-->

Name of the traditional dance of different states (বিভিন্ন রাজ্যের প্রচলিত নৃত্যের নাম)




Name of the traditional dance of different states (বিভিন্ন রাজ্যের প্রচলিত নৃত্যের নাম) :


১। পশ্চিমবঙ্গের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ ছৌ , যাত্রা , কাঠি , গম্ভীরা , ঢালি , মহল , কীর্তন ।

২। জম্মু ও কাশ্মীরের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ রাউফ , হিকাট , চাকরী , কুদডান্ডি নাচ , ডামালি ,হেমিসগাম্পা ।

৩। বিহারের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ যাতাযতীন , বিদেশিয়া ।

৪। ওড়িশার প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ ডালখই , ডান্ডনাটে , ঘুমরা , রনপা , ছাডায়া , ওড়িশি , সাভারি , বাহাকাওয়াটা ।

৫। মিজোরামের প্রচলিত নৃত্যগুলি কি কি ?

উঃ চিরাও , বাঁশ নৃত্য , লাম , কুয়াল্লাম , চেরােকান ।

৬। মণিপুরের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ মহারাসসা , মণিপুরি , কাবুই ।

৭। উত্তরপ্রদেশের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ কথক , চাপ্পেলী , রাসলীলা , নওটাংকি , করণ , জইতা , কাজরী , কুমাওন ।


৮। অন্ধ্রপ্রদেশের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ ভিথিভাগবাথাম , ওট্টম থেডাল , কুচিপুডি , কোট্টাম , মােহিনীআট্টাম ।

৯। মধ্যপ্রদেশের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ পান্ডভানী , মাচা , লােটা ।

১০। পাঞ্জাবের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ গিড্ডা , ভাংড়া , ধামান , ডাফ ।

১১। হরিয়ানার প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ ঝুমুর , সয়াংগ , লুর , গাগর , খাের ।

১২। মেঘালয়ের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ নংক্ৰেম , লাহাে ।

১৩। হিমাচলপ্রদেশের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ মুঞ্জরা , গিড্ডা পারহাউন , কায়াঙ্গা ।

১৪। গুজরাটের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ টিপ্পানি , ডান্ডিয়ারাস , গারবা , রাসিলা , ভাবাই , গরমা

১৫। তামিলনাড়ুর প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ ভরতনাট্টম , কোলাট্টাম , কুম্মি , থেরুকোট্টু , তেরাতলি , কারাগাম , কাভাডি ।

১৬। গােয়ার প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ ফুগডি , ঢালাে , ডেকানি , মান্ডাে , কুম্বি।

১৭। মহারাষ্ট্রের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ তামাশা , দাহিকালা , লেজিম , লাবনী , কোলি , গাফা , নাকাতা ।

১৮। কর্ণাটকের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ ইয়কসােগানা , সুজ্ঞি , করগা , লাম্বি , কুনিথা ।


১৯। অসমের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ বিহু , ওংকিয়ানাট , নাটপূজা , কোঙ্গালি , তাবাল চোঙ্গলি
, বাগুরু ।

২০। কেরলের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ ওপান্না , কথাকলি , চাকিয়ারকুথু , ওট্টাম থুল্লাল ,মােহিনীঅট্টম , চাতিট্টি নাথাকাম , কাইকোট্টী কাল্লি , থেইয়াম, কোডীয়াট্টাম , মুডিভেট্ট , তুল্লাল , তাপ্পাত্রীকালি ,কৃষ্ণানাট্টাম ।

২১। রাজস্থানের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ গানগাের , চামার গিনাদ , ঝুলনলীলা , কায়ান গা বাজাভাঙ্গা , খাইয়াল , ভাবাই , ঘুমর , পানিহারি , ছারি , ঝুমা , সুইসিনি , কাচ্চি গােরি ।

২২। ত্রিপুরার প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উঃ গরিয়া , ঝুম , বিজু , চের , হাই-হক , ওয়াঙ্গালা ।

২৩ । বিহু নৃত্যের ধরন কি কি ?
উঃ রঙ্গোলী , ভােগালী , কাঙ্গালী ।

২৪। গামবুট ড্যান্স কোথাকার প্রচলিত নৃত্য ?
উঃ সাউথ আফ্রিকা ।।

২৫। হিপ হপ ড্যান্স কোথাকার নৃত্য ?
উঃ উত্তর আমেরিকা







         




SeeCloseComment