20th September Current Affairs 2019 :
1. Rakesh Kumar Singh Bhadauria ইন্ডিয়ান এয়ার ফোর্সের পরবর্তী প্রধান হিসাবে নিযুক্ত হলেন ।
2. রবার্ট ও’ব্রায়েনকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প নতুন জাতীয় সুরক্ষা উপদেষ্টা হিসাবে নিয়োগ করেছেন।
3. পূর্ব লাদাখ অঞ্চলে ‘Chang Thang’-নামে সেনা অনুশীলন অনুষ্ঠিত করলো ভারতীয় সেনা বাহিনী।
4. আন্তর্জাতিক ক্রিকেট থেকে ১ বছরের জন্য ব্যান হলো শ্রীলঙ্কান বোলার Akila Dananjaya ।
5. কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক উত্তর প্রদেশের গ্রেটার নয়ডাতে বিশ্বমানের জাতীয় পুলিশ বিশ্ববিদ্যালয় (NPU) স্থাপনের ঘোষণা করলো ।
6. জম্মুতে প্রথমবার ‘Jammu International Film Festival’ অনুষ্ঠিত হতে চলেছে ।
7. গোয়া ইউনিভার্সিটির ডা. সোহিনী গাঙ্গুলি ‘Young Scientist Award-2018’ দ্বারা সম্মানিত হলেন ।
8. IIFA 2019 সেরা সিনেমার পুরস্কার পেল Raazi.
9. IIFA 2019 সেরা অভিনেতা হলেন রনবীর সিং ( পদ্মাবত মুভির জন্য)।
10. IIFA 2019 সেরা অভিনেত্রী হলেন আলিয়া ভাট ( রাজী মুভির জন্য)।
11. ভারতের প্রথম Central Police University স্থাপিত হবে Greater Noida-তে।
12. ৮৬তম অল ইন্ডিয়া ও সাউথ এশিয়া রাগবি চ্যাম্পিয়নশিপ ২০১৯ অনুষ্টিত হবে কলকাতায়।
13. বেঙ্গালুরুতে ‘Google Research India’-নামে কৃত্রিম মেধা গবেষনাগার স্থাপন করা হবে।
14. ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মঙ্গোলিয়ান রাষ্ট্রপতি এইচ.ই. মিঃ খাল্টমাগেইন বাটুলগা যৌথভাবে ভগবান বুদ্ধ এবং তাঁর দুই শিষ্যের একটি মূর্তি উন্মোচন করলেন।
15. 'Largest Laundry Lesson' এ ৪০০ ভারতীয় তরুন - তরুনী অংশগ্রহন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে।
16. গুজরাটের গ্রাম গুলিতে পাবলিক ওয়াই-ফাই পরিষেবা প্রদানের জন্য BSNL-এর সঙ্গে পার্টনারশীপ গড়লো Google।
17. অন্ধ্র প্রদেশ রাজ্য সরকার ঘোষণা করেছে যে, সরকারী হাসপাতালে কর্মরত চিকিৎসকরা আর ব্যক্তিগত প্র্যাকটিস করতে পারবেন না ।