10th October Current Affairs 2019 :
1. প্রতিবছর ১০ই অক্টোবর ভারতে ‘National Postal Day’ পালন করা হয় ।
2. ১০ই অক্টোবর World Mental Health Day’ পালন করা হয়। এবারের থিম ছিল ‘Suicide Prevention’ ।
3. Indian Space Research Organisation (ISRO) কেন্দ্র সরকারের সহযোগিতায় বেঙ্গালুরুতে ‘DHRUV’-নামে লার্নিং প্রোগ্রাম লঞ্চ করলো ।
4. ভারতের Shiv Nadar University এর বিজ্ঞানীরা প্লাস্টিক খাওয়ার ব্যাকটেরিয়া আবিস্কার করলেন ।
5. জার্মানের বিশ্বকাপজয়ী ফুটবলার Bastian Schweinsteiger ফুটবল জগৎ থেকে অবসরের ঘোষণা করলেন।
6. ক্রিকেটার Jasprit Bumrah, Cultsport Sportswear কোম্পানীর ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন ।
7. নাসার মহাকাশচারী Nick Hague রাশিয়ার সর্বোচ্চ সম্মান ‘Order of Courage’ দ্বারা সম্মানিত হলেন ।
8. সৌদি আরব সশস্ত্র বাহিনীতে মহিলাদের চাকরী করার অনুমতি প্রদান করলো ।
9. সিঙ্গাপুর ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সর্বাধিক চিনিমিশ্রিত পানীয়ের বিজ্ঞাপন ব্যান করলো ।
10. পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জর্ডানের Royal Islamic Strategic Studies Centre (RISSC)-এর তরফ থেকে ‘2020 Muslim Man of the Year’ উপাধী পেলেন ।
11. জর্মানির Stuttgart - এ 49th World Artistic Gymnastic Championsips 2019 অনুষ্টিত হবে ।
12. নরেন্দ্র মোদী স্বর্গীয় এয়ার মার্শাল Arjan Singh-এর জন্মবার্ষিকীতে সম্মান জানাতে একটি স্মারক স্ট্যাম্প রিলিজ করলো ।