-->

28th September Current Affairs 2019




28th September Current Affairs 2019 :



1. এয়ার মার্শাল Harjit Singh Arora ইন্ডিয়ান এয়ার ফোর্সের Vice Chief হিসাবে নিযুক্ত হলেন ।

2. B Suresh, IAF এর নতুন Western Air Commander নির্বাচিত হলেন।

3. Tamil Nadu Cricket Association-এর প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন Rupa Gurunath ।

4. কোচির আন্তর্জাতিক এয়ারপোর্ট 'Internatioan Award for Passenger Satisfaction' পুরস্কার জিতল ।

5. ভোপাল মেট্রো রেলের নাম পরিবর্তন করে 'Raja Bhoj' এর নামে করার কথা ঘোষণা করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ। এটি 'Bhoj Metro' নামে পরিচিত হবে।


6. ইংল্যান্ডের মহিলা উইকেট কিপার Sarah Taylor আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ।

7. বাংলাদেশ সরকার ভারতে ইলিশ রপ্তানীর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ।



8. ভারত ব্যবসায়িক সমঝোতা বৃদ্ধির জন্য থাইল্যান্ডের সঙ্গে 2400 কোটি টাকার যুক্তি স্বাক্ষর করলো।

9. অন্ধ্রপ্রদেশ 'National Tourism Awards 2017-18 ' - এ দেশের সেরা পুরস্কার পেল ।


10. কোরিয়া ওপেন ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ট্যুর সুপার 500 টুর্নামেন্টের পুরুষ একক সেমিফাইনালে উঠেছে ভারতীয় শাটলার পারুপল্লী কাশ্যপ।

11. India’s valuable Brand তালিকায় শীর্ষস্থানে রয়েছে থাকলো HDFC Bank এবং দ্বিতীয় স্থানে LIC ।

12. উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিন তালাকের শিকার মহিলাদের বার্ষিক 6000 টাকা সরকারি সহায়তা দেওয়ার ঘোষণা করলেন ।


English Version : Click Here




         



SeeCloseComment