-->

23rd September Current Affairs 2019




23rd September Current Affairs 2019 :



1. 23শে সেপ্টেম্বর পালন করা হয় ‘International Day of Sign Languages’ । এবারের থিম হলো ‘Sign Language Rights for All’ ।


2. সাংবাদিক Ravish Kumar Gauri, Lankesh Memorial Award-এ প্রথম সম্মানীত হলেন ।


3. Amit Panghal প্রথম ভারতীয় পুরুষ বক্সার হিসাবে World Championships-এ রুপোর পদক জিতলো ।


4. 'Royal Bank Of Scotland' এর প্রথম মহিলা CEO হলেন Alison Rose.


5. কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর বিহারের প্রথম মহিলা কর্মচারী পরিচালিত পোস্ট অফিসের উদ্বোধন করলেন ।


6. স্পেনের প্রখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড় Carolina Marin Tai Tzu Ying-কে হারিয়ে China Open জিতলো ।


7. কেরালা পর্যটনশিল্প 3টি Pacific Asia Travel Association (PATA) Gold Awards জিতলো ।


8. ভারতের Ladakhi Shondol Dance, Guinness Book of Records-এ নাম নথিভুক্ত করলো।


9. গোয়াতে 37th Goods & Service Tax (GST) Council Meeting অনুষ্ঠিত হলো ।



10. Anil Kumar Jain ভারতের নতুন কয়লা সচিব হিসাবে নিযুক্ত হলেন।


11. চাষীদের জন্যে 'Boroda Kisan' পোর্টাল লঞ্চ করল Bank Of Boroda.


12. 'সিঙ্গাপুর গ্রান্ড প্রিক্স 2019' খেতাব জিতল সেবিস্তিয়ান ভেটেল।



English Version : Click Here



         



SeeCloseComment