25th December Current Affairs 2019 :
1. 25 শে ডিসেম্বর ভারতে প্রতিবছর Good Governance Day পালন করা হয় । এই দিনে জাতি ভারতরত্ন ও প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী উদযাপন করে ।
সরকারকে জবাবদিহিতার বিষয়ে ভারতীয় জনগণের মধ্যে সচেতনতা বাড়িয়ে প্রধানমন্ত্রী বাজপেয়ীকে সম্মান জানাতে ২০১৪ সালে সুশাসন দিবস প্রতিষ্ঠা করা হয়েছিল।
2. বুলেট প্রুফ জ্যাকেট তৈরীর জন্য ‘Army Design Bureau Excellence Award’-এ সম্মানীত হলেন অনুপ মিশ্র
3. প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর 95 তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিমাচল প্রদেশের Rohtang passageway এর নাম পরিবর্তন করে Atal Tunnel নামকরণ করেছেন।
Himachal Pradesh CM: Jai Ram Thakur; Governor: Bandaru Dattatraya.
4. ঝাড়খণ্ডে, মহাজোটের নেতা Hemant Soren চলতি মাসের ২৯ শে নভেম্বর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন। তিনি আনুষ্ঠানিকভাবে Jharkhand Mukti Morcha (JMM) আইনসভা দলের নেতা নির্বাচিত হয়েছিলেন ।
Governor of Jharkhand: Droupadi Murmu.Jharkhand was founded on 15 November 2000.