-->

18th October Current Affairs 2019



Current Affairs



18th October Current Affairs 2019 :



1. আবু ধাবি - তে বিশ্বের প্রথম আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বিশ্ব বিদ্যালয় 'Mohamed Bin Zayed University' তৈরী হল ।


2. ‘শ্রী গুরু নানক দেবজী মার্গ’ নামে পরিচিত হবে পাঞ্জাবের NH No. 703AA

3. ইতালি 2020 সাল থেকে গুগল, ফেসবুক, অ্যামাজন প্রভৃতির থেকে 3% Web Tax নেওয়া শুরু করবে ।

4. উড়িষ্যার ভুবনেশ্বরে প্রথম রোবট রেস্টুরেন্ট খোলা হল।

5. হাওড়ার শ্রাবনী দাস ভারতের জুনিয়র ও সাব জুনিয়র ভারত্তোলনে ৫৩ কেজি বিভাগে সোনা জিতল ।

6. রাজ্যপাল সত্য পাল মালিক কাশ্মীরের ব্যবসায়ীদের সুবিধার্থে ‘J&K Bazar’-নামে শোরুমের উদ্বোধন করলেন ।


7. ভারতের নির্বাচন কমিশন সাধারণভাবে সিকিমের রাজ্য বিধানসভা পরিষদের 2019 এর আগত বিদায় নির্বাচন (Ensuing Bye Elections) এবং বিশেষত সিকিমের 10 পোকলক-কামরাং বিধানসভা কেন্দ্রের (10 Poklok -Kamrang Assembly Constituency) জন্য বিশেষ পর্যবেক্ষক হিসাবে শ্রী বিবেক ডুবকে (আইপিএস এপি 1981 অবসরপ্রাপ্ত) নিয়োগ করেছে।

8. World Steel Association-এর চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হলেন Sajjan Jindal


9. ২৪ তম Busan আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (BIFF) দক্ষিণ কোরিয়ার বুশানের বুশান সিনেমা সেন্টারে 3- 12 অক্টোবর , 2019-তে অনুষ্ঠিত হয়েছিল 85 টি দেশের মোট 299 টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছিল (118 ওয়ার্ল্ড প্রিমিয়ার এবং 27 আন্তর্জাতিক প্রিমিয়ার)



10. ভারতের Yashasvi Jaiswal ক্রিকেটে ডবল সেঞ্চুরির তালিকায় সবচেয়ে কনিষ্ঠতম হলেন ।







         



SeeCloseComment