-->

7th September Current Affairs 2019






7th September Current Affairs 2019 :



1. চন্দ্রায়ণ -২ এর চন্দ্র মিশন ল্যান্ডিং মডিউল বিক্রম স্থলভাগের সাথে যোগাযোগ হারিয়েছে এবং ৭ই সেপ্টেম্বর চাঁদের পৃষ্ঠ থেকে ২.১ কিলোমিটার দূরে সাড়া দিতে ব্যর্থ হলো ।

2. World Wrestling Championship 2019 অনুষ্টিত হবে নুর-সুলতান, কাজাখিস্তানে 14 ই সেপ্টেম্বর থেকে 22 সেপ্টেম্বর, 2019 পর্যন্ত।

3. রাজ্যের বিভিন্ন সংস্কৃতির প্রমোট করার জন্য রাজস্থান UNESCO-এর সাথে টাই-আপ করেছে ।

4. ১২তম IAAF World Championship জার্মানীর বার্লিনে শুরু হবে শুক্রবার, 27 সেপ্টেম্বর এবং শেষ হবে রবিবার, October অক্টোবর।

5. সামুদ্রিক পণ্য রফতানি উন্নয়ন কর্তৃপক্ষ (MPEDA) ভারতের সীফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (SEAI) এর সাথে যৌথভাবে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সীফুড শো (IISS) এর ২২ তম সংস্করণ আয়োজন করছে কোচি।

6. 'Glorious Diaspora Pride' নতুন বইটি লিখেছেন উপরাস্ট্রপতি M. Venkaiah Naidu.

7. B. Bala Bhaskar নরওয়েতে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন ।


8. তেলঙ্গানার প্রথম মেগা ফুড পার্কটি নিজামবাদ জেলার লাকম্প্পল্লি গ্রামে উদ্বোধিত হলো । এটির উদ্বোধন করেন কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী হারসীমরাত কৌর বাদল।

9. ২০২২-এ ভারতের ‘গগনযান’ মিশনের জন্য মহাকাশচারীদের প্রশিক্ষণ দেবে রাশিয়া।

10. World Rowing Athletes Commission-এর চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হলেন Svensson ।


11. ‘বিজয় দিবস’ বা ‘কার্গিল বিজয় দিবস’ (সফল অপারেশন বিজয়ের নামানুসারে) ২০ বছরের স্মরণে ভারতীয় বিমানবাহিনী ‘কার্গিল থেকে কোহিমা (K2K): গ্লোরি রান’ নামে একটি বিরাট দূরত্বের-ম্যারাথন আয়োজন করছে যা ৪,৫০০ কিলোমিটার জুড়ে বিস্তৃত কার্গিল থেকে কোহিমা পর্যন্ত।

12. দক্ষিন এশিয়া থেকে Measles এবং Rubella রোগ মুক্ত করার করার পরিকল্পনা করল WHO.


13. কেন্দ্র প্রতিবেশী ত্রিপুরার ছয়টি ত্রাণ শিবির থেকে ব্রু প্রত্যাবাসনের নবম ধাপের জন্য ৩৫০ কোটি টাকার অনুমোদন দিয়েছে।



13. বাংলাদেশের অধ্যাপক মহাম্মদ ইউনূস ভ্যাটিকান কর্তৃক ল্যাম্প অফ পিস অফ সেন্ট ফ্রান্সিস পুরষ্কার পেলেন ।

14. বরুন ধাওয়ানের আপকামিং মুভি 'Coolie No. 1 ' বলিউডের প্রথম চলচ্চিত্র যেটি হবে সম্পুর্ন প্লাস্টিক মুক্ত।

15. সিওলে ৮ম ২০১৯ সিওল প্রতিরক্ষা সংলাপ অনুষ্ঠিত হয়ে গেলো ।




English Version : Click Here





         




SeeCloseComment