মানবদেহ সম্পর্কিত প্রশ্ন-উত্তর সমূহঃ
❏ বৃহত্তম পেশী ➪গ্লুটিয়াস
❏ সর্ববৃহৎ অন্তঃক্ষরা গ্রন্থি ➪থাইরয়েড
❏ সর্বাপেক্ষা পাতলা ত্বক ➪কনজাংটিভা
❏ সর্ববৃহৎ পৌষ্টিক গ্রন্থি ➪যকৃত
❏ সর্ববৃহৎ লসিকা গ্রন্থি ➪প্লীহা
❏ দীর্ঘতম স্নায়ু ➪সায়াটিকা নার্ভ
❏ দেহের দীর্ঘতম কোষ ➪স্নায়ুকোষ
❏ একটি মিশ্র গ্রন্থি ➪অগ্ন্যাশয়
❏ দেহের কঠিনতম অংশ ➪দাঁতের এনামেল
❏ দেহের ব্যস্ততম অঙ্গ ➪হৃৎপিণ্ড
❏ শরীরে তাৎক্ষণিক শক্তি জোগায় যে অঙ্গ ➪লিভার
❏ দেহের শক্তিশালী পেশী ➪চোয়ালের পেশী
❏ ক্ষুদ্রতম পৌষ্টিক গ্রন্থি ➪অক্সিন্টিক গ্রন্থি
❏ মোট পেশী সংখ্যা ➪৬৩৯
❏ পৌষ্টিক নালীর দৈর্ঘ্য ➪৯ মিটার
❏ বৃক্কীয় নালিকার দৈর্ঘ্য ➪৩৫-৫০ মিমি
❏ বৃহদান্ত্রের দৈর্ঘ্য ➪১.৫ মিটার।
❏ সুষুম্নাকান্ডের দৈর্ঘ্য ➪৪২-৪৫ সেমি।
❏ ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য ➪৭ মিটার
❏ করোটি স্নায়ুর সংখ্যা ➪১২ জোড়া
❏ মস্তিষ্কের কোষের সংখ্যা ➪১০,০০০ মিলিয়ন
❏ দেহের কোষের সংখ্যা ➪৬০,০০০ মিলিয়ন
❏ জিহ্বার স্বাদ কোরক ➪৯০০০-১০,০০০
❏ লােহিত রক্তকণিকার সংখ্যা ➪৫০,০০০/Cumm (পুরুষ)-৪৫,০০০/Cumm(মহিলা)
❏ BMR (ক্যালরি অনুসারে) ➪১০০০-২০০০ Kcal/দিন- ১০০০-১৭০০Kcal/দিন(মহিলা)
❏ মোট রক্তের পরিমাণ ➪৫.৬ লিটার
❏ রক্ততনের সময়কাল ➪৩.৬ মিনিট
❏ যকৃতের ওজন ➪১.৫ কিগ্রা
❏ অনুচক্রিকারসংখ্যা ➪২৫০,০০০-৫,০০,০০০/Cumm
❏ শ্বেত রকণিকার সংখ্যা ➪৭,০০০-১০,০০০/Cumm
❏ সর্বাপেক্ষা দেহ উষ্ণতা ➪৯৮.৪°F (প্রায় ৩৭° C)
❏ জন্মের সময় স্বাভাবিক শ্বাসগতি ➪৪০-৬০/মিনিট
❏ ৫ বছর বয়সে স্বাভাবিক শ্বাস গতি ➪২৪-২৬/মিনিট
❏ ১ ১৫ বছর বয়সে স্বাভাবিক শ্বাস গতি ➪২০-২২/ মিনিট
❏ প্রাপ্তবয়স্ক স্বাভাবিক শ্বাস গতি ➪১৪-১৮ মিনিট
❏ মস্তিষ্কের ওজন ➪১.৩৬ কিগ্রা
❏ পিটুইটারী গ্রন্থির ওজন ➪১.৫ গ্রাম
❏ হৃৎপিন্ডের ওজন ➪৩৩০ গ্রাম,
❏ বৃক্কের ওজন ➪১২৫-১৭০ গ্রাম
❏ মােট অস্থি সংখ্যা ➪২০৬ টি
❏ করোটি অস্থির সংখ্যা ➪২২টি
❏ প্রতি মিনিটে নির্গতের পরিমাণ ➪২০০ মিলি
❏ সর্বাপেক্ষা হাল্কা অস্থি ➪ন্যাসো-টারবিনালস
❏ যে অঙ্গ কখনাে বিশ্রাম পায় না ➪কিডনি ও হৃৎপিন্ড
❏ ত্বকের সাধারণ স্থূলত্ব ➪১.২ মিমি
❏ যে অঙ্গ ছাড়াও মানুষের কাজ চলে ➪অ্যাপেনডিক্স
❏ দেহের RBC-র সংখ্যা ➪২৫ কোটি
❏ দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ ➪পিটুইটারী গ্ল্যান্ড
❏ হাড়ের সংখ্যা ➪২০৬টি
❏ বৃহত্তম ও শক্তিশালী হাড় ➪ফিমার
❏ ক্ষুদ্রতম হাড় ➪স্টেপিস
❏ ক্ষুদ্রতম কোষ ➪শুক্রানু
❏ বৃহত্তম জিন ➪ডিস্ট্রোফিন