-->

25th September Current Affairs 2019




25th September Current Affairs 2019 :



1. অভিনেত্রী মাধুরী দীক্ষিত মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের গুডউইল অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন ।

2. Shafali Verma আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সবথেকে কনিষ্ঠতম মহিলা হিসাবে ভারতের হয়ে খেলবে, যার বয়স ১৫ বছর।

3. Ponung Doming অরুনাচল প্রদেশের প্রথম মহিলা Lieutenant Colonel হলেন  ।


4. সুইডেনের 'Alternative Nobel Prize' পেল সেদেশের ১৬ বছরের মেয়ে Greta Thunberg.

5. Honda কোম্পানী ২০২১ সালের মধ্যে ইউরোপে ডিজেল চালিত গাড়ি বিক্রি বন্ধ করবে ।

6. বদোদরার Poojs Desai 'Mrs. India - Pride Of Nation 2019' সন্মান পেলেন ।


7. জাতীয় ঐক্য ও সংহতি রক্ষায় অবদানকারীদের সম্মান জানাতে ‘Sardar Patel National Unity Award’-এর সূচনা করলো সরকার

8.ভারতের Laxman Rawat মায়ানমারে অনুষ্ঠিত World 6Reds Title জিতলেন ।

9. ফ্লিপকার্ট-এর সহ-প্রতিষ্ঠাতা Binny Bansal, IIT Delhi-এর দ্বারা ‘Distinguished Alumni Award’-এ সম্মানিত হচ্ছেন ।



English Version : Click Here









         




SeeCloseComment