7th October Current Affairs 2019 :
1. ভারতের প্রখ্যাত সঙ্গীতশিল্পী আশা ভোসলে Salford University দ্বারা ডক্টরেট ডিগ্রীতে সম্মানিত হলেন ।
2. সম্প্রতি চায়না 'Gaofen 10' নামে নতুন স্যাটেলাইট লঞ্চ করল।
3. ভারতের প্রথম e-waste clinic স্থাপিত হবে ভোপালে।
4. জাপানের Naomi Osaka, Ashleigh Barty-কে হারিয়ে China Open জিতলেন।
5. অস্ট্রিয়ার Christine Wolf, হরিয়ানার গুরুগ্রামে অনুষ্ঠিত Hero Women’s Indian Open জিতলেন ।
6. Nobel Medicine Prize পেলেন আমেরিকার William Kaelin , Gregg Semenza এবং ব্রিটেনের Peter Ratcliffe
7. কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী Dr Harsh Vardhan, ‘eDantseva’-নামে ওয়েবসাইট এবং অ্যাপ লঞ্চ করলেন ।
8. ইলেক্ট্রিক মোটর গাড়ির জন্য, IIT গুয়াহাটি তৈরী করল আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বেস সরঞ্জাম।
9. গোয়াতে ২০ নভেম্বর থেকে ২৮শে নভেম্বর 50th Internatioanl Flim Festival Of Indian 2019 ( IFFI) অনুষ্টিত হবে ।
10. কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিথারামন নিউ দিল্লিতে e-Assessment Centre (NeAC)-এর উদ্বোধন করলেন ।
11. ছত্তিসগড় রাজ্যে ‘মুখ্যমন্ত্রী সুপোষন যোজনা’ লঞ্চ করা হল ।
12. ভারতের ব্যাটসম্যান রোহিত শর্মা টেস্ট ম্যাচে সবথেকে বেশী ছক্কা মারার রেকর্ড গড়লেন ।