904537
116. বুদ্ধ জন্মগ্রহণ করেন
(A) খ্রী পূঃ 523 (B) খ্রী পূঃ 563 (C) খ্রী পূঃ 623 (D) খ্রী পূঃ 602
117. নর্মদা নদীর উত্পত্তি কোথায় ?
(A) অমরকন্টক মালভূমি (B) বিন্ধ্য পর্বতমালা (C) মাইখাল পর্বতমালা (D) পালনী পর্বত
118. জাতীয় গ্রামীণ রোজগার সুরক্ষা যোজনায় কাজের অধিকার দেওয়া হয়েছে
(A) বছরে 70 দিন (B) বছরে 200 দিন (C) বছরে 100 দিন (D) বছরে 30 দিন
119. এন্ডেমিক উদ্ভিদ তারাই, যারা জন্মায়
(A) মিষ্টি জলে (B) ছায়াযুক্ত অঞ্চলে (C) অন্য উদ্ভিদের উপরে (D) কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে
120. বিখ্যাত ছবি 'ভারত মাতা' কে এঁকেছিলেন ?
(A) গগনেন্দ্রনাথ ঠাকুর (B) অবনীন্দ্রনাথ ঠাকুর (C) নন্দলাল বসু (D) যামিনী রায়
121. একটি ঘনককে তার সকল দিকে কালো রঙ করা হল । তার পর তাকে কেটে সমান আকারে 64টি ঘনকে রূপান্তরিত করা হল । ছোট ঘনকগুলির মধ্যে কয়টি ঘনকের শুধুমাত্র একটি তল কালো রঙের হবে ?
(A) 4 (B) 8 (C) 16 (D) 24
122. বঙ্গোপসাগরে সাইক্লোনের প্রাধান্য হয়
(A) বর্ষার প্রথমে (B) বর্ষা শেষে (C) শীতকালে (D) গ্রীষ্মকালে
123. পৃথিবীপৃষ্ঠে যতটা অংশে জীবন বিরাজ করে তা হল
(A) লিথোস্ফিয়ার (B) হাইড্রোস্ফিয়ার (C) অ্যাটমোস্ফিয়ার (D) বায়োস্ফিয়ার
124. বি.পি.এল [B.P.L.] মানে হল
(A) দারিদ্রসীমার নীচে (Below Poverty Line) (B) সরকারী মামলার পিছনে (Behind Public Litigation) (C) ব্যক্তিগত সীমার বাইরে (Beyond Private Limits) (D) অনুর্বর সরকারী জমি (Barren Public Land)
125. ভারতে কোথায় আর্যরা প্রথম চিরস্থায়ী বসতি স্থাপন করে ?
(A) পাঞ্জাব (B) রাজস্থান (C) সিন্ধু (D) গুজরাট
126. যদি '+' এর প্রতীক P হয়; 'x' এর প্রতীক R হয়; '-' এর প্রতীক S হয়; এবং '÷ ' এর প্রতীক T হয়, তবে 5R9P7S9T3P6 -এর মান হবে
(A) 55 (B) 54 (C) 39 (D) 128
127. শস্যক্ষেত্রে DDT স্প্রে করলে দূষিত হয়
(A) শুধুমাত্র বাতাস (B) শুধুমাত্র বাতাস ও মাটি (C) শুধুমাত্র বাতাস, মাটি ও জল (D) শুধুমাত্র বাতাস ও জল
128. এর মান হবে
(A) 27.75 (B) 25.25 (C) 27.25 (D) 25.75
129. পূর্ব ও পশ্চিম ঘাটের সংযোগস্থল হল
(A) পালনী পর্বত (B) নীলগিরি পর্বত (C) পালঘাট গ্যাপ (D) আন্নামালাই পর্বত
130. কোন উদ্ভিদের শস্য (এন্ডোস্পার্ম) থেকে তেল পাওয়া যায় ?
(A) চিনাবাদাম (B) নারকেল (C) সর্ষে (D) তিল
131. কে আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়েছিলেন ?
(A) অম্ভি (B) মহাপদ্ম (C) পুরু (D) উপরের সবাই ?
132. ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থা হল
(A) যুক্ত রাষ্ট্রীয় (Federal) (B) একরাষ্ট্রীয় (Unitary) (C) আধা সামন্ততান্ত্রিক (Semi-feudal) (D) কোনটিই নয়
133. উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি ?
(A) তোর্সা (B) রাইডাক (C) মেছি (D) পাগলা
134. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয় ?
(A) কোলকাতা (B) বম্বে (C) মাদ্রাজ (D) পুনে
135. স্তন্যপায়ী প্রাণীর সারভাইক্যাল কশেরুকার সংখ্যা
(A) সাত (B) সতেরো (C) সাতাত্তর (D) এগারো
136. তাঁর শিলালিপিতে অশোক নিজেকে অভিহিত করেন কি বলে ?
(A) প্রিয়দর্শী (B) ধম্মাশোক (C) দৈবপুত্র (D) দেবনামপ্রিয় প্রিয়দর্শন
137. একটি গোলাকার তলের ক্ষেত্রফল (বর্গ সেমি) উহার ঘনফলের (ঘন সেমি) তিনগুণ । গোলকের ব্যাস হবে
(A) 1 সেমি (B) π সেমি (C) 2 সেমি (D) 3 সেমি
138. ভারতীয় অর্থনীতি হল
(A) সম্পূর্ণ নিয়ন্ত্রিত ব্যক্তিগত মালিকানাহীন অর্থনীতি (B) মিশ্র অর্থনীতি (C) ধনতান্ত্রিক অর্থনীতি (D) উপরের কোনটিই নয়
139. ভারতে মৌসুমী বায়ুর প্রধান নিয়ন্ত্রক
(A) জেট স্ট্রিম (B) তাপমান (C) হিমালয় পর্বতের অবস্থিতি (D) নিম্ন বায়ুর গতিবিধি
140. পদবিহীন উভচর প্রাণী যে বর্গের অন্তর্গত, তা হল
(A) ইউরোডেলা (B) অ্যানুরা (C) জিমনোফাওনা (D) উপরের কোনটিই নয়
141. কাকে 'গদর পার্টি' মারতে চেয়েছিল ?
(A) কিংসফোর্ড (B) হার্ডিঞ্জ (C) টেগার্ট (D) নর্থব্রুক
142. এপ্রিল মাসে কোথায় ঝড়বৃষ্টির আশঙ্কা খুব বেশী ?
(A) অসম (B) পশ্চিমবঙ্গ (C) বিহার (D) রাজস্থান
143. শূণ্যস্থানের পদটি বের করুন : EGI, JLN, OQS, ....
(A) FHI (B) UWZ (C) NVX (D) TVX
144. গজনীর সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করেন ?
(A) 12 (B) 17 (C) 5 (D) 20
145. প্রখ্যাত একটি পাখিরালয়ের নাম
(A) কেওলাদেও ঘানা অভয়ারণ্য (B) গির আরণ্য (C) সুন্দরবন (D) বন্দিপুর জাতীয় উদ্যান
146. ভারতের জাতীয় যোজনা কমিশন হল
(A) একটি স্ট্যাটুটারী সংস্থা (B) কেন্দ্রীয় সরকারের একটি দপ্তর (C) রাজ্য সরকারের একটি দপ্তর (D) রিজার্ভ ব্যাঙ্কের একটি সাবসিডিয়ারী
147. কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় ?
(A) 1817 (B) 1820 (C) 1832 (D) 1857
148. ক্ষেত্র হিসাবে ভারতের স্থান পৃথিবীর মধ্যে
(A) পঞ্চম (B) সপ্তম (C) দশম (D) দ্বাদশতম
149. পর্যাপ্ত পরিমাণ অ্যামাইলেসের উত্পত্তিস্থল হল
(A) মস্তিষ্ক (B) রক্ত (C) থাইরয়েড (D) অগ্ন্যাশয়
150. বাংলায় কৌলিন্য প্রথা কে চালু করেন ?
