-->

History (Short Question - 13)


ইতিহাস এর প্রশ্ন উত্তর,History



History (Short Question)

ইতিহাস এর প্রশ্ন উত্তর:

ইতিহাসের 290 টি প্রশ্ন উত্তরঃ


১. সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে?
উত্তরঃ মঙ্গল পান্ডে



২. সলবাইয়ের সন্ধি কত সালে হয়?
উত্তরঃ ১৭৮২ সালে



৩. জাতীয় কংগ্রেসে প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন?
উত্তরঃ ডাফরিন



৪. গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেন কোন বৃক্ষের নিচে?
উত্তরঃ অশ্বত্থ



৫. কবিরের ভক্তিমূলক গান কে কি বলে?
উত্তরঃ দোঁহা



৬. পৃথক নির্বাচনী ব্যবস্থা করা হয় কোন আইনের সাহায্যে?
উত্তরঃ মর্লেমিন্টো



৭. মুঘলদের সময় সরকারি ভাষা কি ছিল?
উত্তরঃ ফার্সি



৮. অতীশ দীপঙ্কর কে ছিলেন?
উত্তরঃ বৌদ্ধ পণ্ডিত



৯. জামা মসজিদ কে নির্মান করেন?
উত্তরঃ শাহজাহান



১০. সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তরঃ কৃষ্ণকুমার মিত্র



১১. মুঘল সাম্রাজ্যের পতনের জন্য কে দায়ী?
উত্তরঃ ঔরঙ্গজেব



১২. কার রাজসভায় অষ্টপ্রধান ছিলেন?
উত্তরঃ শিবাজী



১৩. স্যার টমাস রো কার আমলে ভারতে আসেন?
উত্তরঃ জাহাঙ্গীরের আমলে



১৪. মালিক কাফুর কে ছিলেন?
উত্তরঃ আলাউদ্দিন খলজির সেনাপতি



১৫. বিজয়নগর এর প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ হরিহর



১৬. সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ খিজির খান



১৭. ভারত সভা কত সালে স্থাপিত হয়?
উত্তরঃ ১৮৭৬ সালে



১৮. আলিপুর বোমা মামলায় প্রধান আসামী কে ছিলেন? উত্তরঃ অরবিন্দ ঘোষ



১৯. সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তরঃ ব্রহ্মবান্ধব উপাধ্যায়



২০. বক্সারের যুদ্ধ কত সালে হয়?
উত্তরঃ ১৭৬৪ সালে



২১. গদর পার্টির প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ লালা হরদয়াল



২২. সাইমন কমিশন কত সালে ভারতে আসে?
উত্তরঃ ১৯২৮ সালে



২৩. গান্ধী বুড়ি কাকে বলা হয়?
উত্তরঃ মাতঙ্গিনী হাজরা



২৪. ভারতছাড়ো আন্দোলনের সূচনা কে করেন?
উত্তরঃ গান্ধীজি



২৫. ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?
উত্তরঃ লর্ড মাউন্টব্যাটেন



২৬. নৌ বিদ্রোহ কত সালে হয়?
উত্তরঃ ১৯৪৬ সালে



২৭. কুনিক উপাধি কে গ্রহণ করেন?
উত্তরঃ অজাতশত্রু



২৮. হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ বিম্বিসার



২৯. ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন?
উত্তরঃ সুভাষচন্দ্র বসু



৩০. গান্ধী আরউইন চুক্তি কত সালে হয়?
উত্তরঃ ১৯৩১ সালে



৩১. বিক্রম শীল উপাধি কে গ্রহণ করেন?
উত্তরঃ ধর্মপাল



৩২. প্রিয়দর্শীকা কে লিখেন?
উত্তরঃ হর্ষবর্ধন



৩৩. শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেন?
উত্তরঃ হর্ষবর্ধন



৩৪. কালিদাস কার সভাকবি ছিলেন?
উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্তের



৩৫. মেঘদুত এর রচয়িতা কে?
উত্তরঃ কালিদাস



৩৬. পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে?
উত্তরঃ প্রথম নরসিংহ বর্মন



৩৭. গুপ্তাব্দের প্রচলন কবে হয়?
উত্তরঃ ৩২০ সালে



৩৮. কনিষ্কের সভাকবি কে ছিলেন?
উত্তরঃ অশ্বঘোষ



৩৯. সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ শিমুক



৪০. কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন?
উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত



৪১. শকাব্দ কে প্রচলন করেন?
উত্তরঃ কনিষ্ক




৪২. গান্ধার শিল্প কোন যুগের?
উত্তরঃ কুষাণ যুগের



৪৩. পুনা চুক্তি হয় কত সালে?
উত্তরঃ ১৯৩২ সালে



৪৪. মাস্টারদা নামে কে পরিচিত?
উত্তরঃ সূর্য সেন



৪৫. স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি দিন অনশন কে করেছিলেন?
উত্তরঃ যতীন দাস



