-->

A few important bagdhara (কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা)





A few important bagdhara (কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা) :


বাগধারা শব্দের আভিধানিক অর্থ কথার বচন ভঙ্গি বা ভাব বা কথার ঢং। বাক্য বা বাক্যাংশের বিশেষ প্রকাশভঙ্গিকে বলা হয় বাগধারা।

বাক্যসহ ৫টি উদাহরণ :⬇️⬇️

  • আকাশকুসুম (অসম্ভব কল্পনা) - আকাশকুসুম ভেবে সময় নষ্ট করে লাভ নেই, বাস্তবে ফিরে এস।
  • আকাশ-পাতাল (দুস্তর ব্যবধান) – আকাশ ও অমল সহােদর ভাই, কিন্তু দুজনের চরিত্রে আকাশ পাতাল ব্যবধান।
  • আক্কেল গুড়ুম (স্তম্ভিত) - এইটুকু ছেলের কথা শুনে আমার তাে আক্কেল গুড়ুম।
  • আকাশ ভেঙে পড়া (মহাবিপদ) - বাবার মৃত্যু সংবাদ পেয়ে অমলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল।
  • আক্কেল সেলামী (নির্বুদ্ধিতার শাস্তি) – বিনা টিকেটে যারা রেল ভ্রমণ করে তাদেরকে মাঝে মধ্যে আক্কেল সেলামী দিতে হয়।



১. আকাশকুসুম (অসম্ভব কল্পনা)

২. আকাশ পাতাল (দুস্তর ব্যবধান)

৩. আক্কেল গুড়ুম (স্তম্ভিত)

৪. আকাশ ভেঙে পড়া (মহাবিপদ)

৫. আক্কেল সেলামী (নির্বুদ্ধিতার শাস্তি)

৬. আকাশে তােলা (মাত্রাতিরিক্ত প্রশংসা)

৭. আক্কেল দাঁত (বুদ্ধির পরিপক্কতা)

৮. আখের গােছানাে (স্বার্থ হাসিল করা)

৯. আটকপালে (হতভাগা)

১০. আমড়া কাঠের ভেঁকি (অপদার্থ)

১১. আধাঁর ঘরের মানিক (অতি প্রিয় বস্তু)

১২. আষাঢ়ে গল্প (আজগুবি গল্প)

১৩. আপন পায়ে কুড়াল মারা (নিজের অনিষ্ট করা)

১৪. আগুন নিয়ে খেলা (বিপদের ঝুঁকি নিয়ে কাজ করা)

১৫. আগুন লাগা সংসার ভেঙে যাচ্ছে এমন সংসার)

১৬. আঁতে ঘা (মনকষ্ট)

১৭. আদাজল খেয়ে লাগা (উঠে পরে লাগা, সবিশেষ চেষ্টা)

১৮. আদায়-কাচকলায় (শত্রুতা)

১৯. আঠার মাসে বছর (দীর্ঘসূত্রিতা)

২০. ইচড়ে পাকা (অকালপক্ক)

২১. ইদুর কপালে (মন্দ ভাগ্য)

২২. ইতরবিশেষ (বৈষম্য)

২৩. উড়নচণ্ডী (অমিতব্যয়ী)

২৪. উত্তম-মধ্যম (প্রহর)

২৫. উভয় সংকট (দু’দিকেই বিপদ)

২৬. উলুবনে মুক্তা ছড়ানাে (অপাত্রে দান)

২৭. একাই একশ (অসাধারণ কর্মকুশল)

২৮. এক কথার মানুষ (যার কথায় নড়চড় হয় না)

২৯. এক মাঘে শীত যায় না (বিপদ একবার আসে না)

৩০. উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে (একজনের অপরাধ অন্যের উপর চাপানাে)

৩১. উড়ে এসে জুড়ে বসা (অযাচিতভাবে এসে সর্বেসর্বা হওয়া)

৩২. ঊনপঞ্চশ বায়ু (পাগলামি)

৩৩. ঊনপাঁজুরে (হতভাগ্য)

৩৪. একচোখাে (পক্ষপাত)

৩৫. এলাহি কাণ্ড (বিরাট ব্যাপার)

৩৬. এক নজরে (অতি অল্প সময়ের জন্য)

৩৭. এক ঢিলে দুই পাখি মারা (এক সাথে দুই কাজ সমাধা করা)

৩৮. একাদশে বৃহস্পতি (সুসময়)

৩৯. উঠতে বসতে (সব সময়)









         



SeeCloseComment