-->

27th October Current Affairs 2019


27th October Current Affairs 2019 :


1. হরিয়ানার মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হলেন মনোহর লাল খট্টর।


2. হরিয়ানার উপ মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন দুষ্মন্ত চৌট্টালা।



3.  সম্প্রতি কর্নাটকে আঘাত করা ঘুর্নি ঝড়ের নাম 'Kyarr'

4. রজার ফেদেরার (Roger Federer) ৬ -২, ৬ -২ ব্যবধানে অ্যালেক্স ডি মিনারকে (Alex de Minaur) পরাজিত করে দশমবারের জন্য নিজের শহর 'Swiss Indoors Basel 2019' - এর শিরোপা জিতেছেন।

5. বলিউড অভিনেতা ইয়ামি গৌতম ৭ই ও ৮ই নভেম্বর ধর্মশালায় অনুষ্ঠিত হতে যাওয়া “Rising Himachal Global Investors’ Meet-2019”- এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবেন।

6. দ্বিতীয়বারের জন্যে Filipe Jacinto, Nyusi Mozambique এর প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।




         




SeeCloseComment