৪৬. গান্ধী আরউইন চুক্তি অপর নাম কি?
উত্তরঃ দিল্লি চুক্তি



৪৭. কাকোরি ষড়যন্ত্র মামলায় প্রধান অভিযুক্ত কে ছিলেন? উত্তরঃ রামপ্রসাদ বিসমিল



৪৮. রাইটার্স বিল্ডিং অভিযান কত সালে হয়?
উত্তরঃ ১৯৩০ সালে



৪৯. রাশিয়ায় বলশেভিক আন্দোলন হয় কত সালে?
উত্তরঃ ১৯১৭ সালে



৫০. রাওলাট আইন পাস হয় কত সালে?
উত্তরঃ ১৯১৯ সালে



৫১. খোদা সত্যাগ্রহ হয় কত সালে?
উত্তরঃ ১৯১৮ সালে



৫২. গান্ধীজী প্রথম সত্যাগ্রহ কোথায় করেন?
উত্তরঃ দক্ষিণ আফ্রিকার নাটালে



৫৩. ভারতে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় করেন?
উত্তরঃ চম্পারনে



৫৪. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তরঃ হরিশচন্দ্র মুখোপাধ্যায়



৫৫. দক্ষিণ ভারতের কৃষক আন্দোলন হয় কত সালে? উত্তরঃ ১৮৭৫ সালে



৫৬. ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরমান দেন কে?
উত্তরঃ ফারুকশিয়ার



৫৭. পাটলিপুত্র কোথায় অবস্থিত?
উত্তরঃ গণ্ডক-গঙ্গা-শোন নদীর সঙ্গমে



৫৮. ম্যাঙ্গালোরের সন্ধি হয় কত সালে?
উত্তরঃ ১৭৮৪ সালে



৫৯. বৃহৎকথা কে লেখেন?
উত্তরঃ গুণাঢ্য



৬০. এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ উইলিয়াম জোন্স



৬১. সগৌলির সন্ধি হয় কত সালে?
উত্তরঃ ১৮১৬ সালে



৬২. কল্পনা দত্ত কিসের সঙ্গে যুক্ত ছিলেন?
উত্তরঃ চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে



৬৩. বন্দীজীবন কে লেখেন?
উত্তরঃ শচীন সান্যাল



৬৪. হিন্দু মেলা স্থাপিত হয় কত সালে?
উত্তরঃ ১৮৬৭ সালে



৬৫. ভারতের সশস্ত্র বিপ্লবের জনক কে?
উত্তরঃ ফাঁড়কে



৬৬. বন্দেমাতরাম কি?
উত্তরঃ একটি ইংরেজী দৈনিক



৬৭. অ্যান্টি সার্কুলার সোসাইটি সম্পাদক কে?
উত্তরঃ শচীন্দ্রকুমার বসু



৬৮. ইলবার্ট বিল আন্দোলন কত সালে হয়?
উত্তরঃ ১৮৮৩ সালে



৬৯. ইস্ট ইন্ডিয়া সোসাইটি তৈরি হয় কত সালে?
উত্তরঃ ১৮৬৬ সালে



৭০. অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তরঃ শিশির কুমার ঘোষ



৭১. পরিব্রাজক রচনা করেন কে?
উত্তরঃ স্বামী বিবেকানন্দ



৭২. কোল বিদ্রোহ হয় কত সালে?
উত্তরঃ ১৮৩১ সালে



৭৩. খিলাফত আন্দোলন হয় কত সালে?
উত্তরঃ ১৯২০ সালে



৭৪. দুদুমিয়া কে ছিলেন?
উত্তরঃ ফরাজি আন্দোলনের নেতা



৭৫. বিজ্ঞান পরিষদ তৈরি হয় কত সালে?
উত্তরঃ ১৮৬৪ সালে



৭৬. শুদ্ধি আন্দোলনের নেতা কে ছিলেন?
উত্তরঃ দয়ানন্দ সরস্বতী



৭৭. ব্রহ্মানন্দ উপাধি কে পান?
উত্তরঃ কেশব চন্দ্র



৭৮. ভিক্টোরিয়া ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ কেশব চন্দ্র



৭৯. বিশ্বম্ভর কার নাম ছিল?
উত্তরঃ নিমাই এর



৮০. শ্রী চৈতন্য প্রবর্তিত ধর্মের নাম কি?
উত্তরঃ বৈষ্ণব



৮১. চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম কি?
উত্তরঃ ব্রহ্মচর্য



