3rd September Current Affairs 2019 :
1. খাদি এবং গ্রাম শিল্প কমিশন (KVIC) উত্তর প্রদেশের বারাণসীর সেবাপুরীতে প্রথমবারের মতো ‘টেরাকোটা গ্রাইন্ডার’ চালু করলো ।
2. শ্বেতা রতনপুরা প্রথম ভারতীয় মহিলা হিসাবে World Skills Competition-এ গ্রাফিক ডিজাইন বিভাগে ব্রোঞ্জ পদক জিতলেন ।
3. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার অন্যতম উচ্চাভিলাষী প্রকল্প- স্বচ্ছ ভারত অভিযানের (SBA) জন্য বিল এবং মেলিন্ডা গেটস ফাউন্ডেশন থেকে একটি পুরষ্কার পাবেন ।
4. ভারতের সবথেকে বড় ইলেক্ট্রিক ফিল্ড রেল টানেল উদ্বোধন হল অন্ধ্রপ্রদেশে।
5. এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ী জিনসন জনসন ISTAF বার্লিন ইভেন্টে 1500 মিটারে জাতীয় রেকর্ড করে রুপো জিতে নিলেন ।
5. John Mondal রসায়ন বিজ্ঞানে CSIR Young Scientist Award 2019-এর জন্য মনোনীত হলেন ।
6. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় রাজধানী নয়াদিল্লিতে গুজরাট সরকারের দ্বিতীয় রাষ্ট্রভবন ‘Garvi Gujarat’ এর উদ্বোধন করলেন ।
7. 'F1 Belgain Grand Prix 2019' খেতাব জিতল মরোক্কোর Charles Leclerc.
8. অসম রাজ্যের তিনসুকিয়া রেলওয়ে স্টেশন দেশের 4000 তম স্টেশন হিসেবে ফ্রি পাবলিক ওয়াই-ফাই পেলো ।
9. মিথালী রাজ মহিলাদের আন্তর্জাতিক টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন ।
10. কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন নতুন দিল্লিতে বিশ্ব-স্বাস্থ্য সংস্থা (WHO) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক কমিটির (SEA) সপ্তাহব্যাপী 72 তম অধিবেশন উদ্বোধন করেন।