-->

1st September Current Affairs 2019





1st September Current Affairs 2019 :



1. পাঁচ রাজ্যের রাজ্যপাল বদল (তেলেঙ্গানা, হিমাচলপ্রদেশ, কেরালা, মহারাষ্ট্র এবং রাজস্থান)


  • তেলেঙ্গানার নতুন রাজ্যপাল হলেন Tamilisai Soundararajan.
  • হিমাচল প্রদেশের নতুন রাজ্যপাল হলেন বন্দারু দত্তাত্রেয়।
  • কেরলের নতুন রাজ্যপাল হলেন আরিফ মহম্মদ খান।
  • মহারাস্ট্রের নতুন রাজ্যপাল হলেন ভগৎ সিং কোশিয়ারি।
  • রাজস্থানের নতুন রাজ্যপাল হলেন কল্যান সিং।



2. বিহার সরকার সচিবালয়ের কর্মচারীদের কর্মস্থলে টি-শার্ট এবং জিন্স পরিধান নিষিদ্ধ করলো ।

3. H. C. Mishra ঝারখন্ড হাইকোর্টের কার্যনির্বাহী প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন।

4. গৌরব গিল প্রথমবার মোটর স্পোর্টস বিভাগে অর্জুন পুরস্কার পেলেন ।

5. ওড়িশা সরকার খেলাধূলা, সাহসিকতা, সোশাল সার্ভেসে 'Biju Patnaik Award' ঘোষনা করল ।

6. ইম্ফল এয়ারপোর্টের নাম পরিবর্তন করে বীর তিকেন্দ্রজিত-এর নামে করতে চলেছে মনিপুর সরকার।


7. ইন্দোনেশিয়ার নতুন রাজধানী হল 'East Borneo Island'  ।

8. ভারত সাফ কাপ Under-15 খেলায় নেপাল কে হারিয়ে চ্যাম্পিয়ন হল ।


9. সাবেক সাংবাদিক Rajendra B. Aklekar ‘A Short History of Indian Railways’- শিরোনামে একটি বই লিখলেন ।


English Version : Click Here



🥇🥇সম্পূর্ণ August মাসের Current Affairs 2019 Download করতে নিচের download Button এ Click করুন ⬇️🥇🥇











         




SeeCloseComment