11th October Current Affairs 2019 :
1. পোলান্ডের Olga Tokarczuk, 2018 সাহিত্যে নোবেল প্রাইজ পেলেন।
2. অস্ট্রিয়ার Peter Handke, 2019 সাহিত্যে নোবেল প্রাইজ পেলেন।
3. ঝাড়খন্ডের রাঁচিতে অনুষ্ঠিত 59th " National Open Athletics Championships" -এ জ্যাভেলীন থ্রো ইভেন্টে সোনার পদক জিতলো Annu Rani ।
4. 11th October 'World Egg Day 2019' পালিত হল।
5. থাইল্যান্ডে একটি নতুন প্রজাতির ডায়নোসরের কঙ্কাল খুঁজে পাওয়া গেল ।
6. 11th October 'International Newspaper Carrier Day' পালিত হল ।
7. অনিতা পাল Yes Bank-এর Chief Operating Officer হিসাবে এবং Jasneet Bachal Chief Marketing Officer হিসাবে নিযুক্ত হলেন ।
8. ভারতের রেফারি প্রাঞ্জল বন্দ্যোপাধ্যায় এই প্রথম ফিফার প্রাক বিশ্বকাপ ফুটবল ম্যাচে ইরান ও কাম্বোডিয়ার ম্যাচ পরিচালনা করলেন ।
9. গোয়ার সরকার পুরানো ইমার্জেন্সি নাম্বার ‘100’-এর পরিবর্তন করে ‘112’ করল ।
10. ভারতের দৌড়বিদ Nirmala Sheoran ডোপিং-এ ধরা পড়ায় চার বছরের জন্য সাসপেন্ড হল এবং তার এশিয়ান চ্যাম্পিয়শীপে জেতা ২টি সোনারপদকও কেড়ে নেওয়া হয়েছে ।
11. Athletic Integrity Unit ভারতের স্প্রিন্টার Nirmala Sheoran কে ৪ বছরের জন্যে ব্যান করল ।
12. লক্ষ্ণৌতে ভারতের প্রথম National Hindi Science Writers Conference শুরু হল ।
13. বিরাট কোহলি প্রথম ভারতীয় ক্যাপ্টেন হিসেবে ৪০ টি আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ড করলেন ।