23rd September Current Affairs 2019 :
1. 23শে সেপ্টেম্বর পালন করা হয় ‘International Day of Sign Languages’ । এবারের থিম হলো ‘Sign Language Rights for All’ ।
2. সাংবাদিক Ravish Kumar Gauri, Lankesh Memorial Award-এ প্রথম সম্মানীত হলেন ।
3. Amit Panghal প্রথম ভারতীয় পুরুষ বক্সার হিসাবে World Championships-এ রুপোর পদক জিতলো ।
4. 'Royal Bank Of Scotland' এর প্রথম মহিলা CEO হলেন Alison Rose.
5. কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর বিহারের প্রথম মহিলা কর্মচারী পরিচালিত পোস্ট অফিসের উদ্বোধন করলেন ।
6. স্পেনের প্রখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড় Carolina Marin Tai Tzu Ying-কে হারিয়ে China Open জিতলো ।
7. কেরালা পর্যটনশিল্প 3টি Pacific Asia Travel Association (PATA) Gold Awards জিতলো ।
8. ভারতের Ladakhi Shondol Dance, Guinness Book of Records-এ নাম নথিভুক্ত করলো।
9. গোয়াতে 37th Goods & Service Tax (GST) Council Meeting অনুষ্ঠিত হলো ।
10. Anil Kumar Jain ভারতের নতুন কয়লা সচিব হিসাবে নিযুক্ত হলেন।
11. চাষীদের জন্যে 'Boroda Kisan' পোর্টাল লঞ্চ করল Bank Of Boroda.
12. 'সিঙ্গাপুর গ্রান্ড প্রিক্স 2019' খেতাব জিতল সেবিস্তিয়ান ভেটেল।