30th September Current Affairs 2019 :
1. ৩০শে সেপ্টেম্বর ‘International Translation Day’ পালন করা হয়। এবারের থিম ছিল ‘Translation and Indigenous Languages’ ।
2. দিল্লির Kallie Puri ‘India’s Most Powerful Women in Media’ শিরোপায় সম্মানিত হলেন ।
3. মেদিনীপুর স্টেশন দেশের ৫০০০ তম রেলওয়ে স্টেশন যেখানে ফ্রী Wi Fi চালু হল।
4. উড়িষ্যার তপন কুমার মিশ্র ‘National Tourism Award’-এ ‘Best Tourist Guide’ বিভাগে অ্যাওয়ার্ড পেলেন ।
5. SBI প্রথম ভারতীয় ব্যাঙ্ক হিসেবে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া তে নিজেদের অফিস খুলল।
6. ভারতের টেনিস খেলোয়াড় সুমিত নাগাল আর্জেন্টিনায় অনুষ্ঠিত ‘ATP Challenger Tournament’ শিরোপা জিতলেন ।
7. PMC ( পাঞ্জাব - মহারাস্ট্র কো অপারেটিভ) ব্যাঙ্কের নতুন অ্যাডমিনিস্ট্রেটর নির্বাচিত হলেন Jai Bhagwan Bhoria.
8. Thanu Padmanabhan মহাজাগতিক বিষয়ে অবদানের জন্য ‘M P Birla Memorial Award 2019’ সম্মান পেলেন ।
9. কাঠমান্ডুতে ফাইনালে ভারত ২-১ গোলে বাংলাদেশকে হারিয়ে এই প্রথম অনুর্দ্ধ ১৮ 'সাফ কাপ' জিতল ভারত।
10. আয়ুষ্মান খুরানা মুম্বইয়ের ‘GQ Men of the Year Awards 2019’-এর ১১তম সংস্করণে ‘Actor of the Year’ অ্যাওয়ার্ড পেলেন ।
11. 'Armed Force Tribunal' এর নতুন চেয়ারপার্সন হলেন রাজেন্দ্র মেনন।
12. তেলেগু ভাষার কবি K Siva Reddy, ‘Pakkaki Ottigilite’-শিরোনামে কবিতাগুচ্ছের জন্য সরস্বতী সম্মান ২০১৮ অ্যাওয়ার্ড পেলেন ।
13. ভারতে পেট্রোরসায়ন শিল্পের উন্নতির জন্য ১০০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে চলেছে সৌদি আরব
14. কেরালা রাজ্য NitiAayog-এর ‘ School Education Quality Index’-এ শীর্ষস্থান অর্জন করল ।