-->

General Knowledge - 5



সমস্ত চাকরির পরিক্ষার প্রস্তুতির জন্য খুবই উপযোগী 


** গান্ধার শিল্প কোন যুগে বিকশিত হয়?

👉 কুষাণ।


** টোপোগ্রাফিক ম্যাপ নির্মাতা সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান দপ্তর কোথায়?


👉 দেরাদুন। 


** বরাকর কোন নদীর অন্যতম শাখানদী?


👉 দামোদর। 


** বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কী?


👉 বনফুল। 


** ময়লার দুর্গন্ধ ছড়িয়ে পড়ে কোন প্রক্রিয়ায়? 


👉 ব্যাপন প্রক্রিয়ায়। 


** রিকেটস হয় কোন ভিটামিনের অভাবে?


 👉 ভিটামিন ডি। 


** নিউইয়র্ক কোন নদীর তীরে অবস্থিত?


 👉 হাডসন। 


** কোন শহরকে ‘ভারতের ম্যাঞ্চেস্টার’ বলা হয়?


👉 আহমেদাবাদ।


** জাতীয় তাপ বিদ্যুৎ সংস্থা (N.T.P.C) কত সালে গঠিত হয়েছে?


👉 ১৯৭৫ সালে।


** ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি?


👉 উত্তরপ্রদেশের গোরক্ষপুর [ ১৩৬৬.৩৩মিটার]। 


** সর্বাপেক্ষা হালকা ধাতু কোনটি?


👉 লিথিয়াম। 


** ভারতীয় রেলের হেড কোয়ার্টার কোথায়?


👉 নিউ দিল্লি। 


** নিউটন গতিসূত্র প্রকাশ করেন কত সালে?


👉 ১৬৮৭ সালে।


** ইকোসিস্টেম নামকরন কে করেন? 


👉 ট্যানসলে। 


** শব্দের তীব্রতা মাপার একক কি?  


👉 ডেসিবল। 


** প্রানিদের বলা হয় 👉 জু-প্ল্যাংটন। 


** উদ্ভিদের বলা হয় 👉 ফাইটোপ্ল্যাংটন।


** GIS- এর পুরো নাম কি? 


👉 Geographical Information System.


** ওজোনস্তরের ক্ষতির জন্য প্রধান দায়ী কোন গ্যাস? 


👉 ক্লোরোফ্লোরো কার্বন।


** শব্দের গতি সর্বাপেক্ষা কম 👉 বায়বীয়। মাধ্যমে। 


** শব্দের গতি সবচেয়ে বেশি 👉 কঠিন মাধ্যমে।


** ফল পাকানোর জন্য দায়ী 👉 ইথিলিন। 


** গতিশীল ট্রেনে বসে থাকা ব্যাক্তির কাছে ট্রেনের গতিবেগ কেমন মনে হবে? 


👉 স্থির মনে হবে। 


** ” এক্স রশ্মি ” কে আবিষ্কার করেন? 


👉 উইলহেলম কনরাড রন্টজেন। 


** পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে কী ব্যবহৃত হয়?


👉 গ্রাফাইট।


** ডিনামাইট আবিস্কার করেন কে?


 👉 আলফ্রেড নোবেল।


** গতির সূত্র আবিস্কার করেন

👉 নিউটন। 


** প্লবতা সূত্র আবিস্কার করেন

👉 আর্কিমিডিস। 


** আপেক্ষিকতার সূত্র আবিস্কার করেন কে?


👉 আলবার্ট আইনস্টাইন।


** দূরবীক্ষণ যন্ত্র আবিস্কার করেন

👉 গ্যালিলিও। 


** কবে পশ্চিমবঙ্গ রাজ্যটির প্রতিষ্ঠা হয়েছিলো?


👉 ২৬ জানুয়ারী, ১৯৫০।


** পশ্চিমবঙ্গের প্রচলিত নৃত্যগুলি কি কি?


👉 ছৌ , যাত্রা , কাঠি , গম্ভীরা , ঢালি , মহল , কীর্তন ।


** কোন রাজ্য সরকার “যশ ভারতী পুরস্কার” প্রদান করে?


👉 উত্তরপ্রদেশ সরকার। 


** কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?


👉 ভিটামিন A


** সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয়?


👉 পাগ-মার্ক। 


** ‘আদর্শ বিদ্যালয়’ কোন রাজ্য সরকারের বংশ প্রকল্প?


👉 ওড়িশা। 


** চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার যে স্বাস্থ্যবিমা চালু করল, সেই প্রকল্পটির নাম কি?


👉 স্বাস্থ্যসাথী। 


**”কুমায়নি” কোন রাজ্যের লোকনৃত্য?


👉 উত্তরাঞ্চল। 


** করবেটে ন্যাশনাল পার্ক ” কোন রাজ্যে অবস্থিত ?


👉 উত্তরাখন্ড। 


** কোন রাষ্ট্রপতি প্রথম ভারতরত্ন পান?


👉 ডঃ সর্বপল্লি রাধাকৃষ্ণণ।


** কোন গভর্নর জেনারেল ভারতে প্রথম ডাকটিকিটের প্রবর্তন করেন?


👉 লর্ড ডালহৌসি। 


** লেলিনের প্রকৃত নাম কি?


👉 ভ্লাদিমির ইলিচ উইলিয়াভ। 


** পশুপতিনাথ মন্দির কোথায় অবস্থিত?


👉 নেপাল। 


** ভারতে 2000 টাকার নোট কবে চালু করা হয়?


👉 8th November, 2016


** বাংলার কোন জেলায় ‘ মিষ্টি হাব ‘ তৈরি হতে চলেছে ?


👉 বর্ধমান জেলায়। 


** বিড়াল থেকে কোন রোগ ছড়ায়?


👉 ডিপথেরিয়া। 


** কোন গাছকে সূর্যের কন্যা বলা হয়?


👉 তুলাগাছ। 


** মানবদেহে কোষের আবিষ্কারক কে?


👉 রবার্ট হুক। 


** রেলওয়ে বোর্ড কত সালে গঠিত হয়?


👉 1905 সালে। 


** “The Songs of India” কার লেখা?


👉 সরোজিনী নাইডু।

SeeCloseComment