22nd October Current Affairs 2019 :
1. ভারতের দুটি সিনেমা ‘Gully Boy’ এবং ‘Delhi Crime’ Asian Academy Creative Awards জিতলো ।
2. জাপানে 'G 20 Okayama Health Minister Meeting 2019' অনুষ্টিত হল ।
3. 13 বছর বয়সী Raunak Sadhwani ভারতের ৬৫তম গ্র্যান্ড মাষ্টার হল।
4. ইংল্যন্ড ক্রিকেট বোর্ড ১০০ বলের নতুন টুর্নামেন্ট 'দ্য হান্ড্রেড' শুরু করবে ।
5. ভারতের রিয়া ভাটি নাইজেরিয়ায় অনুষ্ঠিত ITF Women’s Tennis Tournament জিতলেন ।
6. অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড রাজস্থান রয়্যালসের নতুন কোচ হলেন ।
7. Upender Singh Rawat, Republic of Nicaragua-তে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নির্বাচিত হলেন ।
8. অ্যান্ডি মারে 'European Open 2019 Championship' শিরোপা জিতলেন ।
9. উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু ভারতের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল K. Parasaran-কে ‘Most Eminent Senior Citizen Award’-এ সম্মানিত করলেন ।
10. সম্প্রতি ১৫০০ তম ম্যাচ খেললেন টেনিস তারকা রজার ফেডেরার।
11. টেস্ট ক্রিকেটে সর্বাধিক গড় রান করার রেকর্ড গড়লো রহিত শর্মা।
12. সত্যব্রত নায়েক জাতীয় মহিলা বাস্কেটবল টিমের কোচ হলেন ।
13. জম্মু-কাশ্মীরের সিয়াচেন অংশটি পর্যটকদের জন্য খুলে দেওয়ার ঘোষণা করলো সরকার।