-->

Some important questions and answers in Asia (এশিয়ার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর)


Some important questions and answers in Asia

Some important questions and answers in Asia:


প্রশ্ন : এশিয়ার সর্বোচ্চ বিন্দু কোনটি?
উত্তর : এভারেস্ট।

প্রশ্ন : এশিয়ার সর্বনিম্ন বিন্দু কোনটি?
উত্তর : লোহিত সাগর।

প্রশ্ন : এভারেস্টের উচ্চতা কত?
উত্তর : ২৯,০২৮ ফুট বা ৮.৮৪৮ মিটার প্রায়।

প্রশ্ন : এশিয়ার দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কী?
উত্তর : গডউইন অষ্টিন

প্রশ্ন : এশিয়ার বৃহত্তম নদী কোনটি?
উত্তর : ইয়াংসিকিয়াং (৫৪৯৪ কি.মি.)।

প্রশ্ন : এশিয়ার সবচেয়ে খরস্রোতা নদী কোনটি?
উত্তর : সালউইন।

প্রশ্ন : এশিয়ার দীর্ঘতম নদীগুলোর নাম কী?
উত্তর : ইয়াংসিকিয়াং (৫৪৯৪ কি.মি.), ওব (৫৪১০ ), ইনিসি (৫৪০৬ কি.মি.), হোয়াংহো (৪৩৪৪ কি.মি.), লেনা (৪৪০০ কি.মি.), ব্রহ্মপুত্র (২৭০০ কি.মি.)।

প্রশ্ন : ব্রহ্মপুত্র নদী তিব্বতে কী নামে পরিচিত?
উত্তর : সানপো।

প্রশ্ন : এশিয়া তথা পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি?
উত্তর : কাস্পিয়ান সাগর, (১, ৪৩, ২৪৪ বর্গ কি.মি.)।

প্রশ্ন : এশিয়া তথা পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?
উত্তর : বৈকাল হ্রদ (গভীরতা ৫,৩১৫ ফুট বা ১৬২০ মিটার)।

প্রশ্ন : দক্ষিণ এশিয়ার আয়তন কত?
উত্তর : ৪৩,৮৬,৫৪০ বর্গ কি.মি.।

প্রশ্ন : দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ কোনটি?
উত্তর : ভারত।

প্রশ্ন : দক্ষিণ এশিয়ার ঘন বসতিপূর্ণ দেশ কোনটি?
উত্তর : বাংলাদেশ।






         





SeeCloseComment