৮২. অন্ধ্র কবিতার পিতামহ কাকে বলা হয়?
উত্তরঃ পোদ্দন



৮৩. নিকোলো কন্টি কার আমলে ভারতে আসেন?
উত্তরঃ প্রথম দেবে রায়ের আমলে



৮৪. বাহমনী বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন?
উত্তরঃ ফিরোজ শাহ



৮৫. ফোর্ট উইলিয়াম স্থাপিত হয় কত সালে?
উত্তরঃ ১৮০০ সালে



৮৬. কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় কত সালে? উত্তরঃ ১৮৩৫ সালে



৮৭. উডের ডেসপাচ ঘোষিত হয় কত সালে?
উত্তরঃ ১৮৫৪ সালে



৮৮. কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় কার আমলে? উত্তরঃ বেন্টিঙ্কের আমলে




৮৯. কলকাতা মাদ্রাসা স্থাপিত হয় কত সালে?
উত্তরঃ ১৭৮১ সালে



৯০. পাঁচশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন?
উত্তরঃ ওয়ারেন হেস্টিংস



৯১. পুলিশি ব্যবস্থা সংস্কার করেন কে?
উত্তরঃ লর্ড কর্নওয়ালিস



৯২. ভার্সাই সন্ধি কত সালে হয়?
উত্তরঃ ১৭৮৩ সালে



৯৩. ভার্সাই সন্ধি হয় কাদের মধ্যে?
উত্তরঃ ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে



৯৪. ম্যাঙ্গালোর সন্ধি কাদের মধ্যে হয়?
উত্তরঃ ইংরেজ ও টিপু সুলতানের মধ্যে



৯৫. তৃতীয় মহীশূরের যুদ্ধ হয় কাদের মধ্যে?
উত্তরঃ টিপু ও কর্নওয়ালিস এর মধ্যে



৯৬. চিরস্থায়ী বন্দোবস্ত হয় কত সালে?
উত্তরঃ ১৭৯৩ সালে



৯৭. তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ হয় কার আমলে?
উত্তরঃ লর্ড হেস্টিংস এর আমলে



৯৮. পুরন্দরের চুক্তি হয় কত সালে?
উত্তরঃ ১৭৭৬ সালে



৯৯. পুরন্দরের চুক্তি হয়েছিল কাদের মধ্যে?
উত্তরঃ ইংরেজ ও মারাঠাদের মধ্যে



১০০. ছিয়াত্তরের মন্বন্তর হয় কত সালে?
উত্তরঃ ১৭৭০ সালে




১০১. দাক্ষিণাত্যের ক্ষত হয় কার আমলে?
উত্তরঃ ঔরঙ্গজেবের আমলে



১০২. রঙ্গিলা খান কে কি বলা হয়?
উত্তরঃ দ্বিতীয় আকবর



১০৩. পুষ্যভূতি রাজাদের রাজধানী কোথায় ছিল?
উত্তরঃ থানেশ্বর



১০৪. পরমেশ্বর পরমভট্টরক মহারাজাধিরাজ উপাধি কে নেন?
উত্তরঃ ধর্মপাল ও দেবপাল দুজনেই



১০৫. পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন?
উত্তরঃ অপরাজিত বর্মন



১০৬. আরবরা সিন্ধু বিজয় করেন কত সালে?
উত্তরঃ ৭১২ সালে



১০৭. ভারতের প্রথম মুসলিম আক্রমণকারী কারা?
উত্তরঃ তুর্কি



১০৮. তরাইনের প্রথম যুদ্ধ হয় কত সালে?
উত্তরঃ ১১৯১ সালে



১০৯. মিতাক্ষরা আইন কে রচনা করেন?
উত্তরঃ বিজ্ঞানেশ্বর




১১০. অদ্ভুত সাগর কে রচনা করেন?
উত্তরঃ বল্লাল সেন



১১১. ধীমান কে?
উত্তরঃ পাল যুগের একজন বিখ্যাত ভাস্কর্য শিল্পী



১১২. গঙ্গোইকোন্ড উপাধি কে গ্রহণ করেন?
উত্তরঃ প্রথম রাজেন্দ্র চোল



১১৩. তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয় কত সালে?
উত্তরঃ ১১৯২ সালে



১১৪. মর্লেমিন্টো সংস্কার হয় কত সালে?
উত্তরঃ ১৯০১ সালে



১১৫. নাগানন্দ কে রচনা করেন?
উত্তরঃ হর্ষবর্ধন



১১৬. মালবিকাগ্নিমিত্রম কে লেখেন?
উত্তরঃ কালিদাস



১১৭. মেগাস্থিনিস কার আমলে ভারতে আসেন?
উত্তরঃ চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে



১১৮. রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
উত্তরঃ তৃতীয় গোবিন্দ



