:: কয়েকটি জলপ্রপাত
১) চিত্রকূট জলপ্রপাত — ইন্দ্রাবতী নদী — ছত্তিসগড় (ভারতের নায়াগ্রা ; ভারতের প্রশস্ততম)।
২) অমৃতধারা জলপ্রপাত — হাঁসদেও নদী — ছত্তিসগড়।
৩) দুধ সাগর জলপ্রপাত — মান্ডবী নদী — গোয়া-কর্নাটক সীমানা।
৪) নিনাই জলপ্রপাত — নর্মদা নদী — গুজরাট।
৫) অহর্বল জলপ্রপাত — ভিশু নদী — জম্মু ও কাশ্মীর।
৬) দশম জলপ্রপাত — কাঞ্চি নদী — ঝাড়খন্ড।
৭) হুড্রু জলপ্রপাত — সুবর্ণরেখা নদী — ঝাড়খন্ড।
৮) জোনহা জলপ্রপাত/গৌতমধারা জলপ্রপাত — গুঙ্গা নদী — ঝাড়খন্ড।
৯) কুঞ্চিকাল জলপ্রপাত — বরাহি নদী — কর্নাটক। (ভারতের উচ্চতম)।
১০) যোগ / গেরসোপ্পা জলপ্রপাত — শরাবতী নদী — কর্নাটক।
১১) বরকনা জলপ্রপাত — সীতা নদী — কর্নাটক।
১২) গোকাক জলপ্রপাত — ঘাটপ্রভা নদী — কর্নাটক।
১৩) মাগোড় জলপ্রপাত — বেদতি নদী — কর্নাটক।
১৪) অতিথারাপ্পিল্লীজলপ্রপাত — চালাকুড়ি নদী — কেরালা।
১৫) পালারুবি জলপ্রপাত — কাল্লাড়া নদী — কেরালা।
১৬) চাচাই জলপ্রপাত — বিহাড় নদী – মধ্যপ্রদেশ।
১৭) ধুঁয়াধার জলপ্রপাত — নর্মদা নদী — মধ্যপ্রদেশ।
১৮) কেওতি জলপ্রপাত – মহনা নদী — মধ্যপ্রদেশ।
১৯) কুনে জলপ্রপাত — — মহারাষ্ট্র।
২০) সহস্ত্রকুন্ড জলপ্রপাত — পেনগঙ্গা — মহারাষ্ট্র।
২১) বাজরাই জলপ্রপাত — উর্মোদি নদী — মহারাষ্ট্র।
২২) ল্যাংশিয়াং জলপ্রপাত — কিনসি নদী — মেঘালয়।
২৩) কিনরেম জলপ্রপাত — — মেঘালয়(চেরাপুঞ্জি)।
২৪) বিশপ ফলস — — মেঘালয় (শিলং)।
২৫) নোহকালিকাই — — মেঘালয়(চেরাপুঞ্জি)। (ভারতের উচ্চতম প্লাঞ্জ জলপ্রপাত)।
২৬) ভানতাওং জলপ্রপাত — লাও নদী — মিজোরাম।
২৭) বারেহিপানি ফলস — বুদ্ধবালঙ্গ নদী — ওড়িশা।
২৮) ডুডুমা জলপ্রপাত — মাচকুন্দ নদী — ওড়িশা।
২৯) খান্দাধার ফলস — কোরা নালা — ওড়িশা।
৩০) শিবসমুদ্রম জলপ্রপাত — কাবেরী নদী — কর্নাটক