18th September Current Affairs 2019 :
1. Vinesh Phogat প্রথম ভারতীয় কুস্তিবিদ হিসাবে টোকিও অলিম্পিকে অংশগ্রহনের জন্য যোগ্যতা অর্জন করলো ।
2. এশিয়া, ইউরোপ এবং দক্ষিন আমেরিকার মোট 6টি দেশে আন্তর্জাতিক স্পিড পোস্ট পরিসেবা শুরু করলো ভারতীয় ডাক বিভাগ
3. 2022 অলিম্পিক উইন্টার গেমসের ম্যাসকটের নাম হল 'Bing Dwen Dwen.'
4. চিনের অর্থনৈতিক সহযোগিতায় কলম্বোতে 350মিটার দীর্ঘ ‘Lotus Tower’-এর উদ্বোধন করলো শ্রীলঙ্কা। এটি দক্ষিন এশিয়ার সবথেকে উঁচু টাওয়ার। এটির জন্য খরচ হয়েছে 100 মিলিয়ন মার্কিন ডলার
5. 18 সেপ্টেম্বর তারিখে 'World Water Monitoring Day' পালিত হল ।
4. নিউইয়র্ক আমেরিকার যুক্তরাষ্ট্রের দ্বিতীয় রাজ্য হিসাবে ই-সিগারেট ব্যান করলো ।
6. Airtel Payment Bank চালু করেছে 'Bharosa Saving Account' যা আপনাকে কেবলমাত্র minimum 500 ন্যূনতম মাসিক ব্যালেন্স সহ একটি সঞ্চয়ী অ্যাকাউন্ট খুলতে সাহায্য করবে।
7. Best ATP Ranking-এ ভারতের প্রখ্যাত টেনিস খেলোয়াড় সুমিত নাগালের স্থান 159 ।
8. উত্তরাখন্ডের চাষীদের নিয়ে একটি ডকুমেন্টারি ফিল্ম 'Moti Bagh' অস্কারের জন্যে মনোনীত হল।
9. Department of Telecommunications (DoT) চুরি হয়ে যাওয়া মোবাইল খুঁজে পাওয়ার জন্য মুম্বাইয়ে একটি ওয়েব পোর্টাল লঞ্চ করলো ।
10. ক্যান্সার চিকিৎসার আরো উন্নতির জন্য মালদ্বীপের সাথে MoU স্বাক্ষর করলো কেরালা সরকার।