-->

22nd September Current Affairs 2019




22nd September Current Affairs 2019 :



1. 'Sarder Patel National Unity Award' নামে একটি নতুন পুরস্কার ঘোষনা করল কেন্দ্র সরকার ।


2. 92তম অস্কার পুরস্কারের জন্য নমিনেটেড বা মনোনীত হলো বলিয়ুড সিনেমা Gully Boy ।

3. সিএবি এর প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সৌরভ গাঙ্গুলী।

4. প্রখ্যাত বলিয়ুড প্লেব্যাক গায়ক সোনু নিগম লন্ডনে ‘Magnificent Performing Arts Award’-এ সম্মানীত হলেন।

5. IndiGo এর নতুন 'স্বাধীন মহিলা ডিরেক্টর' হলেন Pallavi Shardul.

6.২০১৯-২০ Audit Bureau of Circulations (ABC)-এর চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হলেন Madhukar Kamath

7. ক্যানসার রোগীদের জন্যে প্রতি বছর ২২ সেপ্টেম্বর 'Rose Day' পালিত হয়।

8. ৩ বছরের জন্য IDBI Bank-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন Samuel Joseph Jebaraj

9. সৌদি আরবের পর এবার মহিলাদের জন্য ক্রীড়াঙ্গনের দরজা খুলল ইরানও । দীর্ঘ ৪০ বছরের নিষেধাজ্ঞার বাধা পেরিয়ে স্টেডিয়াম-মুখী হবেন হাজার হাজার ইরানী মহিলা।

10. হায়দ্রাবাদ-কর্নাটক অঞ্চলটির নাম পরিবর্তন হল এবং রাখা হলো Kalyana Karnataka।


11. বলিয়ুড অভিনেতা গোবিন্দা মধ্যপ্রদেশের ঐতিহ্য এবং পর্যটন স্থানের প্রমোট করার জন্য ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন ।


12. Vineet Kothari মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন।


English Version : Click Here





Click Here


         



SeeCloseComment