👇📕Ⓢসংবিধান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যেগুলি বারবার পরিক্ষায় আসেⓈ📕👇🏻
🍀1) কত নং ধারায় সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে - 368 নং ধারা।
🍀2) প্রথম সংবিধান সংশোধন করা হয় - 1951 সালে
🌺3) জম্মু কাশ্মীরের সংবিধান কার্যকর হয় - 1957 সালের 26 জানুয়ারী।
🌻4) কাশ্মীর চুক্তি হয়েছিল - 1975 সালে।
🌳5) 370 ধারা প্রযোয্য - জম্মু ও কাশ্মীরে।
🌺6) জম্মু ও কাশ্মীর ভারতভুক্ত হয় - 1947 সালের 26 অক্টবর।
🍁7) জম্মু ও কাশ্মীরে 370 ধারা কার্যকর হয় - 1952 সালের 26 জানুয়ারী।
🌎8) ভারতীয় সংবিধানে বর্তমানে তফশীল সংখ্যা - 12 টি।
🍏9) ভারতীয় সংবিধানের মুখবন্ধ এখন প্রযন্ত কতবার সংশোধিত হয়েছে? - একবার।
🍓10) সর্বনিম্ন কতদিন ভারতে থাকলে একজন ব্যাক্তি ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন - পাঁচ বছর।
🍊11) ভারতীয় সংবিধানে বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা কয়টি - 6 টি।
🍎12) কত ধারা মতে সুর্পীমকোর্ট নাগরিকের মৌলিক অধিকার রক্ষার জন্য লেখ জারি করে - 32 ধারা।
🍋13) ব্যাক্তি স্বাধীনতা রক্ষার জন্য একজন নাগরিক কার কাছে যাবেন - সুর্পীমকোর্ট।
🥥14) কত সালে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয় - 1978সালে।
🍍15) কত সালে ভারতীয় নাগরিকের মৌলিক কর্তব্য সংবিধানে অন্তরভুক্ত হয় - 1976 সালে।
🥦16) সংবিধানের কোন অংশে কল্যানকর রাস্ট্রের ধারনা উল্লেখ আছে - নির্দেশমুলক নীতিতে।
🥒17) কত বছর বয়সে রাস্ট্রপতি পদপ্রাথী হওয়া যায় - 35 বছর।
🍑18) জরুরী অবস্থা জারি করতে পারেন - রাস্ট্রপতি।
🍓19) অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায় থেকে রাস্ট্রপতি কতজনকে লোকসভার সদস্য মনোনীত করতে পারেন - 2 জন।
🍇20) সংবিধানে কত ধরনের জরুরী অবস্থার সংস্থান আছে - তিন ধরনের।
🍅21) এখন প্রযন্ত কতবার জাতীয় জরুরী অবস্থা জারি করা হয়েছে - তিন বার।
🍎22) এখন প্রযন্ত কতবার অর্থনৈতিক জরুরী অবস্থা জারি করা হয়েছে - একবার ও না।
🍐23) সংবিধানের কত ধারা মতে রাস্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যায় - 61 ধারা।
🥝24) কত ধারা অনুযায়ী রাস্ট্রপতি জাতীয় জরুরী অবস্থা জারি করতে পারেন - 352 ধারা।
🥝25) রাস্ট্রপতির কার্যকাল কতদিনের - পাঁচ বছর।
🥝26) রাস্ট্রপতির মৃত্যু হলে, রাস্ট্রপতির দায়িত্ত কে পালন করেন - উপরাস্ট্রপতি
🍑27) রাজ্যসভার চেয়ারম্যান - উপরাস্ট্রপতি।
🍒28) কত সালে প্রথম জাতীয় জরুরী অবস্থা জারি কর হয়েছিল - 1965 সালে।
🍊29) কোন ব্যাক্তি সংসদের সদস্য না হয়েও মন্ত্রীপরিষদের সদস্য হতে পারেন সর্বাধিক কত দিনের জন্য - ছয় মাস।
🍍30) কোন প্রধান মন্ত্রী তার কার্যকালে কখনোই সংসদে উপস্থিত থাকেন নি - চৌধুরী চরন সিং।
🍈31) রাজ্যসভার সর্বচ্চ সদস্য সংখ্যা - 250 জন।
🍏32) রাজ্যসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন - 6 বছর।
🍉33) কে লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশন ডাকেন - রাস্ট্রপতি।
🍏34) কোন বিল অর্থবিল কিনা তার সিদ্ধান্ত নেন - লোকসভার স্পিকার ॥
🍊35) কোন বিলটি সংসদে পেশের আগে রাস্ট্রপতির আগাম অনুমোদন প্রয়োজন হয় - অর্থবিল।
🥦36) লোকসভার প্রথম স্পিকার - জি ভি মাভালাঙ্কার।
🥝37) কে লোকসভা পরিচালনা করেন - লোকসভার স্পিকার।
🍏38) সুর্পীমকোর্টের বিচারপতিগন কত বছর বয়স প্রযন্ত পদে বহাল থাকেন - 65 বছর।
🍊39) কে রাজ্যের কার্য নির্বাহক প্রধান - রাজ্যপাল।
🍏40) রাজ্যপাল তার কার্যাবলীর জন্য কার কাছে দায়ী থাকেন - রাস্ট্রপতি।
🥥41) ভারতের নির্বাচন ব্যাবস্থা মুলত কোন দেশের নির্বাচন ব্যাবস্থার উপর ভিত্তি করে গঠিত হয়েছে - ব্রিটেন।
🍊42) ভারতের নির্বাচন আইন অনুসারে ভোট গ্রহনের কত ঘন্টা আগে ভোট প্রচার বন্ধ করতে হয় - 48 ঘন্টা।
🥝43) পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্ট কে ঠিক করেন - রাজ্য সরকার
🍊44) ভারতের প্রথম প্রধান বিচারপতি - হিরালাল জে কানিয়া।
🍎45) ভারতের প্রথম প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন - গভর্নর জেনারেল।
🌽46) কোন রাজ্যে প্রথম রাস্ট্রপতি শাসন জারি করা হয় - পাঞ্জাব।
🥝47) প্রথম লোকসভা নির্বাচন হয় - 1952 সালে।
🍏48) কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন গঠিত হয় - 1964 সালে।
🍉49) Right to Information Act চালু হয় - 2005 সালে।
🍊50) ভারতীয় গনপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি - সচ্চিদানন্দ সিনহা।