১১৯. ক্যাপ্টেন হকিন্স কার সময় ভারতে আসেন?
উত্তরঃ জাহাঙ্গীর



১২০. মিলিন্দপঞ্হ কে লেখেন?
উত্তরঃ নাগসেন



১২১. ভারতে প্রথম স্বর্ণ মুদ্রা কারা চালু করে?
উত্তরঃ কুষাণরা



১২২. বজ্রসূচী কে রচনা করেন?
উত্তরঃ অশ্বঘোষ



১২৩. মহেন্দ্রাদিত্য উপাধি কে গ্রহণ করেন?
উত্তরঃ প্রথম কুমার গুপ্ত



১২৪. ফা হিয়েন কত বছর ভারতে ছিলেন?
উত্তরঃ ১৫ বছর



১২৫. অভিজ্ঞান শকুন্তলম এর রচয়িতা কে?
উত্তরঃ কালিদাস



১২৬. কুমারসম্ভব কে লেখেন?
উত্তরঃ কালিদাস



১২৭. গণিত শাস্ত্রে শূন্য তত্ত্বের আবিষ্কার কোন যুগে হয়? উত্তরঃ গুপ্ত যুগে



১২৮. ইলোরার কৈলাসনাথ মন্দির কোন বংশের সৃষ্টি? উত্তরঃ রাষ্ট্রকূট



১২৯. তাঞ্জোরের রাজরাজেশ্বর মন্দির কে তৈরি করেন? উত্তরঃ রাজরাজ



১৩০. পুরীর জগন্নাথ মন্দির কে নির্মাণ করেন?
উত্তরঃ অনন্ত বর্মন



১৩১. কোনারকের সূর্য মন্দির কে নির্মাণ করেন?
উত্তরঃ প্রথম নরসিংহ বর্মন



১৩২. ইলোরার গুহাচিত্র কাদের আমলে সৃষ্ট?
উত্তরঃ রাষ্ট্রকূট



১৩৩. অদ্বৈতবাদের প্রবক্তা কে?
উত্তরঃ শংকরাচার্য



১৩৪. কিরাতার্জুনীয়ম কে রচনা করেন?
উত্তরঃ ভারবি



১৩৫. সিংহবিষ্নুর সভাকবি কে ছিলেন?
উত্তরঃ ভারবি



১৩৬. প্রজ্ঞাপারমিতা কে রচনা করেন?
উত্তরঃ অতীশ দীপঙ্কর



১৩৭. শ্রীজ্ঞান অতীশ দীপঙ্করের বাল্য নাম কি ছিল?
উত্তরঃ আদিনাথ চন্দ্রগর্ভ



১৩৮. আঙ্কোরভাট এর মন্দির কোন দেবতার?
উত্তরঃ বিষ্ণু



১৩৯. জাভার বরবুদুর এর স্তুপ রাজাদের সৃষ্টি?
উত্তরঃ শৈলেন্দ্র রাজাদের



১৪০. রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তরঃ দন্তিদুর্গ



১৪১. লোদী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তরঃ বহুলুল লোদী



১৪২. মহামল্ল উপাধি কে গ্রহণ করেন?
উত্তরঃ প্রথম নরসিংহ বর্মন



১৪৩. কল্যাণের চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তরঃ দ্বিতীয় তৈলপ



১৪৪. নিস্ক ও মনা কোন যুগের মুদ্রা?
উত্তরঃ বৈদিক



১৪৫. বৈদিক যুগের প্রধান বাহন কি ছিল?
উত্তরঃ ঘোড়া



১৪৬. অকালি আন্দোলন কোথায় হয়েছিল?
উত্তরঃ পাঞ্জাব



১৪৭. তাহাকিব-অল-অখলক কে রচনা করেন?
উত্তরঃ সৈয়দ আহমেদ



১৪৮. ‘বেঙ্গল হরকরা’ প্রকাশিত হয় কবে?
উত্তরঃ ১৭৯৮ সালে



১৪৯. ইন্ডিয়ান লিগ কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ শিশির কুমার ঘোষ



১৫০. ভারতীয় গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? উত্তরঃ ড. রাজেন্দ্র প্রসাদ



১৫১. পাল বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন?
উত্তরঃ দেবপাল



১৫২. সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তরঃ বিজয় সেন



১৫৩. বাঙালি সমাজে কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন? উত্তরঃ বল্লাল সেন



১৫৪. দানসাগর ও অদ্ভুত সাগর কে রচনা করেন?
উত্তরঃ বল্লাল সেন



১৫৫. সেন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
উত্তরঃ বল্লাল সেন



১৫৬. গীতগোবিন্দ কাব্যের রচয়িতা কে?
উত্তরঃ জয়দেব



১৫৭. ‘পবন দূত’ এর রচয়িতা কে?
উত্তরঃ ধোয়ী



১৫৮. চালুক্য বংশের শ্রেষ্ঠ নরপতি কে ছিলেন?
উত্তরঃ দ্বিতীয় পুলকেশী



১৫৯. বাতাপির চালুক্য বংশের শেষ রাজা কে ছিলেন? উত্তরঃ দ্বিতীয় কীর্তিবর্মন



১৬০. রাষ্ট্রকূট বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তরঃ দন্তীদুর্গ