(A) গোপাল (B) বল্লাল সেন (C) লক্ষ্মন সেন (D) ধর্মপাল
151. A, B এর চেয়ে লম্বা এবং C, D এর চেয়ে লম্বা । যদি B, C এর চেয়ে বেঁটে না হয় তবে কে সবচেয়ে লম্বা ?
(A) B (B) C (C) D (D) A
152. কে বলেছিলেন 'আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাবে' ?
(A) মৌলানা আবুল কালাম আজাদ (B) মতিলাল নেহরু (C) জি.কে. গোখলে (D) উপরের কেউই না
153. যেটির অনুপস্থিতিতে পাখি বাদুড়ের থেকে পৃথক গোষ্ঠীর প্রাণী তা হল
(A) উষ্ণ শোণিত (B) চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃদপিন্ড (C) ট্রাকিয়া (D) মধ্যচ্ছদা
154. যদি 16 + 2 = 16, 20 + 4 = 40, 24 + 8 = 96 হয়, তবে 15 + 6 = ?
(A) 45 (B) 30 (C) 90 (D) 60
155. খড়গপুরে রেলের কারখানা তৈরি হয়েছিল
(A) 1850 (B) 1875 (C) 1900 (D) 1930
156. নিম্নলিখিত কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য রূপে পরিচিত ?
(A) প্রথম চন্দ্রগুপ্ত (B) সমুদ্র গুপ্ত (C) দ্বিতীয় চন্দ্রগুপ্ত (D) স্কন্দগুপ্ত
157. চিংড়ির ক্যারাপেসের যে অংশটি গিল আবরণীর কাজ করে তাকে বলা হয়
(A) ব্রঙ্কাস (B) ব্রাঙ্কিওস্টেগাল ঝিল্লী (C) ব্রাঙ্কিওস্টেগাইট (D) ব্রাঙ্কিওস্টেগাল স্পাইন
158. ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্য বিধানসভাগুলি পাস করতে পারে
(A) কেন্দ্রীয় সরকারের বার্ষিক বাজেট (B) রাজ্য সরকারের বার্ষিক বাজেট (C) সংবিধান সংশোধন (D) উপরের কোনটিই নয়
159. কোন বছর জাতীয় কংগ্রেস 'পূর্ণ স্বরাজ' এর প্রস্তাব গ্রহণ করে ?
(A) 1928 (B) 1929 (C) 1930 (D) 1931
160. ভারতের কোন রাজ্যে সর্বাধিক তুলা উত্পন্ন হয় ?
(A) মহারাষ্ট্র (B) গুজরাট (C) অন্ধ্রপ্রদেশ (D) পাঞ্জাব
161. ভারতের বর্তমান প্রধান বিচারপতি
(A) এ.কে. সিকরি (B) আলতামাস কবির (C) রাজীব গুপ্ত (D) উপরের কেহ-ই নন
162. কোন বছর মহম্মদ বিন কাশিম সিন্ধু দখল করেন ?
(A) 712 খ্রী (B) 715 খ্রী (C) 718 খ্রী (D) 721 খ্রী
163. 112 সংখ্যাটিকে ক্ষুদ্রতম কোন পূর্ণসংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে ?
(A) 2 (B) 7 (C) 3 (D) 11
164. ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচিত হন
(A) সরাসরিভাবে ভারতীয় জনগণ দ্বারা (B) লোকসভা, রাজ্যসভা ও রাজ্যগুলির বিধানসভার সদস্যদের দ্বারা (C) রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের দ্বারা (D) উপরের কোনটিই নয়
165. 2011 -য় 98 তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে অনুষ্ঠিত হওয়ার স্থান
(A) কোচি (B) নয়াদিল্লি (C) চেন্নাই (D) কলকাতা
166. ভারতের কোন রাজ্যে আখের উত্পাদন সর্বাধিক ?
(A) উত্তরপ্রদেশ (B) মহারাষ্ট্র (C) তামিলনাডু (D) অন্ধ্রপ্রদেশ
167. দাস বংশের প্রতিষ্ঠাতা কে ?
