24th October Current Affairs 2019 :
1. প্রতিবছর ২৪শে অক্টোবর পালন করা হয়
➡️'World Polio Day’
➡️‘United Nations Day’
➡️ ‘World Development Information Day’
2. Praveen Kumar প্রথম ভারতীয় হিসেবে 'Wushu World Championsips' এ ৪৮ কেজি বিভাগে সোনা জিতল।
3. বিশ্ব ব্যাঙ্কের ‘ 2020 Ease of Doing Business Ranking’-এ ভারতের স্থান ৬৩ এবং শীর্ষস্থানে নিউজিল্যান্ড।
4. ব্রজরাজ শর্মা (Braj Raj Sharma) Staff Selection Commission (SSC)-এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন ।
5. Government e-Marketplace পেমেন্ট সার্ভিসের জন্যে, ফেডেরাল ব্যাঙ্কের সাথে MoU স্বাক্ষর করল ।
6. দীপিকা পাদুকোন এবং পি.ভি. সিন্ধু কেন্দ্র সরকারের ‘Bharat Ki Laxmi’ উদ্যোগের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন ।
7. অভিনেতা আয়ুষ্মান খুরানা শিশুদের যৌন নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে UNICEF-এর সাথে যোগদান করলেন ।
8. অ্যামাজনের হোয়াইট বেলবার্ড পৃথিবীর সবথেকে উচ্চ আওয়াজ ('World Loudest Bird') করতে সক্ষম পাখির তকমা পেলো,যার শব্দের পরিমান ১২৫.৪ ডেসিবেল।
9. ভারতীয় স্টেট ব্যাঙ্ক World Best Bank Awards 2019 অনুষ্ঠানে ‘Best Bank – India’ অ্যাওয়ার্ড জিতল ।
10. মুম্বাইয়ের প্রাক্তন অল-রাউন্ডার অভিষেক নায়ার সমস্ত রকম ক্রিকেট থেকে অবসর নিলেন ।
11. সাউথ আফ্রিকাতে 13th ICC U-19 Cricket World Cup 2020 অনুষ্টিত হবে ।
12. Jailed Uighur ইউরোপিয়ান পার্লামেন্ট পুরস্কার 'Sakharov Prize' জিতলেন ।
13. ভারতীয় রেলওয়ে মধ্য রেলওয়ের ৪২ টি শহরতলিতে দ্রুত টিকিটের জন্য ওয়ান টাচ এটিভিএম চালু করেছে।
14. ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্টিনো (Gianni Infantino) এটিকে একটি "historic decision" হিসাবে সম্বোধন করে বলেছেন, চীন প্রসারিত ২৪ টি দল ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী সংস্করণের আয়োজক হবে।
15. বিজয়া ব্যাংক ঐতিহ্য যাদুঘরটির (Vijaya Bank Heritage Museum) উদ্বোধন করা হয়েছে পূর্বের বিজয়া ব্যাংকের সদর দফতরে অর্থাৎ বেঙ্গালুরুতে। বিজয়া ব্যাংক ছিল দেশের অন্যতম প্রধান জাতীয়করণ ব্যাংক।
16. মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব নোবেল বিজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে আজীবন সদস্যপদ প্রদান করেছে।
17. ভারত সরকার, ওড়িশা সরকার এবং বিশ্বব্যাংক স্বল্পহোল্ডার কৃষকদের তাদের উৎপাদন ব্যবস্থার স্থিতিশীলতা জোরদার করার পাশাপাশি বাড়তি আয়ের জন্য তাদের উৎপাদনের বিপণন ও উন্নতকরণের জন্য একটি মার্কিন $ 165 মিলিয়ন ডলার ঋণ চুক্তি স্বাক্ষর করেছে।
18. চীন ২০২১ সালে নতুন সংস্কারকৃত ২৪ টি দল ক্লাব বিশ্বকাপের আয়োজন করবে, মঙ্গলবার সাংহাইতে ফুটবলের পরিচালনা কমিটি ফিফা ঘোষণা করেছে। ফিফা ঘোষণা করেছে, চীন ২০২১ সালে পুনর্নির্মাণ ক্লাব বিশ্বকাপের আয়োজন করবে।
19. 'India International Science Festival (IISF)' এর 5 তম সংস্করণটি কলকাতায় অনুষ্ঠিত হবে 5 থেকে 8 নভেম্বর, 2019 পর্যন্ত।
15. বিজয়া ব্যাংক ঐতিহ্য যাদুঘরটির (Vijaya Bank Heritage Museum) উদ্বোধন করা হয়েছে পূর্বের বিজয়া ব্যাংকের সদর দফতরে অর্থাৎ বেঙ্গালুরুতে। বিজয়া ব্যাংক ছিল দেশের অন্যতম প্রধান জাতীয়করণ ব্যাংক।
16. মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব নোবেল বিজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে আজীবন সদস্যপদ প্রদান করেছে।
17. ভারত সরকার, ওড়িশা সরকার এবং বিশ্বব্যাংক স্বল্পহোল্ডার কৃষকদের তাদের উৎপাদন ব্যবস্থার স্থিতিশীলতা জোরদার করার পাশাপাশি বাড়তি আয়ের জন্য তাদের উৎপাদনের বিপণন ও উন্নতকরণের জন্য একটি মার্কিন $ 165 মিলিয়ন ডলার ঋণ চুক্তি স্বাক্ষর করেছে।
18. চীন ২০২১ সালে নতুন সংস্কারকৃত ২৪ টি দল ক্লাব বিশ্বকাপের আয়োজন করবে, মঙ্গলবার সাংহাইতে ফুটবলের পরিচালনা কমিটি ফিফা ঘোষণা করেছে। ফিফা ঘোষণা করেছে, চীন ২০২১ সালে পুনর্নির্মাণ ক্লাব বিশ্বকাপের আয়োজন করবে।
19. 'India International Science Festival (IISF)' এর 5 তম সংস্করণটি কলকাতায় অনুষ্ঠিত হবে 5 থেকে 8 নভেম্বর, 2019 পর্যন্ত।