8th October Current Affairs 2019 :
1. ভারত 8th October ৮৭তম ‘National Air Force Day’ পালন করল ।
2. ভারতের Surender Singh, 2019 World Powerlifting Championship-এ ১১০ কেজি বিভাগে সোনার পদক জিতলেন ।
3. 8th October পালিত হল ক্রোয়েশিয়ার জাতীয় দিবস।
4. IFS officer রমেশ পান্ডে, UNEP-এর দ্বারা ‘Asia Environmental Enforcement Award’-এর জন্য মনোনীত হলেন ।
5. অরুনাচলপ্রদেশে ভারতীয় আর্মির প্রথম Mountain Combat Excercise 'Him Vijay 2019' অনুষ্টিত হল।
6. দীপক পোদ্দার পরিচালিত ভারতের সিনিয়র টিম চিনে অনুষ্ঠিত World Bridge Championships-এ প্রথমবার ব্রোঞ্জের পদক জিতলো ।
7. 'Smart City Index 2019' অনুসারে বিশ্বে প্রথম হল সিঙ্গাপুর।
8.ভারতের জলশক্তি মন্ত্রী Shri Gajendra Singh Shekhawat, ‘গঙ্গা আমন্ত্রণ অভিযান’ লঞ্চ করলেন ।
9. উড়িষ্যার ভুবনেশ্বরে 39th World Congress Of Poets অনুষ্ঠিত হলো । এবারের থিম ছিল ‘Passion Through Poetry’ ।
10. উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ‘মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গল’ যোজনা লঞ্চ করলেন ।
11. 2019 - এ ফিজিক্সে নোবেল প্রাইজ পেলেন James Peebles, Michel Mayor, Didier Queloz.