(A) ইলতুৎমিস (B) বলবন (C) নাসিরুদ্দিন (D) কুতুবউদ্দিন আইবক
168. তিনটি বর্গাকার ক্ষেত্রের, যাদের বাহুগুলি হল 2 সেমি, 3 সেমি এবং 6 সেমি, সমন্বয়ে নতুন বর্গাকার ক্ষেত্র তৈরী করা হল । নতুন বর্গাকার ক্ষেত্রের বহু হবে
(A) 11 সেমি (B) 10 সেমি (C) 7 সেমি (D) 9 সেমি
169. ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচ করতে পারে
(A) বিশেষ ট্রাইবুনাল (B) সুপ্রিমকোর্ট (C) কেন্দ্রীয় মন্ত্রিসভা (D) সংসদ
170. নিম্নলিখিত সংস্থার থেকে ঋণ নেওয়ার ফলে ভারতে Structural Adjustment নীতি চালু হয়
(A) আন্তর্জাতিক মুদ্রাভান্ডার (B) বিশ্ব ব্যাংক (C) এশীয় উন্নয়ন ব্যাংক (D) ইউরোপীয় ইউনিয়ন
171. ভারতের কত শতাংশ লোক পশ্চিমবঙ্গে বাস করে ?
(A) 6 (B) 7.55 (C) 8.24 (D) 9.12
172. কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ধারণা প্রথম প্রস্তাবিত হয় ?
(A) রাজাগোপালাচারী (B) শরৎ বসু (C) মতিলাল নেহরু (D) শ্যামাপ্রসাদ মুখার্জী
173. ভারতের সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকার
(A) কেন্দ্রীয় মন্ত্রিসভা (B) রাষ্ট্রপতি (C) সংসদ (D) সুপ্রিমকোর্ট
174. জালালউদ্দিন মঙ্গবারণী কে ছিলেন ?
(A) আফগানিস্থানের শাসক (B) পারস্যের শাসক (C) মঙ্গোলিয়ার শাসক (D) খোয়ারজিম বা খিবার শাসক
175. কোন হিন্দু শাস্ত্র গ্রন্থ আম্বেদকর জনসমক্ষে পুড়িয়ে ছিলেন ?
(A) ভগবৎ গীতা (B) মনুস্মৃতি (C) সুলভা সূত্র (D) পরাশর সংহিতা
176. দুইটি সংখ্যার অনুপাত 7 : 9 এবং তাদের বিয়োগফল 6 । সংখ্যা দুইটি হবে
(A) 49, 55 (B) 91, 97 (C) 21, 27 (D) 42, 54
177. 'বাক স্বাধীনতা' হল একটি
(A) মৌলিক অধিকার (Fundamental) (B) নির্দেশক নীতি ভিত্তিক (Directive Principle) অধিকার (C) রাজ্য বিধানসভা প্রণীত অধিকার (D) উপরের কোনটিই নয়
178. ভারত আক্রমণে কে বাবরকে আমন্ত্রণ করেছিল ?
(A) ইব্রাহিম লোদী (B) সিকন্দর লোদী (C) দৌলত খাঁ লোদী (D) শের খাঁ
179. 19 শে সেপ্টেম্বর 2012 উইলার দ্বীপ থেকে নিক্ষেপিত ভারতের পরমাণু শক্তি সম্পন্ন ভূমি মিসাইল ছিল
(A) অগ্নি-III (B) অগ্নি-IV (C) অগ্নি-V (D) পৃথ্বী-III
180. পশ্চিমবাংলায় শিক্ষার হার কত ?
(A) 70% (B) 75% (C) 77% (D) 80%
181. 1938 সালে কার সভাপতিত্বে কংগ্রেস তার প্রথম জাতীয় প্ল্যানিং কমিটি গঠন করে ?
(A) জওহরলাল নেহরু (B) সুভাষচন্দ্র বসু (C) জয়প্রকাশ নারায়ণ (D) বল্লভভাই প্যাটেল
182. একজন ব্যক্তি 7 কিমি পূর্বদিকে যান । তারপর দক্ষিণদিকে 2 কিমি যান । আবার বাঁদিকে ঘুরে 1 কিমি যাবার পর আবার বাঁদিকে ঘোরেন ও 17 কিমি যান । প্রথম অবস্থান থেকে তিনি এখান কত দূরে ?