১৬১. রাষ্ট্রকূট বংশের শেষ রাজা কে ছিলেন?
উত্তরঃ তৃতীয় গোবিন্দ



১৬২. পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
উত্তরঃ প্রথম নরসিংহ বর্মন



১৬৩. পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন?
উত্তরঃ রাজা অপরাজিত পল্লব



১৬৪. বাতাপিকোণ্ড উপাধি কে গ্রহণ করেন?
উত্তরঃ প্রথম নরসিংহ বর্মন



১৬৫. চোল রাজ্যের প্রথম ঐতিহাসিক রাজা কে ছিলেন? উত্তরঃ কারিকল



১৬৬. স্বাধীন চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ আদিত্য (১ম)



১৬৭. চোল বংশের শ্রেষ্ঠ বা শেষ শক্তিশালী রাজা কে ছিলেন?
উত্তরঃ বীর রাজেন্দ্র চোল দেব



১৬৮. চোল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তরঃ বিজয়ালয়




১৬৯. ‘গঙ্গইকোণ্ড চোল’ উপাধি কে ধারণ করেন?
উত্তরঃ প্রথম রাজেন্দ্র চোল



১৭০. কোন মন্দিরে নটরাজ মূর্তি জগতবিখ্যাত?
উত্তরঃ তাঞ্জোর



১৭১. তাঞ্জোরের বিখ্যাত রাজরাজেশ্বরের শিব মন্দির কে নির্মাণ করেন?
উত্তরঃ রাজরাজ চোল



১৭২. বিলহন রচিত গ্রন্থের নাম কি?
উত্তরঃ বিক্রমাংকদেব চরিত



১৭৩. কোনারকের সূর্য মন্দির কে নির্মাণ করেন?
উত্তরঃ প্রথম নরসিংহ বর্মন



১৭৪. কম্বোজের ‘বেয়ন’ মন্দিরটি কোন দেবতার মন্দির? উত্তরঃ শিবের মন্দির



১৭৫. কৈলাসনাথ মন্দির কে নির্মাণ করেছিলেন?
উত্তরঃ প্রথম কৃষ্ণ



১৭৬. পৃথিবীর অষ্টম আশ্চর্য বলে অভিহিত করায় কোন স্তুপ কে?
উত্তরঃ বরবুদুরের স্তুপকে



১৭৭. পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিষ্ণু মন্দির কোনটি?
উত্তরঃ আঙ্কোরভাটের বিষ্ণু মন্দির



১৭৮. সাঁচি স্তুপ কোথায় অবস্থিত?
উত্তরঃ ভোপাল



১৭৯. চর্যাপদ রচিত হয়েছিল কোন যুগে?
উত্তরঃ পাল যুগে



১৮০. অতীশ দীপঙ্কর কোথাকার অধ্যক্ষ ছিলেন?
উত্তরঃ বিক্রমশিলা বিহার - এর



১৮১. ভারতের কোন বিহারটি সবচেয়ে প্রাচীন?
উত্তরঃ তক্ষশীলা



১৮২. প্রাচীন ভারতের কোন রাজাদের প্রথম নৌ বাহিনী ছিল?
উত্তরঃ চোল



১৮৩. এলিফ্যান্ট গুহামন্দির কোন রাজাদের আমলে তৈরি? উত্তরঃ চালুক্য



১৮৪. পুরীর জগন্নাথ মন্দির কোন রাজার রাজত্বকালে নির্মিত হয়?
উত্তরঃ অনন্ত বর্মন



১৮৫. উড়িষ্যার কোন মন্দির কে ব্ল্যাক প্যাগোডা বলা হয়? উত্তরঃ কোনারকের সূর্য মন্দির কে



১৮৬. অজন্তা গুহা চিত্রের বিষয়বস্তু কি?
উত্তরঃ জাতক



১৮৭. সুলতান মামুদ মোট কতবার ভারত আক্রমন করেন? উত্তরঃ সতের বার



১৮৮. অল বিরুনি কার সঙ্গে ভারতে আসেন?
উত্তরঃ সুলতান মামুদ



১৮৯. সোমনাথ মন্দির কে লুন্ঠন করেন?
উত্তরঃ সুলতান মামুদ



১৯০. তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল?
উত্তরঃ ১১৯২ সালে



১৯১. তরাইনের প্রথম যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন? উত্তরঃ মোহাম্মদ ঘোরী



