-->

3rd February Current Affairs 2020



3rd February Current Affairs 2020 :


1. ' Ekushey Book Fair ' এর  উদ্বোধন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকার বাংলা একাডেমি চত্বরে একুশে বইমেলার আয়োজন করা হয়েছে।


  • বাংলাদেশের প্রধানমন্ত্রী: শেখ হাসিনা;  
  • রাজধানী: ঢাকা;  
  • মুদ্রা: টাকা।




2. শ্রীলঙ্কা World Breastfeeding Trends Initiative (WBTi) দ্বারা পরিচালিত একটি নতুন জরিপে শীর্ষে রয়েছে।

জরিপটি "Breast Feeding support Policies and Programs" এ পরিচালিত হয়েছিল।


  • শ্রীলঙ্কার মুদ্রা: শ্রীলঙ্কার রুপি।
  • প্রধানমন্ত্রী: মহিন্দা রাজাপাকসা (Mahinda Rajapaksa) ।


3. মধ্যপ্রদেশ PMMVY (Pradhan Mantri Matru Vandana Yojana) বাস্তবায়নের জন্য পুরষ্কার জিতেছে।


  • মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী: কমল নাথ।
  • মধ্য প্রদেশের রাজ্যপাল: লাল জি ট্যান্ডন।



4. কেন্দ্রীয় সরকার একটি টাস্কফোর্স গঠন করেছে । যার লক্ষ্য ছিল ভারতে Novel Corona virus - কে সীমাবদ্ধ করা।


5. Novak Djokovic অস্ট্রেলিয়ান ওপেন 2020 এর পুরুষদের একক শিরোপা জিতেছেন ।





         




SeeCloseComment