-->

Important 34 general knowledge




Important 34 general knowledge (গুরুত্বপূর্ণ 34 টি সাধারণ জ্ঞান) ঃ



০১. প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল - ০৫ বছর।
০২. "বাঙ্গালী " নদীটি যে জেলায় অবস্থিত - বগুড়া।
০৩. নোবেল পুরুষ্কারের প্রচলন শুরু হয় - ১৯০১ সাল থেকে।
০৪. বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে - মালাক্কা প্রণালি।
০৫. G-7 এর সদস্য দেশ - ০৭ টি ( কানাডা, ইতালি, ফ্রান্স, জাপান, যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য)।
০৬. বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ কাল - ০৪ বছর।
০৭. দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক জোন - মিরসরাই, চট্টগ্রাম (প্রস্তাবিত)।
০৮. "তত্ত্বাবধায়ক সরকার" ব্যবস্থা বিলুপ্ত হয় - ১৫ তম সংশোধনীতে।
০৯. "World Bank" এর অফিসিয়াল নাম - IBRD.
১০. কমনওয়েলথ এর বর্তমান সদস্য - ৫৩ টি।
১১. জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশ বিশ্বে - ৮ম।
১২. বিশ্বের যে দেশে সর্বপ্রথম FM RADIO চালু হয় - USA.
১৩. দেশের ১ম "উপজেলা অ্যাপস" চালু হয় - খাগড়াছড়িতে।
১৪. দেশের ৫৯তম তফসিলভুক্ত ব্যাংক - Police Community Bank.
১৫. পোশাক ও বস্ত্র রপ্তানীতে বাংলাদেশ - ২য়; আমদানীতে - ৪র্থ।
১৬. SDG এর মেয়াদকাল - ২০১৬-২০৩০ (১৫ বছর)।

১৭. ঢাকার মেট্রোরেল ব্যবস্থার অফিসিয়াল নাম - Mass Rapid Transit.
১৮. ২০১৮ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য ছিল - " প্লাস্টিক দূষণকে পরাজিত করি "।
১৯. " Road Transport Act-2018" অনুযায়ী, বেপরোয়া গাড়ি চালানোর দায়ে হত্যাকান্ড সংঘটিত হলে সর্বোচ্চ শাস্তি - ০৫ বছরের জেল।
২০. বাংলাদেশের নতুন মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন - আর্ল রবার্ট মিলার।
২১. ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটে - কৃষি খাতে।
২২. মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠে - ইরাকে।
২৩. ভারত ও চীনের মধ্যবর্তী সীমান্ত - ম্যাকমোহন লাইন।
২৪. লুভর জাদুঘর - প্যারিসে।
২৫. প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির চ্যান্সেলর ছিলেন - অটোভন বিসমার্ক।
২৬. কসোভোর রাজধানী - প্রিস্টিনা।
২৭. বলকান রাষ্ট্র বলতে বোঝায় - দক্ষিণপূর্ব ইউরোপ।
২৮. জুলু উপজাতিরা বাস করে - দক্ষিণ আফ্রিকায়।
২৯. "I have a dream" উক্তিটি - মার্টিন লুথার কিংয়ের।
৩০. বিশ্বে কার্বন নিঃসরণে শীর্ষ দেশ - চীন।
৩১. পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ সংক্রান্ত চুক্তি - NPT.
৩২. "নাইন- ড্যাস- লাইন" কোন দেশের সাথে সম্পৃক্ত - চীন।
৩৩. রোহিঙ্গারা নাগরিকত্ব হারায় - ১৯৮২ সালে।
৩৪. আফ্রিকার যে দেশে চীনের সামরিক ঘাটি রয়েছে - জিবুতি।




👤 ভুল ত্রুটি থাকলে কমেন্টে জানান......⬇️⬇️






         



SeeCloseComment