-->

5th October Current Affairs 2019






5th October Current Affairs 2019 :


1.প্রতিবছর 5th অক্টোবর World Teachers’ Day পালন করা হয়। এবারের থিম ছিল ‘Young Teachers: The future of the Profession’

2.মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন বিজয় পাতিল

3. 'International Day Of No Prostitution' পালিত হল 5th অক্টোবর।

4. অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী Y.S. Jagan Mohan Reddy অটো ও ট্যাক্সিচালকদের জন্য ‘YSR Vahana Mitra’-নামে একটি স্কিম লঞ্চ করলেন ।

5. ভারতের বিভিন্ন জায়গায় WiFi সুবিধার জন্যে BSNL এর সাথে যুক্ত হল Paytm.


6. সম্প্রতি গরীব বাচ্চাদের ফ্রী তে পড়াশুনা করানোর জন্যে রাস্ট্রপতির কাছ থেকে গোল্ড মেডেল পেলেন Anant Vashistha.


7. 2019 Global Firepower Index-এ ভারতের স্থান চতুর্থ এবং শীর্ষস্থানে আছে আমেরিকা যুক্তরাষ্ট্র

8. Forbes রিপোর্ট তালিকা হিসেবে ২০১৯ এর বিশ্বের ধনীতম মহিলা হলেন Alice Waltan.

9. Greta Thunberg এবং Divina Maloum, 15th International Children’s Peace Prize for 2019 পাচ্ছেন ।

10. নিউইয়র্কে হেলিকপ্টার সার্ভিস চালু করল Uber কোম্পানী।



11. 'Audio Odigos' অ্যাপ লঞ্চ করল Tourism মন্ত্রনালয়।



12. রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি নির্বাচিত হলেন Indrajit Monhanty.

13. কেরালা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হলেন S. Manikumar.

14. সিকিম হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হলেন অরুপ কুমার গোস্বামী।

15. পাঞ্জাবের নতুন লোকপাল হিসাবে নিযুক্ত হলেন বিচারপতি বিনোদ কুমার শর্মা।

16. হারমানপ্রীত কৌর প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে ১০০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলার রেকর্ড গড়লেন ।






         



SeeCloseComment