-->

13th October Current Affairs 2019



13th October Current Affairs 2019 :



1. চলে গেলেন প্রথম সাহিত্য নোবেল পুরস্কার সংস্থার প্রধান এবং সুইডিশ লেখিকা Sara Danius । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 57 বছর।


2. জম্মু-কাশ্মীর সরকার শ্রীনগরে Tele-Medicine Service লঞ্চ করতে চলেছে ।


3. মহিলাদের যাতায়াতের জন্যে আলাদা 'Pink Cab' পরিষেবা সম্প্রতি চালু হল জন্মু-কাশ্মীরের রাজৌরি জেলায়।


4. ভারতের বক্সার মেরি কম রাশিয়ায় অনুষ্ঠিত World Women’s Boxing Championships 2019 -এ ব্রোঞ্জের পদক জিতলেন ।


5. 9th October থেকে 15th October 'National Postal Week ' পালন করা হয় ।


6. এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের থেকে রাজস্থানের জাতীয়সড়কের উন্নতির জন্য 190 মিলিয়ন ডলার লোন নিচ্ছে ভারত।


7. কেনিয়ার Eliud Kipchoge প্রথম দৌড়বিদ হিসাবে ২ ঘন্টারও কম সময়ে ম্যারাথন দৌড় সম্পূর্ণ করলেন ।



8. জার্মানীর Stuttgart - এ অনুষ্ঠিত 2019 World Gymnastics Championships - এ Balance Beam খেলায় পদক জিতলেন Simone Biles ।



9. ভারত দুধ সরবরাহের জন্য শ্রীলঙ্কা সরকারের সাথে একটি চুক্তি স্বাক্ষর করল ।


10. 'Brand Finace Nation Brand 2019' তালিকায় ভারতের স্থান ৭ম।


11. Indian Railways রেলযাত্রীদের অভিযোগ অনলাইনের মাধ্যমে সংগ্রহ করতে ‘Sahyatri’-নামে একটি ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ লঞ্চ করল ।







         



SeeCloseComment