14th October Current Affairs 2019 :
1. BCCI (Board of Control for Cricket in India) এর নতুন সভাপতি হলেন সৌরভ গাঙ্গুলী।
2. চিপকো আন্দোলনের অন্যতম পথিকৃৎ চন্ডি প্রসাদ ভাট জাতীয় সংহতি রক্ষার্থে 31তম ‘ইন্দিরা গান্ধী অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ।
3. নেপাল রেলপথ ও সড়কপথ যোগাযোগ তৈরীতে চায়নার সাথে চুক্তি স্বাক্ষর করল ।
4. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইনস্টাগ্রামে পৃথিবীর মধ্যে সর্বাধিক অনুসরণকৃত রাষ্ট্রনেতার তালিকায় প্রথমস্থানে রয়েছেন। তার অনুসরণকারীর পরিমান ৩০ মিলিয়ন।
5. চলে গেলেন প্রথম মহাশূন্যে হাঁটা ব্যক্তি Alexei Leonov ।
6. কে. সতীশ রেড্ডি (Satish Reddy) Indian Pharmaceutical Alliance-এর প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন ।
7. ভারতের বিকাশ বর্মা Mastercard India-র চিফ অপারেটিং অফিসার হিসাবে নিযুক্ত হলেন ।
8. 2019 অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন Abhijit Banerjee, Esther Duflo এবং Michael Kremer ।
9. ভারতের মঞ্জু রানী World Women’s Boxing C’ships-এ রুপোর পদক জিতলেন ।
10. ভারতের ব্যাডমিন্টন খেলোয়াড় লক্ষ্য সেন (Lakshya Sen) 2019 Dutch Open Men's Singles Title জিতলেন ।
11. 14-21শে অক্টোবর পর্যন্ত 10th National Cultural Festival অনুষ্ঠিত হবে মধ্যপ্রদেশে ।