ব্রিটিশ ভারতের কিছু বিখ্যাত সংবাদ পত্রিকাঃ
1. হিন্দু প্যাট্রিয়ট- হরিশচন্দ্র মুখোপাধ্যায়
2. ইন্ডিয়ান মিরর- কেশবচন্দ্র সেন
3. যুগান্তর- ভূপেন্দ্রনাথ দত্ত
4. সঞ্জীবনী- কৃষ্ণ কুমার মিত্র
5. সন্ধ্যা- ব্রহ্মবান্ধব বন্দ্যোপাধ্যায়
6. কেশরী ও মারাঠা বা মারহাট্টা পত্রিকা- বালগঙ্গাধর তিলক
7. তত্ত্ববোধিনী- অক্ষয় কুমার দত্ত
8. পার্থেনন পত্রিকা- ডিরোজিওর ছাত্রবৃন্দ
9. বন্দেমাতরম পত্রিকা- শ্রী অরবিন্দ
10. বেঙ্গলী পত্রিকা- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
11. বেঙ্গল গেজেট- অগাস্ট হিকি
12. অমৃতবাজার পত্রিকা- শিশির কুমার ঘোষ
13. তলোয়ার পত্রিকা- বিনায়ক দামোদর সাভারকর
14. সুলভ সমাচার- কেশবচন্দ্র সেন
15. কমরেড পত্রিকা- জিন্না
16. সংবাদ প্রভাকর- ঈশ্বরচন্দ্র গুপ্ত (বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পত্রিকা ১৮৩৯)
17. সংবাদ কৌমুদী- রাজা রামমোহন রায়
18. ইন্ডিপেন্ডেন্ট- মতিলাল নেহেরু
19. বোম্বে ক্রনিকেল- ফিরোজশাহ মেহতা
20. পাঞ্জাবি পিপলস- লালা লাজপত রায়
21. সমাচার চন্দ্রিকা- ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়
22. দিকদর্শন ও সমাচার দর্শন- জন মার্শম্যান
23. রুস্ত গফতার- দাদাভাই নওরোজি
24. তেহজিব উল আখলাক- সৈয়দ আহমেদ খান
25. Al-hilal পত্রিকা- মৌলানা আবুল কালাম আজাদ
26. সমাচার দর্পণ- জে. সি. মার্শম্যান
27. বাঙ্গাল গেজেট- গঙ্গাকিশোর ভট্টাচার্য
28. ধুমকেতু- কবি নজরুল ইসলাম
29. দৈনিক নবযুগ- কবি নজরুল ইসলাম
30. সন্দেশ- সুকুমার রায়
31. ভারতবর্ষ- জলধর সেন
ও অমূল্যচরণ বিদ্যাভূষণ
32. সবুজপত্র- প্রমথ চৌধুরী
33. আর্যদর্শন- যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ
34. সংবাদ ভাস্কর- ঈশ্বরচন্দ্র গুপ্ত
35. বঙ্গদর্শন- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
36. ভারতী- দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
37. এডুকেশন গেজেট- রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
38. তত্ত্ব কৌমুদী- শিবনাথ শাস্ত্রী