27th September Current Affairs 2019 :
1. প্রতি বছর 27শে সেপ্টেম্বর ‘World Tourism Day’ পালন করা হয়। এবারের থিম হলো ‘Tourism and Jobs: a better future for all’ ।
2. গুগল তার 21 তম জন্মদিন 27 শে সেপ্টেম্বর, 2019 উদযাপন করেছে।
3. Paolo Borrometi ইতালিতে 'দুষ্কৃতি সংবাদ' কভারেজের জন্যে 'Mackler Prize' পেলেন।
4. বুলগেরিয়ার অর্থনীতিবিদ Kristalina Georgieva International Monetary Fund-এর নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নির্বাচিত হলেন।
5. রাজস্থানের Payal Jangir প্রথম ভারতীয় হিসেবে 'Changemaker Award 2019' পেল ।
6. আসাম রাজ্য সরকার ‘আপনার আপন ঘর’-নামে একটি স্কিম লঞ্চ করলো ।
7. প্রয়াত হলেন টেলিভিশন প্রডিউসার ও 4 বার Emmy Award বিজয়ী J. Michael Mendel.
8. ভারতের পঙ্কজ আদবানী ও আদিত্য মেহতা যৌথভাবে ‘IBSF World Snooker’ শিরোপা জিতলেন ।
9. বিপিন রাওয়াত 'Chiefs Of Staff Committee' এর নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন ।
10. ভারতের Infosys কোম্পানী United Nations Global Climate Action Award পেলো ।
11. সৌদি আরব সমস্ত পর্যটকদের প্রথমবার ভ্রমনে বিনামূল্যে ভিসার ঘোষণা করলো ।
12. 27 শে সেপ্টেম্বর 2019 , দিল্লি হাইকোর্ট একটি নতুন মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে। অ্যাপ্লিকেশন আদালতের পরিষেবাগুলিকে মামলা এবং আইনজীবীদের কাছে ডিজিটালি অ্যাক্সেসযোগ্য করে তুলবে।
13. আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) ভ্রমণকারী প্রথম আরব নভোচারী হল সংযুক্ত আরব আমিরশাহির (UAE) হাজজা আল মনসৌরি ।