-->

6th September Current Affairs 2019



6th September Current Affairs 2019 :


1. প্রয়াত পাকিস্তানের প্রাক্তন লেগ স্পিনার আবদুল কাদের। লাহোরে হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয়েছে তাঁর। বয়স হয়েছিল 63 বছর।

2. Standard Chartered Bank  'Digi Smart Credit Card' লঞ্চ করল  ।

3. 2019 Gold Reserves Nation তালিকায় ভারতের স্থান 9ম ।


4. 'IT Excellence Award 2019' পুরস্কার জিতল
'Odisha State Disaster Management Authority' ।

5. নিউজিল্যান্ড মহিলা ক্রিকেট টিমের হেড কোচ হলেন Bob Carter ।

6. 15ই সেপ্টেম্বর থেকে প্লাষ্টিকের বোতল ব্যবহার নিষিদ্ধ করার ঘোষণা করলো খাদ্য মন্ত্রালয়।

7. প্রয়াত হলেন জিম্বাবোয়ের প্রাক্তন রাস্ট্রপতি Robert Mugabe.


8. 40 টি নতুন 'বন্দে ভারত এক্সপ্রেস' চালু হবে 2022 সাল থেকে।

9. কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী Manish Sisodia 'Shiksha : A Journey' নতুন বইটি প্রকাশ করলেন।

10. দুর্যোগ ব্যবস্থাপনায় ‘2019 IT Excellence Award’ পেলো Odisha State Disaster Management Authority (OSDMA) ।

11. ভারতের Anupama Swain, World Martial Arts Mastership প্রতিযোগিতায় ব্রোঞ্জ পেলেন ।



English Version : Click Here



         




SeeCloseComment