1st October Current Affairs 2019 :
1. প্রতিবছর 1st অক্টোবর ‘International Day of Older Persons’ পালন করা হয় । এবারের থিম হলো ‘The Journey to Age Equality’ ।
2. 1st অক্টোবর নাইজেরিয়ার জাতীয় দিবস পালিত হল ।
3. 1st লা অক্টোবর টাভালুর জাতীয় দিবস পালিত হল।
4. সঞ্জয় কাপুর যুক্তরাজ্যে(UK) ‘Most Inspiring Indian Bollywood Actor’ অ্যাওয়ার্ড পেলেন ।
.
5. ‘President of India Prize 2019’ জিতলেন IIT-Madras-এর প্রথম ছাত্রী হিসাবে কবিতা গোপাল।
6. '2019 Weight Lifting Worlds Championsip' এ সবথেকে বেশী পদক পেল চায়না।
7. ভারতের Kaushal Dharmamer, Maldives International Challenge-এ ‘Men’s Singles Title’ জিতলেন ।
8. ব্যাঙ্কিং সার্ভিসের জন্যে Indian Army, MoU স্বাক্ষর করল Bank Of Baroda এর সাথে।
9. ভারতীয় শাস্ত্রীয় ধ্রুপদ সঙ্গীতশিল্পী পণ্ডিত যশরাজের নামে মঙ্গল ও বৃহস্পতির মধ্যবর্তী একটি ক্ষুদ্র গ্রহের নামকরণ করা হয়েছে।
10. সোভিয়েত ইউনিয়ন বিশ্বের সবথেকে দ্রুত তম স্যাটেলাইট 'Sputnik- I ' লঞ্চ করল ।
11. সন্দীপ শাস্ত্রী ‘Lal Bahadur Shastri: Politics and Beyond’-শিরোনামে একটি বই লিখলেন ।
12. মহারাষ্ট্রের মুম্বাইয়ে World Hindu Economic Forum 2019 অনুষ্ঠিত হলো। এবারের থিম ছিল ‘Prosperous Society: Stronger Society’ ।
13. 7th 'Indian Reserch Excellence Award 2019' একক ভাবে পেলেন Dr. Goutam ও R. Desiraju.
14. প্রতি বছর সেপ্টেম্বরের শেষ সপ্তাহে 'World Deaf Day' পালিত হয়।
15. কলকাতা হাইকোর্ট কোর্ট প্রাঙ্গনে সমস্ত রকম প্লাষ্টিকের ব্যবহার নিষিদ্ধ করলো ।