-->

24th September Current Affairs 2019



24th September Current Affairs 2019 :



1. দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মেগাস্টার অমিতাভ বচ্চন।
ভারতীয় সিনেমার জনক দাদাসাহেব ফালকের প্রতি সম্মান জানিয়ে প্রতি বছর ফিল্মজগতের বিশিষ্টদের এই বিশেষ সম্মানে ভূষিত করা হয়। ১৯৬৯ থেকে এই পুরস্কার চালুহয়েছে। সত্যজিৎ রায়, রাজ কপূর, গুলজার, বিনোদ খন্নার মতো কিংবদন্তীদের এর আগে ওই সম্মান প্রদান করা হয়েছে।

সেই সত্তরের দশক থেকে আজ অবধি ফিল্মি দুনিয়ায় অপরিসীম অবদানের জন্য ভারত সরকার এবারে বেছে নিয়েছে অমিতাভ বচ্চনকে।

পদ্মভূষণ, পদ্মশ্রী আগেই পেয়েছিলেন তিনি। এবার মুকুটে যোগ হল আরও একটি পালক।

2. প্রখ্যাত ফুটবলার Lionel Messi প্রথমবার ‘FIFA 2019 Men's Player of the Year’ অ্যাওয়ার্ড পেলেন ।

3. উড়িষ্যা সরকার ১লা অক্টোবর থেকে সমস্ত যানবাহনকারীদের Online Pollution Certificate বাধ্যতামূলক করলো ।

4. ফেডেরাল ব্যাঙ্কের CEO নির্বাচিত হলেন Shyam Srinivasan.

5. 'Maldives International' শিরোপা জিতল Malvilka Bansod.

6. কেন্দ্র তামিলনাড়ুর মৎস্যজীবীদের জন্য ‘Assistance for Deep Sea Fishing’ স্কিমের অনুমোদন করলো ।

7. কেন্দ্র কৃষকদের সাহায্যার্থে ‘CHC Farm Machinery’ এবং ‘ Krishi Kisan’ নামে মোবাইল অ্যাপ লঞ্চ করলো ।

8. নভেম্বর মাসে বিশাখাপত্তনম এবং কাকিনাড়াতে ‘Tiger Triumph’-নামে ত্রি-পরিষেবা অনুশীলন অনুষ্ঠিত করবে ভারত এবং আমেরিকা যুক্তরাষ্ট্র

9. ভারতের দ্বিতীয় দীর্ঘতম রেলওয়ে ওভার ব্রিজ তৈরী হল বর্ধমানে।

10. কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ ২০২১ সালে ভারতের জনগণনার জন্য ‘Digital Census’ অনুষ্ঠিত করার প্রস্তাব দিলেন ।

11. কেন্দ্র সরকার নবজাতক শিশুর বংশগত রোগ প্রতিরোধে 'UMMID' লঞ্চ করল ।

12. Republic of Guinea Bissau-তে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন Godavarthi Venkata Srinivas

13. লাদাখের 'Shondol Dance' গিনেশ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলল ।

14. বিয়ন বর্গের 'টিম ইউরোপ' টেনিসে 'লেভার কাপ ২০১৯' জিতল ।



English Version : Click Here




         



SeeCloseComment