-->

The Science of knowledge (জ্ঞান বিজ্ঞান - 3)




জ্ঞান বিজ্ঞান :


প্রশ্নঃ 'ওয়ার অ্যান্ড পিস’-এর রচয়িতা কে?
উত্তরঃ লিও টলস্টয়।

প্রশ্নঃ কোয়ার্ৎজের উপাদান কী?
উত্তরঃ সিলিকন ডাইঅক্সাইড।

প্রশ্নঃ 'একেই কি বলে সভ্যতা’ বইটির লেখক কে?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।

প্রশ্নঃ বিশ্ব খাদ্য দিবস কবে পালন করা হয়?
উত্তরঃ ১৬ অক্টোবর।

প্রশ্নঃ ফরাসডাঙা কোন শহরের আগের নাম?
উত্তরঃ চন্দননগর।

প্রশ্নঃ সাইখােম মিরাবাই চানু কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ ভারােত্তোলন।


পশ্চিমবঙ্গের কালিম্পং মহকুমাকে পৃথক জেলার স্বীকৃতি দেওয়া হয় কত সালে?
উত্তরঃ ২০১৭ সালে।

ভারতের জাতীয় পতাকার চক্রে কতগুলি স্পােক থাকে ?
উত্তরঃ ২৪টি।

অর্থ কমিশন কত বছর অন্তর গঠন করা হয়?
উত্তরঃ ৫ বছর।

ফিতাকৃমির মাথাকে কী বলা হয় ?
উত্তরঃ স্কোলেক্স।

মহাত্মা গান্ধী কত সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন?
উত্তরঃ ১৯২৪ সালে।

কোন দেশ ইউরােপের ককপিট’ নামে পরিচিত?
উত্তরঃ বেলজিয়াম।

প্রশ্নঃ হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং জেলায় কী নামে পরিচিত?
উত্তরঃ তরাই।

প্রশ্নঃ পশ্চিমবঙ্গের পূর্ব-পশ্চিমে বিস্তার কত?
উত্তরঃ ৩২০ কিমি।

প্রশ্নঃ মাছের কোন অঙ্গটি স্পর্শেন্দ্রিয়রূপে কাজ করে?
উত্তরঃ পার্শ্বরেখা।

প্রথম কোন মহিলা জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন?
উত্তরঃ আশাপূর্ণা দেবী


প্রশ্নঃ BOD-এর পুরাে কথাটি কী?
উত্তরঃ Biological Oxygen Demand ।

প্রশ্নঃ শব্দের তীব্রতার একক কী?
উত্তরঃ ডেসিবেল।

প্রশ্নঃ জওহর রােজগার যােজনা’-র মূল উদ্দেশ্য কী?
উত্তরঃ গ্রামীণ পরিকাঠামাের উন্নতি।

চক্ষুদানের সময় চোখের কোন অংশটি দাতার (Donor) কাছ থেকে নেওয়া হয় ?
উত্তরঃ কর্নিয়া।

প্রশ্নঃ দ্রুতি কোন ধরনের রাশি?
উত্তরঃ স্কেলার।

প্রশ্নঃ অক্সিন গাছের কোথায় পাওয়া যায় ?
উত্তরঃ বিটপের আগায়।

প্রশ্নঃ অ্যাসিড দ্রবণে লিটমাসের বর্ণ কী হয়?
উত্তরঃ লাল।

প্রশ্নঃ বাস্তুতন্ত্রে কে বিয়ােজক রূপে কাজ করে?
উত্তরঃ ব্যাক্টেরিয়া।

প্রশ্নঃ অধীনতামূলক মিত্ৰতা নীতি কে প্রবর্তন করেছিলেন?
উত্তরঃ লর্ড ওয়েলেসলি।

প্রশ্নঃ সিলিকোসিস রােগে দেহের কোন অঙ্গটি আক্রান্ত হয়?
উত্তরঃ ফুসফুস।


প্রশ্নঃ কেলভিন এককের সাহায্যে কী পরিমাপ করা যায় ?
উত্তরঃ তাপমাত্রা।

প্রশ্নঃ ডঃ সালিম আলি কে ছিলেন ?
উত্তরঃ পক্ষীবিজ্ঞানী।

এশীয় সিংহের বিচরণক্ষেত্র হিসেবে কোন অরণ্য বিখ্যাত?
উত্তরঃ গির অরণ্য।



         



SeeCloseComment