-->

The science of knowledge (জ্ঞান বিজ্ঞান - 2)




The science of knowledge:




প্রশ্নঃ ‘সেন্ট অব গাটারস' কাকে বলা হয় ?

উত্তরঃ মাদার টেরেসা।



প্রশ্নঃ ‘বেঙ্গল কেমিক্যালস’- এর প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ আচার্য প্রফুল্ল চন্দ্র রায়।



প্রশ্নঃ দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কী?

উত্তরঃ র‍্যান্ড



প্রশ্নঃ ভারত সরকারের সাংবিধানিক প্রধান কে?

উত্তরঃ রাষ্ট্রপতি



প্রশ্নঃ ন্যাপথলিনের উৎস কী?

উত্তরঃ ক্যাম্পফর



প্রশ্নঃ মরণােত্তর ভারতরত্ন খেতাব প্রথম কে পান ?

উত্তরঃ লাল বাহাদুর শাস্ত্রী।



প্রশ্নঃ বাংলা সাহিত্যে কালকূট ছদ্মনাম কে ব্যবহার করেছেন?

উত্তরঃ সমরেশ বসু



প্রশ্নঃ ‘গড ফাদার’ উপন্যাসটি কার লেখা?

উত্তরঃ মারিও পুজো



প্রশ্নঃ আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত?

উত্তরঃ হকি



প্রশ্নঃ এ বছর নােবেল শান্তি পুরস্কার কে পেলেন?

উত্তরঃ ইথিয়ােপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলি



প্রশ্নঃ এ বছর পদার্থবিজ্ঞানে কারা নােবেল পেলেন?

উত্তরঃ জেমস পিবলস, দিদিয়ের কেলজ এবং মাইকেল মেয়র



প্রশ্নঃ পাথরের মধ্যে উৎপন্ন উদ্ভিদকে কী বলা হয় ?

উত্তরঃ চ্যাসমােফাইট



প্রশ্নঃ হরিপ্রসাদ চৌরাশিয়া’ নামটি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ?

উত্তরঃ বাঁশি ।



প্রশ্নঃ কুইনাইনের উৎস কী?

উত্তরঃ সিঙ্কোনা গাছের বাকল



প্রশ্নঃ খাবারের প্যাকেটে সবুজ রঙের গােল চিহ্নটি কোন ধরনের খাবারকে চিহ্নিত করে?

উত্তরঃ নিরামিষ খাবার



প্রশ্নঃ পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার দক্ষতাকে কী বলা হয়?

উত্তরঃ অভিযােজন।



প্রশ্নঃ শুষ্ক বরফ কী ?

উত্তরঃ কঠিন কার্বন ডাইঅক্সাইড



প্রশ্নঃ গােনাডােট্রপিক হরমােন কোন গ্রন্থটি থেকে ক্ষরিত হয় ?

উত্তরঃ পিটুইটারি



প্রশ্নঃ দ্য পাওয়ার হাউস অফ সেল কাকে বলা হয় ?

উত্তরঃ মাইটোকনড্রিয়া



প্রশ্নঃ টম্যাটো-র বিজ্ঞানসম্মত নাম কী ?

উত্তরঃ সােলানাম লাইকোপারসিকাম



প্রশ্নঃ সিবেসিয়াস গ্রন্থির কী কাজ?

উত্তরঃ ত্বককে মসৃণ রাখা।



প্রশ্নঃ কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ মাপা হয় ?

উত্তরঃ স্ফিগমােম্যানােমিটার ।



প্রশ্নঃ হাইপােগ্লাইসিমিয়া কী?

উত্তরঃ রক্তে গ্লুকোজ কমে যাওয়া



প্রশ্নঃ মানুষের বিজ্ঞানসম্মত নাম কী ?

উত্তরঃ হােমাে স্যাপিয়েনস



প্রশ্নঃ ভিল্লিকাইনিন হরমােনের উৎস কী?

উত্তরঃ ক্ষুদ্রান্ত্র



প্রশ্নঃ অগ্নিনির্বাপক যন্ত্রে কোন গ্যাস ব্যবহার করা হয় ?

উত্তরঃ কার্বন ডাইঅক্সাইড



প্রশ্নঃ থাইরক্সিন হরমােনের অন্যতম প্রধান উপাদান কী?

উত্তরঃ আয়ােডিন



প্রশ্নঃ ট্রপিক্যাল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?

উত্তরঃ জব্বলপুর।



প্রশ্নঃ ইলেকট্রনিক ভােটিং মেশিন ভারতের কোন রাজ্যে প্রথম ব্যবহার করা হয়?

উত্তরঃ কেরল



প্রশ্নঃ লােকসভার ডেপুটি স্পিকার কে?

উত্তরঃ এম থাম্বিদুরাই



প্রশ্নঃ ইউনাইটেড প্রভিন্সের বর্তমান নাম কী ?

উত্তরঃ উত্তরপ্রদেশ



প্রশ্নঃ চিলি দেশটির রাজধানীর নাম কী ?

উত্তরঃ সান্তিয়াগাে



প্রশ্নঃ ২০১৮ এবং ২০১৯ সালের জন্য সাহিত্যে কারা নােবেল পুরস্কার পেলেন?

উত্তরঃ ওল্লা তােকারচুক ও পিটার হান্টকে



প্রশ্নঃ রেনকোজি মন্দির কোন দেশে অবস্থিত?

উত্তরঃ জাপান।



প্রশ্নঃ আলুর প্রকৃতি কীরূপ?

উত্তরঃ এটি একটি পরিবর্তিত কাণ্ড



প্রশ্নঃ ‘অস্টিওম্যালেশিয়া রােগের কারণ কী?

উত্তরঃ ক্যালশিয়ামের অভাব



প্রশ্নঃ কয়লা খনির ভিতরে কোন গ্যাস থাকে?

উত্তরঃ মিথেন।



প্রশ্নঃ এ বছর রসায়নে কারা নােবেল পুরস্কার পেলেন?

উত্তরঃ এম স্ট্যানলি হুইটিংহাম, জন বই গুডেনাফ এবং আকিরা ইয়ােশিনাে।



প্রশ্নঃ বাস্তুতন্ত্রে কে বিয়ােজক রূপে কাজ করে ?

উত্তরঃ ব্যাক্টেরিয়া



প্রশ্নঃ ওয়েলডিং-এর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয় ?

উত্তরঃ অ্যাসিটিলিন



প্রশ্নঃ ভারত স্বাধীনতা পাওয়ার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন ?

উত্তরঃ ক্লিমেন্ট এটলি।



প্রশ্নঃ ‘গ্রাম স্বরাজ’ এই ধারণাটি কার?

উত্তরঃ মহাত্মা গান্ধী।








         





SeeCloseComment