24th December Current Affairs 2019 :
1. নাসিক রেলওয়ে স্টেশনে বায়ুদূষণের সাথে মোকাবিলা করতে ‘Oxygen Parlour’-এর উদ্বোধন করা হল।
2. রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ হায়দ্রাবাদে Red Cross Society of India-এর মোবাইল অ্যাপ রিলিজ করলেন।
CM of Telangana: K Chandrashekhar Rao.Capital of Telangana: Hyderabad.Governor of Telangana: Tamilisai Soundararajan.
3. সঙ্গীতা রেড্ডি 2019-20 সালের জন্য Federation of Indian Chambers of Commerce & Industry (FICCI)-এর প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন ।
তিনি এইচএসআইএল -এর ভাইস-চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক সন্দীপ সোমণির স্থলাভিষিক্ত হলেন ।
FICCI প্রতিষ্ঠিত: 1927; FICCI সদর দফতর: নয়াদিল্লি।
4. সিনিয়র কূটনীতিক Harsh Vardhan Shringla, যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত, নতুন বিদেশসচিব হিসাবে নিযুক্ত হয়েছেন।