(A) 17 কিমি (B) 18 কিমি (C) 20 কিমি (D) 27 কিমি
183. ভারতীয় সংবিধান অনুযায়ী কৃষিক্ষেত্র হল
(A) অঙ্গরাজ্যের বিষয় (B) কেন্দ্রীয় সরকারের বিষয় (C) কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ বিষয় (D) উপরের কোনটিই নয়
184. ভারতের কোন রাজ্যে ব্যাঘ্র প্রকল্প আছে যেটি বিশ্ব ঐতিহ্যস্থান
(A) রাজস্থান (B) অসম (C) মধ্যপ্রদেশ (D) পশ্চিমবঙ্গ
185. পশ্চিমবাংলার দার্জিলিং জেলায় টেম্পারেট জঙ্গল কত উচ্চতায় পাওয়া যায় ?
(A) 1000 মিটার (B) 1200 মিটার (C) 1500 মিটার (D) 2000 মিটার
186. কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগীজদের দমন করেন ?
(A) আকবর (B) জাহাঙ্গীর (C) শাজাহান (D) আরঙ্গজেব
187. কবে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয় ?
(A) 1918 (B) 1920 (C) 1921 (D) 1924
188. মানবাধিকার দিবস উদযাপিত হয়
(A) 10 মার্চ (B) 10 জুলাই (C) 10 সেপ্টেম্বর (D) 10 ডিসেম্বর
189. 12 : 20 = * : 25 লুপ্ত পদটি হবে
(A) 16 (B) 24 (C) 18 (D) 15
190. ভারতের কোন রাজ্যে সঞ্চিত কয়লার পরিমাণ সর্বাধিক ?
(A) ওড়িশা (B) ঝাড়খন্ড (C) ছত্তিশগড় (D) পশ্চিমবাংলা
191. সিরাজদৌল্লা কবে সিংহাসনে বসেন ?
(A) 1707 (B) 1739 (C) 1756 (D) 1757
192. উইকিলিস -এর প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জেকে কোন দেশ আশ্রয় দেয় ?
(A) মার্কিন যুক্তরাষ্ট্র (B) ফ্রান্স (C) ঘানা (D) ইকুয়েডর
193. P, X এর মা । X, Z এর স্ত্রী । Y, P এর ভাই এবং Q, P এর স্বামী । Q, Z এর কে হয় ?
(A) জামাই (B) শ্বশুর (C) পুত্র (D) পুত্রবধূ
194. ভারতীয় সেনাবাহিনীর সুপ্রীম কমান্ডার হলেন
(A) ভারতের রাষ্ট্রপতি (B) রাজ্যের রাজ্যপালগণ (C) ভারতের প্রধানমন্ত্রী (D) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
195. ভারতের কোন রাজ্যে সর্বাধিক কয়লা উত্পাদন হয় ?
(A) ছত্তিশগড় (B) ঝাড়খন্ড (C) ওড়িশা (D) অন্ধ্রপ্রদেশ
196. সম্প্রতি প্রয়াত লক্ষ্মী সেহগল ছিলেন
(A) প্রখ্যাত নৃত্যকার (B) খেলোয়াড় (C) খ্যাতনামা স্বাধীনতা সংগ্রামী (D) প্রখ্যাত সংগীতজ্ঞ
197. নিম্নলিখিত কে 'দীন-ই-ইলাহী' র সদস্য হন ?
(A) রাজা মান সিং (B) টোডরমল (C) তানসেন (D) রাজা বীরবল
198. এর মান হল
(A) 2.0 (B) 1.75 (C) 1.0 (D) 2.5
199. যদি হয়, তবে = ?
(A) 125 (B) 80 (C) 205 (D) 170
200. ভারতীয় সংবিধান কর্তৃক সুরক্ষিত মৌলিক অধিকারের সংখ্যা
(A) 6 (B) 7 (C) 8 (D) 9