-->

21st September Current Affairs 2019




21st September Current Affairs 2019 :



1. প্রতিবছর ২১শে সেপ্টেম্বর 'International Day Of Peace' পালন করা হয়। এবারের থিম ছিলো ‘Climate Action for Peace’ ।

2. Ballsbridge University থেকে 'Doctorate in Bussiness' সন্মান পেলেন অন্ট্রাপেনিয়র ও লেখক Kapil Pathare.


3. National Thermal Power Corporation Limited (NTPC) গুজরাটে ভারতের সবথেকে বড়ো সোলার পার্ক স্থাপন করতে চলেছে ।

4. 2022 সালে লঞ্চ করা হবে ISRO এর পরবর্তী একটি বড় মিশন 'Gaganyaan' ।

5. দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ডেঙ্গুর বিরুদ্ধে ‘Champions Campaign’ লঞ্চ করলো ।

6. কেরালাতে ভারতে প্রথম 'Trans Art Festival' অনুষ্টিত হবে ।

7. ভারতের বজরং পুনিয়া World Wrestling Championships-এ ব্রোঞ্জের পদক জিতলো ।

8. আগত গান্ধীজির ১৫০তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য ‘Being Gandhi’-শিরোনামে বই প্রকাশ করলেন লেখিকা Paro Anand ।

9. Samuel Joseph Jebaraj 'IDBI' ব্যাঙ্কের পরবর্তী ৩ বছরের জন্যে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হলেন।

10. মহারাষ্ট্র সরকার ওয়ার্ধায় Swachh Bharat World University স্থাপন করতে চলেছে ।

11. ভারতের প্রথম ‘Trans Art Festival’ হোস্ট করবে কেরালা।

12. কেন্দ্র সরকার দেশীয় কোম্পানী গুলির উপর থেকে কর্পোরেট ট্যাক্স 30% থেকে কমিয়ে 22% করলো।

13. ‘Digital Payment Abhiyan’-এর জন্য হাত মেলালো DSCI, MeitY এবং Google।

14. পরিচালক শ্যাম রামসে বুধবার মুম্বাইয়ে মারা গেলেন। মৃত্যুকালে তার বয়স ছিল 67 বছর ।

15. বিজ্ঞাপন সংস্থা ডিডিবি মুদ্রা গ্রুপের ইমেরিটাস মধুকর কামথ ২০১৯-২০২০ সালের জন্য অডিট ব্যুরো অফ সার্কুলেশনের (ABC) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।



English Version : Click Here





         



SeeCloseComment