1. সিপাহী বিদ্রোহের সময় কানপুরের নেতৃত্ব কে দেন― তাঁতিয়া টোপি, নানা সাহেব।
2. মনীষী কার্ল মার্কস 1857 সালের বিদ্রোহকে কি বলে অভিহিত করেছেন― জাতীয় বিদ্রোহ।
3. প্রথম বাংলা সাময়িক পত্রের নাম কি ছিল― দিগদর্শন (1818)।
4. প্রথম বাংলা সাহিত্যপত্রিকা কোনটি― বঙ্গদর্শন (1872)।
5. প্রথম দৈনিক বাংলা সংবাদপত্র ―সংবাদ প্রভাকর (1830)।
6. কলকাতা বিশ্ববিদ্যালয় কবে গড়ে উঠেছিল ― 1857 খ্রিস্টাব্দে।
7. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন― স্যার জেমস উইলিয়াম কোলভিল।
8. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন ―সৈয়দ হুসেন বিলগ্রামী।
9. কোন বছর কলিকাতা সংস্কৃত কলেজ স্থাপিত হয়েছিল ― 1824 খ্রিস্টাব্দে।
10. কার আমলে কলকাতা মেডিকেল কোলে স্থাপিত হয় ― লর্ড উইলিয়াম বেন্টি বেন্টিংক।
11. ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয় ―রাজা রাম মোহন রায়কে।
12. ভারত পথিক বলা হয় ―রাজা রামমোহন রায়কে।
13. কোন সমাজসংস্কারকের আন্দোলনের ফলে সতীদাহ প্রথা রদ হয় ― রাজা রামমোহন রায়।
14. "মেট্রোপলিটন স্কুল" কে প্রতিষ্ঠা করেন ― ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
15. "ব্যাকরণ কৌমুদি" কে রচনা করেন ― ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
16. কে নারী শিক্ষা উন্নতির জন্য বিভিন্ন জেলায় 35 টি বিদ্যালয় স্থাপন করেন ― ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।।
17. "কথামালা" কার রচনা ― ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
18. কাকে "নব্য বাংলার চিত্রকলা"-র অগ্রদূত বলা হয় ― অবনীন্দ্রনাথ ঠাকুর।
19. কে মুসলিম সমাজের প্রথম আধুনিক মানুষ নামে পরিচিতি ― স্যার সৈয়দ আহমেদ খান।
20. "শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত" কে রচনা করেন ―মহেন্দ্রনাথ গুপ্ত।
21. "প্রাচ্য ও পাশ্চাত্য" কার রচনা ―স্বামী বিবেকানন্দ।
22. "বর্তমান ভারত" কার রচনা ― স্বামী বিবেকানন্দ।
23. শিকাগো ধর্মসভায় শ্রেষ্ঠ বক্তা কে ছিলেন ―স্বামী বিবেকানন্দ।
24. বঙ্কিমচন্দ্র -এর লেখা প্রথম উপন্যাস হল ― দুর্গেশনন্দিনী।
25. "কমলাকান্তের দপ্তর" রচনাটি কে লেখেন ― বঙ্কিমচন্দ্র।