-->

9th September Current Affairs 2019






9th September Current Affairs 2019 :



1. Press Trust of India(PTI) এর পরিচালনা পর্ষদ (BoD), ভারতের প্রিমিয়ার নিউজ এজেন্সি ৭১ তম বার্ষিক সাধারণ সভাতে Vijay Kumar Chopra এবং Vinnet Jain পিটিআইয়ের চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন ।

2. বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশনে শিশুদের গেম খেলার জন্য ‘Fun Zone’ স্থাপন করলো ভারতীয় রেলওয়ে সংস্থা ।

3. প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কালরাজ মিশ্র ৯ই সেপ্টেম্বর ২০১৯ এ রাজস্থানের নতুন রাজ্যপাল হিসাবে শপথ গ্রহণ করলেন ।

4. সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর তাঁর 90তম জন্মবার্ষিকীতে
 ‘Daughter of the Nation’ উপাধিতে সম্মানিত হবেন ।

5. Anil Agarwal ১৯তম অ্যানুয়াল এশিয়ান আর্চিভস অ্যাওয়ার্ড 2019 অনুষ্টানে 'Life time Achivement' সন্মান পেলেন ।

6. কেন্দ্রীয় নাগরিক বিমান পরিবহন মন্ত্রক দেশটির উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে সহস্রধারা হেলিড্রোমে দেশের প্রথম হেলিকপ্টার শীর্ষ সম্মেলন আয়োজন করেছে।

7. বিশ্বের সবথেকে দীর্ঘ ম্যারাথন ‘Ladakh Marathon’ অনুষ্ঠিত হল লাদাখের লে(Leh)-তে।

8. কিছু গবেষকের মতে ভারতীয় চিতা, গোলাপী মাথাযুক্ত হাঁস এবং গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড নামে তিনটি প্রাণী প্রজাতি ভারতে মরুভূমির কারণে বিলুপ্ত হয়ে গেছে।

9. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক দৃষ্টিহীনদের নোট সনাক্তকরনে সহায়তা করতে একটি মোবাইল অ্যাপ লঞ্চ করার জন্য Daffodil Pvt Ltd-কে নিযুক্ত করলো ।

10. প্রয়াত হলেন প্রখ্যাত আইনবিদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী Ram Jethmalani ।

11. বেদান্ত রিসোর্সের চেয়ারম্যান অনিল আগরওয়াল 19 তম বার্ষিক এশিয়ান অ্যাচিভার্স অ্যাওয়ার্ডসে আজীবন কৃতিত্বের পুরষ্কারে পুরস্কৃত হলেন ।

12. ভারতের প্রথম 'Water Grid' উদ্বোধন হল মহারাস্ট্রে।

13. ‘US Open 2019’-এ Men's Singles Title জিতলেন বিশ্বের দ্বিতীয় নম্বর স্পেনের Rafael Nadal । তিনি বিশ্বের পাঁচ নম্বর ড্যানিল মেদভেদেভকে হারালেনএবং Women's Singles Title জিতলেন কানাডার Bianca Andreescu ।

14. আন্তর্জাতিক T-20 বোলার হিসাবে প্রথম 100টি উইকেট সম্পূর্ণ করলেন শ্রীলঙ্কার Lasith Malinga ।


English Version : Click Here



(1-7) August Current Affairs 2019 এর বাংলা Version Download করতে নিচের Download Button এ Click করুন ⬇️🥇










         




SeeCloseComment