2nd October Current Affairs 2019 :
1.প্রতিবছর ২রা অক্টোবর গান্ধীজির জন্মদিন উপলক্ষ্যে ‘International Day of Non-Violence’ পালন করা হয় ।
2. মুম্বাইয়ে ২রা অক্টোবর থেকে ৬ই অক্টোবর পর্যন্ত গান্ধীজির ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ‘Gandhi Film Festival’ আয়োজিত হলো ।
3. ব্রিটিশ লেখিকা Caroline Criadoperez, 'Royal Society Science Book Prize 2019' পেলেন ।
4. স্মৃতি ইরানী নয়ডাতে প্লাষ্টিক বর্জ্য থেকে তৈরী সবথেকে বড়ো ‘চরকা’-র উদ্বোধন করলেন ।
5. ভারতীয় অর্থনীতিবিদ Surjit S Bhalla, International Monetary Fund (IMF)-এর Executive Director হিসাবে নিযুক্ত হলেন ।
6. 2nd অক্টোবর পালিত হল গুয়েনার জাতীয় দিবস।
7. ভারতের ভবানী দেবী বেলজিয়ামে অনুষ্ঠিত Tournoi satellite competition-এ রুপোর পদক জিতলেন ।
8. Press Information Bureau (PIB)-এর ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন KS Dhatwalia
9. কর্নাটক রাজ্যে 'Mysuru Dasara' উৎসব শুরু হল।
10. গ্রাহক দের অভিযোগ জানানোর জন্যে কেন্দ্র লঞ্চ করল নতুন একটি অ্যাপ 'Consumer App'.
11. ব্রিটিশ কার রেসিং ড্রাইভার Lewis Hamilton, Russian Grand Prix 2019 জিতলেন ।
12. আইপিএলের নিলাম এ বার বসতে চলেছে কলকাতায়। আইপিএলের ইতিহাসে এই প্রথম। ডিসেম্বরের ১৯ তারিখ কলকাতার পাঁচতারা হোটেল উদ্বেলিত হবে নিলামের হাতুড়ির শব্দে। ২০২০ আইপিএলের জন্য।
13. মনিপুরের তরুণী Monika Ingudum, ‘National Youth Icon Award 2019’ পেলেন ।
14. দিল্লি হাইকোর্ট ‘Delhi HC’-নামে একটি অফিসিয়াল মোবাইল অ্যাপ লঞ্চ করলো ।