-->

Answer to 50 Questions on the Indian Constitution (ভারতীয় সংবিধানের উপর 50 টি প্রশ্ন উত্তর)



ভারতীয় সংবিধানের উপর 50 টি প্রশ্ন উত্তরঃ


1)গণপরিষদ বা সংবিধান সভা কবে গঠিত হয়?
☞1946 খ্রিস্টাব্দে।
2) কোন মিশনের পরিকল্পনার ভিত্তিতে সংবিধান সভা/গণপরিষদ গঠিত হয়?
☞ মন্ত্রী মিশন পরিকল্পনা।
3) ভারতীয় স্বাধীনতা আইন কবে পাস হয়?
☞ 1947 খ্রিস্টাব্দে।
4) গণপরিষদের প্রাথমিক সদস্য কতজন ছিল?
☞389 জন।
5) ভারতে গণপরিষদ গঠনের কথা প্রথম কে বলেছিলেন?
☞ মানবেন্দ্রনাথ রায়(1934 খ্রিস্টাব্দে)।
6) গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় বসেছিল?
☞ 1946 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন হলে।
7) গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন?
☞ সচিদানন্দ সিনহা।
8)ভারতের সংবিধান তৈরী হতে মোট কতদিন সময় লেগেছিল?
☞2বছর 11 মাস 18 দিন।
9) গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন?
☞ রাজেন্দ্র প্রসাদ।
10) গণপরিষদের সহ-সভাপতি কারা ছিলেন?
☞ এইচ.সি.মুখার্জি এবং কে. টি.কৃষ্ণমাচারি।
11) গণপরিষদের প্রথম অধিবেশনে কতজন সদস্য উপস্থিত ছিলেন?
☞211জন।
12) কোন ভারতীয় বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব গণপরিষদের সদস্য ছিলেন না?
☞মহাত্মা গান্ধী।
13) কোন পরিকল্পনার ভিত্তিতে ভারত বিভাগ হয়েছিল?
☞ মাউন্টব্যাটেন প্ল্যান/3rd জুন প্ল্যান।
14)কোন পরিকল্পনার ভিত্তিতে সংবিধান সভা গঠিত হয়?
☞ মন্ত্রিমিশনের পরিকল্পনা(1946খ্রীঃ)।
15) ভারতের সংবিধান কবে গৃহীত হয়?
☞ 1949 খ্রিস্টাব্দে 26 শে নভেম্বর।
16) গণপরিষদের মোট কতগুলি অধিবেশন হয়েছিল?
☞11টি।
17) গণপরিষদের সর্বশেষ অধিবেশন কবে বসেছিল?
☞ 1950 খ্রিস্টাব্দের 24 শে জানুয়ারি।
18) ভারতের সংবিধান কবে কার্যকরী হয়?
☞ 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি।
19) গণপরিষদের প্রতীক চিহ্ন কি ছিল?
☞হাতি।
20) ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়?
☞ড. বি.আর.আম্বেদকর।
21) ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন?
☞ ডঃ বি.আর. আম্বেদকর।
22) ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারতকে কি ধরনের রাষ্ট্র বলা হয়েছে?
☞ সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র।
23) ভারতের সংবিধানের প্রস্তাবনা কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে?
☞ মার্কিন যুক্তরাষ্ট্র।
24) কততম সংবিধান সংশোধনীর দ্বারা ভারতের সংবিধানের প্রস্তাবনা সংশোধনী করা হয়েছে?
☞ 1976 খ্রী 42 তম সংবিধান সংশোধনী ধারা।
25) 42 তম সংবিধান সংশোধনী দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন কোন শব্দ যুক্ত করা হয়েছে?
☞সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সংহতি।
 26)কে ভারতীয় ভারতের সংবিধানের প্রস্তাবনা সংবিধানের "আইডেন্টিটি কার্ড " বলে অভিহিত করেছেন?
☞এন.এ. পালকিওয়ালা।
