-->

8th September Current Affairs 2019




8th September Current Affairs 2019 :



1.‘বিশ্ব স্বাক্ষরতা দিবস’ পালন করা হয় প্রতিবছর ৮ই সেপ্টেম্বর। এবারে থিম হলো ‘Literacy and Multilingualism’


2. 'Event Horizon Telescope Team' ব্লাক হোল ছবি তোলার ক্ষেত্রে 'Oscar Of Science' পুরস্কার পেল ।

3. 'The Swachh Mahotsav 2019' ইভেন্ট অনুষ্টিত হল নতুন দিল্লি তে।


4. মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে ২০০০ কিমি সাইকেল Rally এর আয়োজন করল মিনিস্ট্র অব হোম অ্যাফেয়ার্স।

5. চীন দেশ জুড়ে Face Recognition Payment সিস্টেম লঞ্চ করলো ।

6. IAF Commanders Conference অনুষ্ঠিত হলো নিউ দিল্লিতে।

7. বিশাখাপত্তনমে ‘9th SLINEX 2019’-নামে ভারত-শ্রীলঙ্কা নৌসেনা অনুশীলন শুরু হলো ।



8. পরবর্তী ৩ বছরের জন্যে 'Khadi & Village Industries Commission ( KVIC)' এর চেয়ারম্যান হলেন বিনয় কুমার সাক্সেনা।

9. মুম্বাইয়ে ‘Make in India’-এর আওতায় প্রথম Metro Coach-এর উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী

10. কানাডার B. Andreescu, US Open 2019 মহিলা সিঙ্গেল বিজেতা হলেন ।



English Version : Click Here




         




SeeCloseComment