১৯২. ভারত অভিযানে সুলতান মামুদের প্রধান প্রতিদ্বন্দ্বী কে ছিলেন?
উত্তরঃ আনন্দপাল




১৯৩. ভারতে প্রথম মুসলমান আক্রমণ কারী কারা ছিলেন? উত্তরঃ আরবরা



১৯৪. লাখবক্স নামে কে পরিচিত ছিলেন?
উত্তরঃ কুতুবউদ্দিন আইবক



১৯৫. মধ্যযুগের রাষ্ট্র বলতে যা বোঝায় তার গোড়াপত্তন করেন কে?
উত্তরঃ ইলতুৎমিস



১৯৬. কোন সুলতান ‘চাহেলগান’ বা ‘চল্লিশ চক্র’ গঠন করেছিলেন?
উত্তরঃ ইলতুৎমিস



১৯৭. দিল্লির সুলতানির পত্তন কে করেছিলেন?
উত্তরঃ কুতুবউদ্দিন আইবক



১৯৮. ইলতুৎমিসের রাজত্বকালে কোন মোঙ্গল নেতা ভারত আক্রমণ করেন?
উত্তরঃ চেঙ্গিস খাঁ



১৯৯. মোহাম্মদ ঘোরীর প্রকৃত নাম কি ছিল?
উত্তরঃ মুইজউদ্দিন



২০০. খলজি বিপ্লবের নায়ক কে ছিলেন?
উত্তরঃ জালালউদ্দিন খলজি



২০১. তৈমুর লং এর ভারত আক্রমণের সময় দিল্লির সুলতান কে ছিলেন?
উত্তরঃ নাসিরউদ্দিন মামুদ



২০২. আমির খসরু কার সভাকবি ছিলেন?
উত্তরঃ আলাউদ্দিন খলজির



২০৩. হিন্দুস্থানের তোতাপাখি কাকে বলা হয়?
উত্তরঃ আমির খসরু কে



২০৪. তৈমুর লং কত সালে ভারত আক্রমণ করেন?
উত্তরঃ ১৩৯৮ সালে



২০৫. দিল্লির সুলতানদের মধ্যে ‘দ্বিতীয় আলেকজান্ডার’ উপাধি কে গ্রহণ করেন?
উত্তরঃ আলাউদ্দিন খলজী



২০৬. মালিক কাফুর কার বিশ্বস্ত সেনাপতি ছিলেন?
উত্তরঃ আলাউদ্দিন খলজী



২০৭. দিল্লির কোন সুলতান সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন?
উত্তরঃ আলাউদ্দিন খলজী



২০৮. তালিকোটার যুদ্ধ কবে হয়েছিল?
উত্তরঃ ১৫৬৫ খ্রিস্টাব্দে



২০৯. তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তরঃ গিয়াসউদ্দিন তুঘলক



২১০. ভারতের ইতিহাসে পাগলা রাজা নামে কে পরিচিত? উত্তরঃ মোহম্মদ বিন তুঘলক



২১১. কার রাজত্বকালে ইবন বতুতা এদেশে আসেন?
উত্তরঃ মোহম্মদ বিন তুঘলক



২১২. তুঘলক বংশের শেষ সুলতান কে ছিলেন?
উত্তরঃ নাসিরুদ্দিন মাহমুদ শাহ



২১৩. সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তরঃ খিজির খাঁ সৈয়দ



২১৪. সৈয়দ বংশের শেষ সুলতান কে ছিলেন?
উত্তরঃ আলাউদ্দিন আলম শাহ



২১৫. লোদী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তরঃ বহলুল লোদী



২১৬. দিল্লির প্রথম আফগান সুলতান কে ছিলেন?
উত্তরঃ বহলুল লোদী



২১৭. লোদী বংশের শেষ সুলতান কে ছিলেন?
উত্তরঃ ইব্রাহিম লোদী



২১৮. বাংলায় ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ শামসুদ্দিন ইলিয়াস শাহ



২১৯. বাংলায় ইলিয়াস শাহী বংশের শেষ নরপতি কে ছিলেন?
উত্তরঃ জালালউদ্দিন ফতেশাহ



২২০. বাংলার আকবর বলে কাকে অভিহিত করা হয়? উত্তরঃ আলাউদ্দিন হোসেন শাহ কে



২২১. বাহমনী রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তরঃ জাফর খাঁ



২২২. বাহমনী বংশের শেষ সুলতান কে ছিলেন?
উত্তরঃ কলিমউল্লাহ শাহ



২২৩. আদিনা মসজিদ কে নির্মান করেন?
উত্তরঃ সিকান্দার শাহ



২২৪. কার সমাধির উপর পান্ডুয়ার একলাখী মসজিদ নির্মিত হয়েছে?
উত্তরঃ নসরৎ শাহ



২২৫. বঙ্গদেশের কোন কবি তার প্রতিভার জন্য গুনরাজ খাঁ উপাধি পান?
উত্তরঃ মালাধর বসু



২২৬. শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা কে?
উত্তরঃ মালাধর বসু