27)ভারতের মূল সংবিধানে মোট কয়টি ধারা ছিল?
☞395 টি।
28) কোন দেশের সংবিধানকে বলা হয় পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান?
☞ ভারতবর্ষের সংবিধান।
29) ভারতের সংবিধানে মোট কতগুলি তফসিল আছে?
☞12টি(মূল সংবিধানে ছিল আটটি)
30) ব্রিটিশ সরকার প্রণীত কোন আইনের প্রভাব ভারতীয় সংবিধানে বেশি দেখা যায়?
☞ ভারত শাসন আইন,1935।
31) ভারতীয় সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যা কর্তা কাকে বলা হয়?
☞সুপ্রীম কোর্ট ।
32) কত নম্বর ধারা অনুযায়ী ভারতের সংবিধান সংশোধন করা হয়?
☞368 নম্বর ধারা।
33) কোন কমিটির সুপারিশের ভিত্তিতে ভারতীয় সংবিধানের "মৌলিক কর্তব্য" সংযোজিত হয়?
☞ শরণ সিং কমিটি।
34) ব্রিটিশ সরকার প্রণীত কোন আইনে প্রথম মুসলমান সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়?
☞ 1909 খ্রিস্টাব্দে মর্লে-মিন্টো সংস্কার আইনে।
35) ব্রিটিশ সরকার প্রণীত কোন আইনে প্রাদেশিক দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়?
☞ 1919 খ্রিস্টাব্দের মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইনে।
36) ভারতীয় সংবিধানের কোন অংশে "জনকল্যাণমূলক রাষ্ট্র" গঠনের কথা বলা হয়েছে?
 চতুর্থ অংশের রাষ্ট্রপরিচালনার নির্দেশমূলক নীতিতে।
37)ভারতীয় সংবিধানে রাষ্ট্র পরিচালনার নির্দেশ মূলক নীতি কোন দেশের সংবিধানের অনুকরনণে থেকে গৃহীত হয়েছে?
☞আয়ারল্যান্ডের সংবিধান।
38) ভারতের সংবিধানে বর্তমানে মোট কতগুলি মৌলিক অধিকার আছে?
☞6টি( মূল সংবিধানের ছিল সাতটি)।
39) কততম সংবিধান সংশোধনীর দ্বারা মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তির অধিকারে বাদ দেয়া হয়েছে?
☞ 1978 খ্রিস্টাব্দ 44 তম সংবিধান সংশোধনী।
40) ভারতের সংবিধানের কত নম্বর ধারায় বর্তমানে সম্পত্তির অধিকারে একটি আইনি অধিকারের স্বীকৃতি দেয়া হয়েছে?
☞300A।
41) ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি?
☞11টি।
42) সম্প্রতি ভারতীয় সংবিধান থেকে কোন কোন ধারা বাতিল করা হয়েছে?
☞370 ও 35A ধারা।
43) ভারতীয় সংবিধানের কত নম্বর অংশে নাগরিকতা বিষয়ে আলোচনা করা হয়েছে?
☞পার্ট-II (5-11নম্বর ধারায়)।
 44)ভারতের পার্লামেন্টের অংশগুলি কি কি?
☞ রাষ্ট্রপতি,রাজ্যসভা ও লোকসভা।
45) রাষ্ট্রপতি সংসদে মোট কতজন সদস্য কে মনোনীত করতে পারেন।
☞14 জন।
46) কে পদাধিকারবলে রাজ্যসভায় সভাপতিত্ব করেন?
☞উপরাষ্ট্রপতি।
47) ভারতের সংবিধানের কত নম্বর ধারায় অর্থ কমিশন গঠনের কথা বলা হয়েছে?
☞280 নম্বর।
48) কত তম সংবিধান সংশোধনী অনুযায়ী শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের স্বীকৃতি দেয়া হয়েছে?
☞86 তম সংবিধান সংশোধনী 2002।
49) রাজ্য জনকৃত্যক কমিশনের সদস্যদের কে পদচ্যুত করতে পারেন?
☞ রাষ্ট্রপতি।
50) কত নম্বর ধারা অনুযায়ী ভারতে আর্থিক জরুরি অবস্থা জারি করা যায়?
☞360 নম্বর ধারা







         



SeeCloseComment