-->

4th October Current Affairs 2019



4th October Current Affairs 2019 :



1. প্রতি বছর ৪ঠা অক্টোবর World Animal Day পালন করা হয়

2. Oil India এর নতুন CEO এবং MD নির্বাচিত হলেন সুশীল চন্দ্র মিশ্র।

3. 4th অক্টোবর থেকে 10th অক্টোবর 'World Space Week' পালিত হয় ।

4. ভারতের পর্যটন মন্ত্রালয় ভারতের ১২টি পর্যটন স্থানের ভ্রমন গাইডের জন্য ‘Audio Odigos’-নামে একটি মোবাইল অ্যাপ লঞ্চ করলো ।

5. TATA Communication এর নতুন MD ও CEO হলেন Amur S Lakshminarayanan ।


6. দিল্লি-লক্ষ্ণৌ তেজাস এক্সপ্রেস কোনরূপ দেরী করলে যাত্রীদের ক্ষতি পূরণ দেওয়ার ঘোষণা করলো IRCTC।
রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, ট্রেন একঘণ্টা দেরি করলে প্রত্যেক যাত্রীকে ১০০টাকা করে ফেরত দেবে তারা। দু’ঘণ্টা লেট হলে যাত্রীরা ফেরত পাবেন ২৫০ টাকা।

7. গুরু নানকের ৫৫০ তম জন্মদিনে ভারতীয় রেল চালু করল 'Sarbat - Da- Bhala' এক্সপ্রেস।

8. উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী Trivendra Singh Rawat, বিদ্যুৎ চুরি বন্ধ করতে ‘Urjagiri’-নামে একটি সচেতনতামূলক অভিযান শুরু করলো।

9. গ্রীসে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন Amrit Lugun ।

10. ইংল্যান্ডের অল-রাউন্ডার ক্রিকেটার Ben Stokes, ‘PCA Player of the Year’ অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন ।

11. কিরগিস্তানের মানবাধিকার আইনজীবী Azizbek Ashurov, 2019 UNHCR Nansen Refugee Award পেলেন ।

12. Muktesh Kumar Pardeshi, দক্ষিন প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র Niue-তে ভারতের পরবর্তী হাই-কমিশনার হিসাবে নিযুক্ত হলেন ।

13. প্রাক্তন ক্রিকেটার রজার বিন্নি কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হলেন ।


14. ভারতের রাজধানী নতুন দিল্লিতে, India Economic Summit অনুষ্ঠিত হলো ।

15. Jitendra Kumar Maheshwari, অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন।






         



SeeCloseComment