২২৭. কাশ্মীরের আকবর কাকে বলা হয়?
উত্তরঃ জয়নাল আবেদীন



২২৮. কোন যুগের কৃত্তিবাস ওঝা বাংলায় রামায়ণ অনুবাদ করেন?
উত্তরঃ ইলিয়াস শাহী যুগে



২২৯. পদ্মপুরাণ কে রচনা করেন?
উত্তরঃ বিজয় গুপ্ত



২৩০. বিজয়নগর রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? উত্তরঃ কৃষ্ণদেব রায়



২৩১. আমুক্ত মাল্যদা গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ কৃষ্ণদেব রায়



২৩২. ‘হাজারা মন্দির’ ও ‘বিটল স্বামী মন্দির’ কে নির্মাণ করেন?
উত্তরঃ কৃষ্ণদেব রায়




২৩৩. হিন্দু উত্তরাধিকার আইন এর গ্রন্থ ‘দায়ভাগ’ এর প্রণেতা কে ছিলেন?
উত্তরঃ জীমৃত বাহন



২৩৪. কাকে ‘অন্ধ্র কবিতার পিতামহ’ বলা হয়?
উত্তরঃ তেলেগু কবি পেদ্দন কে



২৩৫. ইবনবতুতা রচিত ভ্রমণ বৃত্তান্ত টির নাম কি?
উত্তরঃ রেহলা



২৩৬. সমরখন্দে ‘জুম্মা মসজিদ’ কে নির্মান করেন?
উত্তরঃ তৈমুর লং



২৩৭. ভক্তি আন্দোলনের একজন প্রধান প্রচারক কে ছিলেন?
উত্তরঃ গুরু রামানন্দ



২৩৮. নানক কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তরঃ লাহোরে



২৩৯. রামানন্দের প্রধান শিষ্য কে ছিলেন?
উত্তরঃ কবীর



২৪০. শিখদের ধর্মগ্রন্থের নাম কি?
উত্তরঃ গ্রন্থসাহেব




২৪১. গ্রন্থসাহেব প্রথম সংকলন কে করেন?
উত্তরঃ গুরু অর্জুন



২৪২. অমৃতসরের বিখ্যাত স্বর্ণমন্দির টি কে নির্মাণ করেন? উত্তরঃ গুরু রামদাস



২৪৩. কুতুব মিনারের নির্মাণকার্য কার আমলে শেষ হয়? উত্তরঃ ইলতুৎমিস



২৪৪. মিতাক্ষরা নামক হিন্দু আইন গ্রন্থটির রচয়িতা কে? উত্তরঃ বিজ্ঞানেশ্বর



২৪৫. ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তরঃ বাবর



২৪৬. মধ্য যুগে ভারতবর্ষে কোন সম্রাট প্রথম কামান ব্যবহার করেন?
উত্তরঃ বাবর



২৪৭. কোন যুদ্ধের ফলে ভারতের সাময়িকভাবে মুঘল শাসনের ছেদ পড়ে?
উত্তরঃ বিল্বগ্রামের যুদ্ধ



২৪৮. খানুয়ার যুদ্ধ হয় কত সালে?
উত্তরঃ ১৫২৭ খ্রিস্টাব্দে



২৪৯. ‘তুজক-ই-বাবর-ই’ আত্মজীবনী টি কে লেখেন? উত্তরঃ বাবর



২৫০. বাবর তার আত্মজীবনী কোন ভাষায় রচনা করেন? উত্তরঃ তুর্কি



২৫১. হুমায়ুননামা র রচয়িতা কে?
উত্তরঃ বাবর কন্যা গুলবদন বেগম



২৫২. হুমায়ুনের সেনাপতি কে ছিলেন?
উত্তরঃ বৈরাম খাঁ



২৫৩. বিল্বগ্রামের যুদ্ধে শের খাঁ কাকে পরাজিত করেন? উত্তরঃ হুমায়ূনকে



২৫৪. শেরশাহের প্রকৃত নাম কি?
উত্তরঃ ফরিদ খাঁ



২৫৫. দিল্লির সিংহাসনে সুর বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ আদিল শাহ



২৫৬. শেরশাহের অত্যন্ত বিশ্বস্ত সেনাপতি ছিলেন একজন হিন্দু তার নাম কি?
উত্তরঃ ব্রহ্মজিৎ গৌড়



২৫৭. পাট্টা ও কবুলিয়ত কে প্রচলন করেন?
উত্তরঃ শেরশাহ



২৫৮. সর্বপ্রথম ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা কে চালু করেন? উত্তরঃ শেরশাহ



