-->

5th September Current Affairs 2019






5th September Current Affairs 2019 :



1. টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবথেকে কমবয়েসী ক্যাপ্টেন হলেন আফগানিস্থানের রশিদ খান।

2. International Day of Charity পালন করা হয় 5th September ।

3. 2019 সালের জন্য বিশ্বের সর্বাধিক জীবন্ত শহর: ভিয়েনা আবার তালিকার শীর্ষে।


4. UP পুলিশ কমিউনিটি পুলিশিং সহায়তা প্রদানের জন্য নতুন c-Plan” অ্যাপ চালু করেছে | Uttar Pradesh Capital---Lucknow, CM---Yogi Adithiyanath, Governor---Anandiben Patel

5. US Federal Trade Commission শিশুদের সম্পর্কে তথ্য সংগ্রহের অপরাধে ইউটিউবকে ১৭০ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা করলো।

6. দিল্লী জয় ভীম মুখমন্ত্রি যােজনায় ওবিসি, সাধারণ বিভাগের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করবে।

7. Kingdom of Lesotho-এ ভারতের পরবর্তী হাই-কমিশনার হিসাবে নিযুক্ত হলেন জয়দীপ সরকার।

8. ভ্যাটিকানের দ্বারা ‘Lamp of Peace of Saint Francis’ অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন বাংলাদেশের অধ্যাপক Muhammad Yunus ।

9. পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ হিসাবে নিযুক্ত হলেন Misbah-ul-Haq ।


10.ইকুয়েডরে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন সঞ্জীব রঞ্জন।


11. বিশ্ব ভ্রমণ, পর্যটন প্রতিযােগিতা সূচকে ভারত 34 তম স্থানে রয়েছে।

12. রােহিত শর্মা ভারতে রাইনােসকে বাঁচাতে প্রচারণা শুরু করেছেন।


English Version : Click Here




         




SeeCloseComment