২৫৯. শেরশাহের সমাধি মন্দির কোথায় অবস্থিত?
উত্তরঃ সাসারামে



২৬০. বিক্রমজিত উপাধি কে গ্রহণ করেন?
উত্তরঃ হিমু



২৬১. হলদিঘাটের যুদ্ধ আকবর সাথে কার হয়েছিল?
উত্তরঃ রানা প্রতাপ সিংহ



২৬২. হলদিঘাটের যুদ্ধে আকবরের পক্ষে প্রধান সেনাপতি কে ছিলেন?
উত্তরঃ মানসিংহ



২৬৩. দ্বীন-ই-ইলাহী নামে এক ধর্মমত কে প্রচার করেন? উত্তরঃ আকবর



২৬৪. ‘আকবর নামা’ ও ‘আইন-ই-আকবরী’ কে রচনা করেন?
উত্তরঃ আবুল ফজল



২৬৫. দ্বিতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?
উত্তরঃ বৈরাম খাঁ এবং হিমু



২৬৬. নাবালক অবস্থায় সম্রাট আকবরের অভিভাবক কে ছিলেন?
উত্তরঃ বৈরাম খাঁ



২৬৭. ইবাদৎ খানা কার দ্বারা নির্মিত হয়?
উত্তরঃ আকবর



২৬৮. ফতেপুর সিক্রি নামক শহরটি কে গঠন করেন?
উত্তরঃ আকবর



২৬৯. তানসেন কোন সম্রাটের সমসাময়িক ছিলেন?
উত্তরঃ আকবর



২৭০. আকবরের গৃহ শিক্ষক কে ছিলেন?
উত্তরঃ শেখ মুবারক




২৭১. সুর সাগর এর রচয়িতা কে?
উত্তরঃ সুরদাস



২৭২. আকবরের জীবনী কারো ঐতিহাসিক আবুল ফজল কে কে হত্যা করেছিলেন?
উত্তরঃ বীর সিং বুন্দেলা



২৭৩. নুরজাহানের পূর্ব নাম কি ছিল?
উত্তরঃ মেহেরুন্নেসা



২৭৪. জাহাঙ্গীর কোন শিখ গুরু কে হত্যা করেন?
উত্তরঃ অর্জুন



২৭৫. জাহাঙ্গীর আহাম্মদনগর বিজয়ের স্বরূপ কাকে ‘শাহজাহান’ উপাধি দান করেন?
উত্তরঃ খুররম কে



২৭৬. শাহজাহান কত সালে সিংহাসনে আরোহন করেন? উত্তরঃ ১৬২৮ খ্রিস্টাব্দে



২৭৭. শাহজাহানের আমলে বাংলার রাজধানী কি ছিল? উত্তরঃ রাজমহল



২৭৮. শাহজাহানের শাসন কালে দেশে এসেছেন এমন একজন বিদেশীর নাম কি?
উত্তরঃ উইলিয়াম হকিন্স



২৭৯. শাহজাহানের শিল্পসৃষ্টির এক অপূর্ব নিদর্শন কি? উত্তরঃ ময়ূর সিংহাসন



২৮০. শাহজাহানের সর্বশ্রেষ্ঠ কীর্তি কি?
উত্তরঃ তাজমহল



২৮১. কার রাজত্বকাল কে মুঘল যুগের স্বর্ণযুগ বলে অভিহিত করা হয়?
উত্তরঃ শাহজাহান



২৮২. দিল্লিতে কোন নদীর তীরে শাহজাহান প্রাসাদ-দুর্গ লাল কেল্লা নির্মাণ করেন?
উত্তরঃ যমুনা



২৮৩. ময়ূর সিংহাসন লুন্ঠন করে নিয়ে যান কে?
উত্তরঃ নাদির শাহ



২৮৪. নিজের পিতাকে বন্দী করে কে সিংহাসনে আরোহন করেন?
উত্তরঃ ঔরঙ্গজেব



২৮৫. আলমগীর উপাধি কে গ্রহণ করেছিলেন?
উত্তরঃ ওরঙ্গজেব



২৮৬. ঔরঙ্গজেব কোন শিখ গুরু কে বন্দী করেন?
উত্তরঃ গুরু তেগ বাহাদুর



২৮৭. মুসলমানরা কাকে জিন্দাপীর বলতো?
উত্তরঃ ঔরঙ্গজেব



২৮৮. পুরন্দরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
উত্তরঃ ওরঙ্গজেব ও শিবাজীর মধ্যে



২৮৯. ঔরঙ্গজেব কাকে ‘পার্বত্য মুষিক’ বলে অভিহিত করেন?
উত্তরঃ শিবাজী কে



২৯০. ঔরঙ্গজেব পুনরায় কবে হিন্দুদের উপরে জিজিয়া কর আরোপ করেন?
উত্তরঃ ১৬৭৯ খ্রিস্টাব্দে






         








SeeCloseComment